হ্যারেৎজ – অভীক মুখোপাধ্যায় Haaretz by Avik Mukhopaddhay

হ্যারেৎজ - অভীক মুখোপাধ্যায় Haaretz by Avik Mukhopaddhay
হ্যারেৎজ - অভীক মুখোপাধ্যায় Haaretz by Avik Mukhopaddhay

চন্দ্রনাথ সেন ও অভীক মুখোপাধ্যায়ের পশ্চিমবঙ্গের হরর থ্রিলার বই বিড়ালের বাঘ হয়ে ওঠার গল্প Haaretz pdf হ্যারেৎজ pdf ডাউনলোড করুন ও Haaretz pdf হ্যারেৎজ pdf পড়ুন।

হ্যারেৎজ - অভীক মুখোপাধ্যায় Haaretz by Avik Mukhopaddhay
হ্যারেৎজ – অভীক মুখোপাধ্যায় Haaretz by Avik Mukhopaddhay

Haaretz pdf হ্যারেৎজ pdf সূচি

কথামুখ
রিটার্ন টু জায়ন
গোড়ার কথা
অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স
যারা বেঁচে ফেরেনি
এ লড়াই বাঁচার লড়াই
কোথা কোথা খুঁজেছি তোমায়
অপারেশন য়াহলোম
যার কেউ নেই, তার ড্রোন আছে
আমরা ভুলিনি, ক্ষমাও করিনি
আয়রন ডোম
আপনার টুথপেস্টে কি বিষ আছে
একটি হত্যাকাণ্ডের নেপথ্যে
ফর ইউ, গ্র্যান্ডপা
বাঘের নখ, সাপের চোখ
সুহা, আই লভ ইউ
মারে মোসাদ রাখে কে
অপারেশন প্লাজমা স্ক্রিন
জেহাদ এবং মোসাদ
তথ্যঋণ:

Haaretz pdf হ্যারেৎজ pdf কথামুখ
‘হ্যারেজ্’—- অদ্ভুত এই নামটাকে বইয়ের প্রচ্ছদে দেখার পরে নিশ্চয়ই অনেক পাঠকবন্ধু গুগলে সার্চ করে দেখেছেন। কী পেয়েছেন সার্চ রেজাল্টে?
‘দ্য ল্যান্ড [অব ইসরায়েল]’।

ওখানে ‘দ্য’ আর ‘ল্যান্ড’ এই শব্দ দুটোর মাঝখানে অলিখিত আরও একটা শব্দকে পড়তে হবে বন্ধুরা—- ‘প্রমিসড’… যে ভূমি বা জমির জন্য কথা দেওয়া হয়েছিল—- দ্য প্রমিসড ল্যান্ড; দ্য প্রমিসড ল্যান্ড অব ইসরায়েল।

আমরা এই বইতে ইসরায়েল দেশটার বা ইহুদিদের জাতিগত ইতিহাস লিখতে বসিনি। লিখেছি তাদের সংক্ষিপ্ত সামরিক ইতিহাস বা কনসাইজড ডিফেন্স হিস্ট্রি। সম্ভবত বিশ্বের সর্বোচ্চ মেধাসম্পন্ন এই জাতির সামরিক শক্তি নিয়ে লেখালিখি করাটা হাস্যকরও, কারণ তারা মেধায় ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও সেই গুণটি নিয়ে কথা বলাই হয় না; ইহুদিদের ক্ষাত্রশক্তি নিয়েই বিশ্ববাসী বেশি আলোচনা করে। প্রাচ্য এবং পাশ্চাত্য দুই-ই সমৃদ্ধ হয়েছে তথা হয়ে চলেছে তাদের জ্ঞানে—- যদিও তা অনেক ক্ষেত্রেই স্বীকৃত হয়নি বা হয় না। খ্রিস্ট ধর্মের প্রবর্তক প্রভু যিশু, ঈশ্বরের পুত্র যিশু, তিনি কিন্তু ইহুদিই ছিলেন। খ্রিস্ট প্রচারিত খ্রিস্টান ধর্মের অনুসারীরাই বিশ্বের সর্ববৃহৎ ধর্মীয় জনগোষ্ঠী। দ্বিতীয় সর্ববৃহৎ জনগোষ্ঠী মুসলিম সম্প্রদায়ের মধ্যেও ইহুদিদের যথেষ্ট প্রভাব রয়েছে, কারণ উভয় সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক স্থাপন করেছেন আব্রাহাম ও ইসমায়েল।

আপনি কি হারাইতেছেন আপনি জানেন না pdf – শিবরাম চক্রবর্তী Apni Ki Haraitechen Apni Janen Na pdf – Shibram Chakraborty

পৃথিবীতে ইহুদিরাই সবথেকে বেশি বার নোবেল পুরস্কার পেয়েছে। এই বিশ্বের তাবড় তাবড় বিদ্বান, তার্কিক, দার্শনিক, অভিনেতা, বিজ্ঞানীর সঙ্গে জিউস যোগসূত্র মিলবে। অ্যালবার্ট আইনস্টাইন, সিগমন্ড ফ্রয়েড, উডি অ্যালেন থেকে হালফিলের ড্যানিয়েল র‍্যাডক্লিফ অবধি—- প্রতিটা নামের সঙ্গেই ইহুদি রক্তের যোগ পাবেন বন্ধুরা। এমনকী আজকের দিনে দাঁড়িয়ে ভারত থেকে যে কমিউনিস্টরা ইসরায়েলের বিভিন্ন পলিসির ঘোর বিরোধ করে থাকেন, তাঁদের বাইবেল দাস ক্যাপিটাল’টাও লিখেছিলেন ইহুদি রক্তের ধারক-বাহক কার্ল মার্ক্স।

সেই ৩,০০০ বছর আগে নিজেদের দুধ-মধুর দেশ ছেড়ে বেরিয়ে পড়েছিল এই দুর্দান্ত জাতিটি। সারা বিশ্বে বিচরণ করেছে অনায়াসে। যেখানেই পা রেখেছে, সেখানেই ফলিয়েছে সোনা। ভারতেও এসেছে। মোটামুটি শান্তিপ্রিয় ভূমিকাতেই তাদের দেখা গেছে সব জায়গায়। তবুও নানা বিবাদ ইহুদিদের পিছু ছাড়েনি। বিশেষ করে ইহুদিরা যখন নিজেদের কাঙ্ক্ষিত ভূমিতে ফিরে গিয়ে ১৯৪৮ সালে প্রথম বারের জন্য একটি স্বাধীন ইহুদি-রাষ্ট্র তৈরি করেছে, তখন থেকেই মধ্যপ্রাচ্যের কট্টর ইসলামিক রাষ্ট্রগুলোর কাছে তারা চোখের বালি হয়ে উঠেছে। আঘাত এসেছে, প্রত্যাঘাত করে ইসরায়েল জবাব দিয়েছে। কেউ পিছু হটে গেছে ভয়ে, কেউ সাময়িক ভাবে কিছু দিন বা কয়েক বছর চুপ থাকার পর আবার আঘাত করেছে। যুদ্ধ চলছে সমানে। এখনও। অক্ষয়, অমর ইহুদিরা সূচাগ্র মেদিনী তো ছাড়েইনি, উলটে দখল নিয়েছে শত্রু শিবিরের। দুর্দান্ত জাতিটি ক্রমশ দুর্ধর্ষ হয়ে উঠেছে।

আমাদের কাছে ইসরায়েলের সামরিক ক্ষমতা আসলে এক বিস্ময়। আমরা দুই বন্ধুই পড়তে ভালোবাসি। ইসরায়েলের এসপিওনাজ, সামরিক ক্ষমতা নিয়ে ছড়ানো ছেটানো কিছু পড়াশোনা দুজনেই করছিলাম। টুকটাক ইংরেজি বইপত্র কিছু পড়াই ছিল, কিন্তু আমরা খুঁজছিলাম বাংলা বই। বোঝেনই, বাংলা ছাড়া অনেক কিছুই হজম হয় না যে। কিন্তু দুঃখের বিষয় হল, বাংলাতে কোনো স্ট্যান্ডার্ড বই পাইনি। নেই। আর তখনই আমরা সিদ্ধান্ত নিলাম—- ইসরায়েলের সামরিক ইতিহাস নিয়ে একটা বাংলা বই লিখে ফেললে কেমন হয়।

ব্যস, ওঠ ছুঁড়ি তোর বিয়ে লেগেছে। লিখতে বসে গেলাম। হাজার তোড়জোড়, হাজার পড়াশোনা, রাতজাগা, অসুস্থতা, নিজ নিজ গৃহিণীর বকুনি —- সব সহ্য করে বইটা লিখে ফেলাই হল অবশেষে।
এখন প্রশ্ন হল, পাঠক কেন ভারতের সামরিক ইতিহাস ছেড়ে ইসরায়েলের সামরিক ইতিহাস নিয়ে পড়তে যাবেন?
উত্তর একটাই—- ভারত ইসরায়েল হতে চলেছে।
আজ্ঞে হ্যাঁ সুধী পাঠক, ঠিকই পড়লেন —- ভারত ইসরায়েল হতে চলেছে।
কেন?

কারণ ভারতের রাজনীতি, সমাজনীতি সব কিছু ভারতকে ক্ষাত্রশক্তিতে বলীয়ান একটি রাষ্ট্র হয়ে ওঠার দিকে ত্বরান্বিত করছে, যে শত্রুর ঘরে ঢুকে মারবে সার্জিক্যাল স্ট্রাইক করে, তাদের আস্তানা গুঁড়িয়ে দেবে এয়ার স্ট্রাইক দিয়ে, এসপিওনাজ সিস্টেমকে সশক্ত করে দুর্বল করে দেবে নিজের প্রতিপক্ষকে।
এছাড়াও প্রচুর মিল দুই দেশের মধ্যে। অনতি অতীত থেকে অযোধ্যাকে কেন্দ্র করে ভারতের রাজনীতি উত্তপ্ত হয়েছে। একবার মধ্যপ্রাচ্যের ইসরায়েলের জেরুসালেম শহরটার দিকে তাকাতে অনুরোধ করব আমরা। দুটি ধর্মের বিবাদ একটি নির্দিষ্ট সৌধকে ঘিরে—- এ-ই তো?

চন্দ্রনাথ সেন ও অভীক মুখোপাধ্যায়ের পশ্চিমবঙ্গের হরর থ্রিলার বই বিড়ালের বাঘ হয়ে ওঠার গল্প Haaretz pdf হ্যারেৎজ pdf ডাউনলোড করুন এখান থেকে ও Haaretz pdf হ্যারেৎজ pdf এখান থেকে পড়ুন

Be the first to comment

Leave a Reply