Honolulur Makuda pdf Narayan Gangopadhyay হনোলুলুর মাকুদা pdf – নারায়ণ গঙ্গোপাধ্যায়

Honolulur Makuda pdf Narayan Gangopadhyay হনোলুলুর মাকুদা - নারায়ণ গঙ্গোপাধ্যায়

Get Honolulur Makuda pdf writen by Narayan Gangopadhyay bangla books pdf free. নারায়ণ গঙ্গোপাধ্যায়ের উপন্যাস হনোলুলুর মাকুদা pdf ডাউনলোড করুন ফ্রিতে। বাংলা সাহিত্যে দুষ্প্রাপ্য বাংলা বই pdf অনেকেই সন্ধান করেন। তাদের জন্য Honolulur Makuda pdf টি দেওয়া হলো। ভারতজোড়া গল্পকথা pdf download করার সুযোগ হাতছাড়া করা উচিত নয়। বিখ্যাত বই pdf বইয়ের তালিকা তৈরি করা হলে পুরাতন বাংলা বই এর জেনারিতে বইটি দুর্লভ বই pdf টি সবার নজর কাড়বে। দুর্লভ পুরনো বাংলা বইয়ের পিডিএফ সচরাচর পাওয়া বেশ কঠিন। বাংলা বই online এ পড়ার বাংলা বই এর লাইব্রেরি এর মধ্যে Bangla books pdf বেশ জনপ্রিয়। বাংলা ই বুক ফ্রি ডাউনলোড করার অনলাইন লাইব্রেরি এর মধ্যে বাংলা বই ডাউনলোড সাইট আপনাদের অসংখ্য বই ‍দিয়ে ডাচ্ছে।

Honolulur Makuda pdf Narayan Gangopadhyay হনোলুলুর মাকুদা - নারায়ণ গঙ্গোপাধ্যায়Honolulur Makuda pdf  হনোলুলুর মাকুদা pdf সম্পর্কে কিছু তথ্য

বইয়ের নামঃ হনোলুলুর মাকুদা Honolulur Makuda pdf
লেখকঃ নারায়ণ গঙ্গোপাধ্যায়
সাইজঃ ৪ এমবি
পৃষ্ঠাঃ ৬২

Honolulur Makuda pdf পড়ুন

আমি, নেড়া, গজা, ভজা, আর ন্যাদা—এই পাঁচজনে মিলে আমরা বাবা ষণ্ডেশ্বরের মন্দিরে পিকনিক করতে গিয়েছিলুম। স্টেশন থেকে নেমে আরো দু মাইল রাস্তা, কিন্তু জায়গাটি ভারী খাস৷৷ বাবা ষণ্ডেশ্বরের একটা পুরানো মন্দির, সামনে বাঁধানো ঘাটওয়ালা দীঘি, দীঘির চারিধারে অনেক গাছ-টাছ, নানা রকমের পাখি-টাখি। সেখানে আধপোড়া খিচুড়ি আর আধসেদ্ধ তরকারী রান্না করে খেয়ে, হাঁড়ি-ফাড়ি ভেঙ্গে যখন আমরা আবার স্টেশনের দিকে যাব-যাব ভাবছি, তখন হঠাৎ ভপ্–ভপ্— ভপ্ ৷

দেখি, সামনের খোয়া ওঠা বিচ্ছিরি রাস্তাটায় একটা কালো- কালো গাবদা চেহারার ঝরঝরে পুরোনো মোটর গাড়ী এসে দাঁড়িয়েছে। যে ভদ্রলোক গাড়ীটা চালাচ্ছিলেন, তিনি গলা বের করে আমাদের জিজ্ঞেস করছেন, খোকা তোমরা কী করছ এখানে?
ভদ্রলোকের চোখে কালো চশমা, রোগা, মাথার চুলগুলো খাড়া খাড়া, ঠোঁটের মতো বাঁকা দেখে একদম
চেহারা বকের মতো। নাকটা আবার পাখির ভালো লাগেনা । ন্যাদা গম্ভীর হয়ে বললে, আমরা এখানে পিক্‌নিক্ করতে এসেছিলুম।
ভদ্রলোক বললেন ভেরি গুড়।
গজা আরো ভারিকী চালে বললে, আমরা এখানে ছুটির দিনটা এনজয় করতে এসেছিলুম।
ভদ্রলোক এবারে বললেন, ভেরি ভেরি গুড়। তা তোমরা কোথায় থাকো ?
আমরা বললুম চাইবাসা।

ভদ্রলোক ভারী খুশি হয়ে বললেন, আরে আমিও তো চাইবাসায় যাচ্ছি।
নেড়া বললে, তা যান ৷
মোটরে চেপে গড়গড়িয়েই চলে পোকা খাওয়া দাত যান। চাঁইবাশ যেতে কারো কোনো বারণ নেই ৷ —আহা, আমিতো যাবই!—তিনটে বের করে ভদ্রলোক হাসলেন কিন্তু তোমরা যাবে না ?
যাব বই কি। সন্ধ্যে ছ’টার ট্রেন ধরব আমরা৷
—তার মানে এখন দু মাইল রাস্তা ঠ্যাঙাবে, তারপর আরো এক ঘণ্টা বসে থেকে রেলে চাপবে ? আর রেলে যা ভিড়। হয়তো তিনজন উঠবে, দুজন উঠতেই পারবে না।
তা ছাড়া গাড়ির কামরাও কি কম বিপজ্জনক? চোর, জুয়াচোর ও পকেটমার নিকটেই আছে—জানো তো ?
ভজা বললে, আজ্ঞে জানব না কেন—সবই জানি। কিন্তু যেতে তো হবেই।
—নিশ্চয় যেতে হবে ৷ তা আমার বসলে কেমন হয় ?
–আপনার গাড়ীতে?

এই গাড়ীটায় চেপে ভদ্রলোকের টিকটিকির মতো শুকনো মুখের ভেতর থেকে আবার তিনটে পোকা-খাওয়া দাঁত বেরিয়ে এল : একসঙ্গে মিলে বেশ গল্প করতে করতে যেতে পারি। তোমাদের এক পা-ও হাঁটতে হবেনা আর সন্ধ্যের আগেই পৌঁছে যাবে চাঁইবাসায়। চোর জুয়াচোর পকেটমার কেউ তোমাদের কিছুই করতে পারবে না।

অবশ্য করবারও কিছু নেই, কারণ পাঁচজনের ফিরে যাওয়ার রেলভাড়া ছাড়া ট্যাক আমাদের গড়ের মাঠ। তবু মোটরে যাওয়ার সুযোগ পেলে কে আর ছাড়ে? যদিও গাড়ীটা দেখতে তেমন ভালো নয়, কি রকম কালো আর ঝরঝরে, তবু মোটরে চড়ে রাজার হালে যেতে কি আরাম! লোকের মুখের সামনে দিয়ে ভোক-ভোঁক করে ধোঁয়া আর ধূলো উড়িয়ে চলে যাচ্ছি— সবাই তাকিয়ে থাকছে—সামনে থেকে গোরু ছাগল পালিয়ে যাচ্ছে, গেঁয়ো মানুষগুলো বলছে, সর সর—মোটর গাড়ী আসছে ! খুব কায়দা করে যাওয়া —যাকে বলে !
ভদ্রলোক · আরো মিঠে গলায় বললে, উঠে এসো—উঠে এসো। বেশ গল্প করতে করতে আরামসে চলে যাওয়া যাবে।

—বেশ, চলুন তবে।
ভদ্রলোক অমনি হাত বাড়িয়ে ক্যাচাৎ করে গাড়ীর দরজা খুলে দিলেন, আর আমরা টপাস টপাস করে তক্ষুনি উঠে পড়লুম । দুজন সামনে, তিনজন পেছনে। আমি আর ন্যাদা ভদ্রলোকের পাশেই বসে পড়লুম। আর অমনি ঘ্যা-ঘ্যা ঘড়াং ঘড়াং আওয়াজ তুলে গাড়ীটা চলতে সুরু করে দিলে।

Honolulur Makuda pdf download link

Be the first to comment

Leave a Reply