গল্পসমগ্র ২ pdf – নারায়ণ গঙ্গোপাধ্যায় Galpasamagra 2 pdf – Narayan Gangopadhyay

গল্পসমগ্র ২ pdf - নারায়ণ গঙ্গোপাধ্যায় Galpasamagra 2 pdf - Narayan Gangopadhyay
গল্পসমগ্র ২ pdf - নারায়ণ গঙ্গোপাধ্যায় Galpasamagra 2 pdf - Narayan Gangopadhyay

নারায়ণ গঙ্গোপাধ্যায় Galpasamagra 2 pdf গল্পসমগ্র ২ pdf ডাউনলোড করুন ও Galpasamagra 2 pdf পড়ুন।

গল্পসমগ্র ২ pdf - নারায়ণ গঙ্গোপাধ্যায় Galpasamagra 2 pdf - Narayan Gangopadhyay
গল্পসমগ্র ২ pdf – নারায়ণ গঙ্গোপাধ্যায় Galpasamagra 2 pdf – Narayan Gangopadhyay

Galpasamagra 2 pdf গল্পসমগ্র ২ pdf সূচীপত্র

ভোগবতী
ভোগবতী
বন তুলসী ১৩
জীবাণু ২১
চারতলা ২৭
ডিনার ৩৪
প্র্যাকটিস ৪০
ধন্বন্তরি ৪৭ পিতরি ৫৭
তরফদার ৬৪
একটি শত্রুর কাহিনী ইতিহাস ৮৮
ছায়াতরী
লাল ঘোড়া ১00
শেষ চূড়া ১০৯ তমস্বিনী ১১৮
সমুদ্রতীরে দাঁড়িয়ে ১৩১
কুয়াশা ১৩৮
হলদে চিঠি ১৪৭
সেই পাখিটা ১৫৮
একটি কৌতুকনাট্য ১৬৮
সুখ ১৭৩
ট্যাক্সিওয়ালা ১৮৪
ঘূর্ণি
ঘূর্ণি ১৯০ ধানশ্রী, ২০৯ সীমান্ত ২৪১
মশা ২৫০
দিনান্ত ২৫৬ বনজ্যোৎস্না
বনজ্যোৎস্না 29:
হয়তো ২৮৪
সেই মৃত্যুটা ২৮৯
দোসর ২৯৮
বিসর্জন ৩০৯ কালপুরুষ ৩২০

Galpasamagra 2 pdf ভূমিকাঃ

গত শতকের তিরিশের দশকের শেষভাগে যখন তিনি ছাত্র, কৈশোর-যৌবনের সন্ধিস্থলে, তখনই তাঁর গল্পে বাস্তব ও কল্পনার চমৎকার মিশ্রণ দেখতে পাই। তাঁর অনেক গল্পেই অবশ্য এই দুয়ের মিশ্রণের তারতম্য আছে। ছাত্রজীবনের লেখা যেগল্পটিকে তিনি ‘ভাঙা বন্দর’ সংকলনে নিতান্ত ‘ইতিহাসের ধারা রক্ষা’র খাতিরে স্থান দিয়েছিলেন সেটি Porphyria’s Lover কবিতারই যেন গদ্যকাব্যরূপ। জীবনের একটি তীব্রতম সুখের মুহূর্তে মনে হতেই পারে, এরপর আর বাঁচার কোনো অর্থ নেই, ‘এইক্ষণটুকু হোক সেই চিরকাল’ সেইরকমই একটা অনুভবের তীক্ষ্ণতম শীর্ষে উঠে একজন নিজেকে শেষ করে দিয়েছে। বাস্তবে এই ঘটনার বিশ্বাসযোগ্যতা যাই থাক, ওই চিরকালের মুহূর্তটুকু জীবনে আর আসবে না এই ভাবনাটা অস্বাভাবিক নয়। আত্মত্যাগ করা না-করাটা সেখানে গৌণ হয়েই দাঁড়ায়। গল্পটির এই শীর্ষ-মুহূর্তটিকে ভাষায় ধরে রাখার দক্ষতাকেও মানতেই হয়। বাস্তবে তা যতই নিরর্থক মনে হোক না কেন।

তিন গোয়েন্দা ভলিউম ১১৭/২ pdf – আমিই কিশোর, আলাস্কা অভিযান, আমাজানের গহীনে – রকিব হাসান / শামসুদ্দীন নওয়াব Tin Goyenda Volume 117/2 pdf

বোধ হয়, গল্পটাকে লেখক আটবছর পরেকার গল্পসংকলনে রেখেছিলেন একটা বিশেষ কারণে। ‘আত্মহত্যা’ গল্পের মধ্যে নায়ক যেমন অতীত ও ভবিষ্যৎ জীবনযাত্রার কল্পনায় সমস্ত কিছুই হারিয়ে যাবার, মুছে যাবার চিন্তাটাকে ছাড়তেপারেনি, এবং সেইজন্যেই বর্তমানের বিশেষ স্বপ্নমুগ্ধ মুহূর্তটিকেই সর্বস্ব করে জেনে তাকে অতিক্রম করতে চায়নি—অতিক্রম করা মানেই তো হারিয়ে যাওয়া, মৃত্যুর পথে চলে যাওয়া। মুহূর্তের সর্বগ্রাসী মুগ্ধতার পরবর্তী অবস্থাটা তো তা-ই, কিন্তু গল্পের মধ্যে এই অনুভূতিটা নায়ককে কীভাবে আত্মহত্যায় সক্রিয় করল তা বলা নেই। তবে রোম্যান্টিক এই জাতীয় তীব্র অনুভবের সর্বগ্রাসিতাই সম্ভবত ‘বনতুলসী’র মতো গল্পের জন্ম দিয়েছে। এই সর্বগ্রাসিতার স্বরূপটি কিন্তু ‘বনতুলসী’ গল্পে একটু ভিন্ন জাতের, একটু মিশ্র ও জটিল।

মাছ ধরতে গিয়ে বনতুলসীর মোহময় গন্ধ আর একটি ছোট্ট মেয়ের মুখ ভ্যাংচানি (“তুই মাছ পাবি না, ব্যাঙ পাবি) দুয়ে মিলে অবচেতনে এক ‘নায়িকা’র জন্ম হয়েছিল মুগ্ধ নায়কের মনে। আর পরবর্তীকালে, উত্তর বাংলার জংলা বিলে বিচিত্র পাখিদের স্বর্গে বন্ধুবান্ধবদের সঙ্গে শিকার করতে গিয়ে দল থেকে একটু পিছিয়ে পড়ে খালের ধারে কালো পাথরের তৈরি ভেনাসের মতো একটি বিবসনা মেয়েকে নির্জনে নিঃসংকোচে গাত্রমার্জনা করতে দেখে নায়কের সমস্ত ঔচিত্যবোধই লোপ পেয়েছিল। রক্তবিন্দুতে বেজে উঠেছিল কৈশোরের সেই ‘গান’, সেই ছোট্ট নায়িকা। নায়কের মনে হয়েছিল, যেন বনতুলসীর তীব্র কটু কষায় গন্ধ ফিরে এসেছে, সেই হারিয়ে যাওয়া কৈশোরের নায়িকাই পরিপূর্ণ যৌবনে ফিরে এসে এই মুহূর্তে দৃষ্টির আড়ালে চলে গিয়ে আবার সেই বনতুলসীর কুঞ্জেই অপেক্ষা করছে।

মগ্নচৈতন্যে সেই বনতুলসীর বিচিত্র স্বাদ নিয়েই সেই নায়ক নেমে গেল জঙ্গলের মধ্যে। এবং সেই জঙ্গলের আগ্রাসে সে হারিয়েও গেল। সচেতন মন বলছে, ‘আমার নায়িকার সন্ধানে কি? বোধ হয় তাও নয়।’ কিন্তু সেই সর্বগ্রাসী বনের মধ্যেই সে জ্ঞান হারাল। পরে তার টুপিটা জঙ্গলের বাইরে পড়ে থাকতে দেখে সেই সূত্র ধরে বন্ধু তাকে উদ্ধার করে। গল্পের শেষে গল্পের কথক-চরিত্র বলেছে বটে, প্রকৃতি-প্রেম যে নিষ্ঠুরতার সঙ্গে মানুষের সত্তাকে লুপ্ত করে দেয়, মানুষের প্রেম তা করে না, গল্পের মধ্যে কিন্তু বনতুলসীর কটু-কষায় গন্ধের সঙ্গে দুবারই দুটি নায়িকাকে একাত্ম করে দেওয়া হয়েছে। কাজেই গল্পের মধ্য থেকে এই ব্যাখ্যাও করে নেওয়া অযৌক্তিক হবে না, প্রাকৃতিক সর্বগ্রাসিতার মধ্যে প্রচ্ছন্নভাবে যৌনতাও থেকে গেছে। নারীও এখানে প্রকৃতির অন্তর্ভুক্ত হয়ে গেছে।

আপন খেয়ালে চলেন রাজা pdf – চিত্রা দেব Aapon Kheyale Cholen Raja pdf – Chittra Deb

সেই দিক থেকে ‘বনতুলসী’ গল্পটির তাৎপর্যে একটু দ্বিধান্বিত ভাব থেকে গেছে যদিও পরিবেশসৃষ্টির দক্ষতা মানতেই হয়। পরিবেশের সর্বগ্রাসিতাও বিশ্বাসযোগ্য হয়েই ওঠে। কিন্তু নারায়ণ গঙ্গোপাধ্যায় তাঁর যেসব গল্পে খ্যাতি পেয়েছিলেন সেগুলির অধিকাংশই চল্লিশের দশকের যুদ্ধ, মন্বন্তর, অপশাসন, খাদ্যাভাব, বস্ত্রাভাব, আন্দোলন, শ্রেণিগত ব্যবধান, উঁচুতলার মানুষের অমানুষিকতা, দাঙ্গা ইত্যাদিকে কেন্দ্র করে লেখা। ছাত্রজীবন থেকেই মার্কসবাদী মতাদর্শে উদ্বুদ্ধ এই লেখকের চোখে দেশের গরিব চাষি-শ্রমিকদের দুর্দশার কারণগুলো যেমন স্পষ্ট হয়ে উঠেছিল, তেমনি যুদ্ধের প্রতিক্রিয়ায় কালোবাজারি চরিত্রটাও স্পষ্ট হয়ে উঠেছিল। স্পষ্ট হয়ে উঠেছিল শান্ত সরল শ্রমজীবী মানুষের দলের চা-বাগানের কুলি হয়ে যাওয়ার প্রক্রিয়া।

স্পষ্ট হয়ে উঠেছিল ব্ল্যাক আউটের অন্ধকারে ক্ষুধিত মানুষ আর কুকুরের একজোট হয়ে ডাস্টবিন থেকে খাবার খোঁজার ছবি, আর সেসব ‘আপদ’ থেকে গা বাঁচিয়ে, চাকরির করুণ আবেদন হেলায় উপেক্ষা করে রোডেশিয়ান জাতীয় আদিম মানুষের মন্ত্রপুত হাড় সংগ্রহের রোমাঞ্চকর গল্পে মজে-থাকা রায়বাহাদুরের আত্মতৃপ্তির বিলাসিতা। আরো আছে। অগাস্ট আন্দোলনে পলাতক বিপ্লবীর জীবনে ব্যক্তিগত ট্রাজেডি, পুলিশকে ঘুষ দিয়ে গুদামে চাল রেখে শেষপর্যন্ত পচিয়ে ফেলা, এবং খাদ্যাভাবের চরম অমানবিক দুর্দশার মুখে প্রচুর খরচ করে হরিসভায় মহাজনদের অষ্টপ্রহর কীর্তনের আয়োজন, কিংবা কাপড়ের অভাবে বাড়ির মেয়েদের অন্দরবন্দি হতে বাধ্য করে ‘দুঃশাসনের রক্তপান’ যাত্রা ‘লাগিয়ে দেওয়া’।

Galpasamagra 2 pdf download link
Download / Read Online

Be the first to comment

Leave a Reply