মধুযামিনী pdf – শেখ আব্দুল হাকিম Modhu Jamini pdf – Sheikh Abdul Hakim

মধুযামিনী pdf - শেখ আব্দুল হাকিম Modhu Jamini pdf - Sheikh Abdul Hakim
মধুযামিনী pdf - শেখ আব্দুল হাকিম Modhu Jamini pdf - Sheikh Abdul Hakim

শেখ আব্দুল হাকিম সেবা রোমান্টিক উপন্যাস Modhu Jamini pdf মধুযামিনী pdf ডাউনলোড করুন ও Modhu Jamini pdf মধুযামিনী pdf পড়ুন।

মধুযামিনী pdf - শেখ আব্দুল হাকিম Modhu Jamini pdf - Sheikh Abdul Hakim
মধুযামিনী pdf – শেখ আব্দুল হাকিম Modhu Jamini pdf – Sheikh Abdul Hakim

Modhu Jamini pdf মধুযামিনী pdf নমুনাঃ

এ এক বিপজ্জনক খেলা। প্রতি মুহূর্তে ধরা পড়ে যাবার ভয়। তবে ফিউরির নার্ভ ইস্পাতের মত শক্ত, যে-কোন বিপদে ঠাণ্ডা রাখতে পারে মাথা । পরম বন্ধু উপস্থিত বুদ্ধি।
নিউ মার্কেটের দক্ষিণ গেটের পাশে একটা লাল সুবারুর ভেতর বসে আছে ফিউরি; বাম হাতটা তুলে দিয়েছে জানালার ফ্রেমে, আঙুলে সোনার আঙটি আর কব্জিতে দামী রিস্টওয়াচ, ডান হাতে বেনসন অ্যাণ্ড হেজেসের প্যাকেট ও লাইটার। এদিক ওদিক তাকাচ্ছে, দেখে মনে হবে কারও জন্যে অপেক্ষা করছে । আসলে শিকার ধরার আশায় বসে আছে সে। মনে মনে ভাবছে, আজও কি হতাশ হতে হবে তাকে? চট্টগ্রাম থেকে এবার ঢাকায় আসার পর দু’মাস গত হতে চলেছে, ফাঁদে ফেলা যায় এমন একটা শিকারও তার চোখে পড়েনি। অথচ গত বছর এ-সময় ঢাকায় এসে ভালই কামিয়েছিল।

আপনি কি হারাইতেছেন আপনি জানেন না pdf – শিবরাম চক্রবর্তী Apni Ki Haraitechen Apni Janen Na pdf – Shibram Chakraborty

তাকে প্রায় চমকে দিয়ে পাশে এসে দাঁড়াল সাদা একটা করোলা । প্রৌঢ় ড্রাইভার তাড়া খাওয়া ইঁদুরের মত নিচে নেমে প্যাসেঞ্জার সাইডের দরজা খুলে দিল, চীনাদের মত সবিনয়ে নত করল মাথা। ইতিমধ্যে একটা ইংরেজি দৈনিকের আড়ালে মুখ লুকিয়েছে ফিউরি, পত্রিকা পড়ার ছলে লক্ষ করছে একমাত্র আরোহিণীকে। এ পেশার প্রথম নিয়ম, তুমি যে নজর রাখছ সম্ভাব্য শিকারকে তা বুঝতে দেয়া চলবে না ।

প্লাক করা ভুরু, তিল ভরা মুখের তামাটে চামড়া ঢাকার জন্যে পুরু করে লেপা হয়েছে রুজ, চোখের পাতায় মাসকারা, মাথার চুল ভাগ করে ছোট বড় তিনটে খোঁপা বানানো হয়েছে, বয়েস হবে ত্রিশ বা খুব বেশি হলে পঁয়ত্রিশ। কানের রিঙ দুটো এত বড় যে বালা হিসেবে হাতেও বোধহয় পরা যাবে। এক হাতে ছ’টা সোনার চুড়ি, অপর হাতে সোনালি চেইন সহ হাতঘড়ি, গলায় ভরি তিনেক ওজনের নেকলেস।
ফিউরি ভাবল, ছিনতাইকারী বন্ধুরা…তোমরা কোথায়!

 ওড়নাটা গলায় উঠে যাওয়া উচিত হয়নি, কারণ বুকটা আকারেই শুধু বিশাল, সূচনা বা বিভক্তি রেখার কোন হদিসই খুঁজে পেল না ফিউরি । শরীরে এত বেশি চর্বি, শুধু আপত্তিকর নয়, মহিলাকে রীতিমত বেহায়া লাগল তার। এ-ধরনের বেঢপ আকৃতিও পোশাকের গুণে কদর্যতা ঢাকতে পারে, যদিও এই মহিলার ক্ষেত্রে আঁটসাঁট ও খানিকটা খাটো সালোয়ার- কামিজ তা আরও উৎকট করে তুলেছে। গাড়িতে তালা লাগিয়ে পথ দেখাল ড্রাইভার, তার পিছু নিয়ে গেটের দিকে এগোল মহিলা, শরীরে আড়মোড়া ভাঙছে বিপুল মেদ। ফিউরির মনে হলো, এ-ধরনের অশ্লীলতার বিরুদ্ধে আইন থাকা দরকার।

কাম অন, ফিউরি! নিজেকে সামান্য তিরস্কার করল সে। তুমি খুব ভাল করেই জানো কোথায় বাস করছ। রাষ্ট্র যেখানে তার কোটি কোটি নাগরিককে দু’বেলা খেতে দিতে ব্যর্থ হয়, সেখানে তুমি সুরুচির নিশ্চয়তা পাবার জন্যে আইনের সহায়তা চাও কি করে? তোমার দেশের রাজনীতি বলো অর্থনীতি বলো সবই সাধারণ মানুষকে ধোঁকা দেয়ার জন্যে, তার বিরুদ্ধে কোন আইন আছে কি?

মহিলার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না ফিউরি, তার মেজাজ খারাপ হয়ে গেছে। মেজাজ খারাপ হবার কারণ অবশ্য এই নয় যে তার শিকার হবার যোগ্যতা মহিলার নেই। একরবার চোখ বুলালেই মোটামুটি একটা ধারণা পেয়ে যায় সে। এক্ষেত্রে তার ধারণা হয়েছে, এই মহিলাকে ফাঁদে ফেলা অসম্ভব নাও হতে পারে। প্রথমে আসলে সমস্ত দিক বিবেচনায় রেখে শিকারকে মনে ধরতে হয়, তারপর শুরু করতে হয় তদন্ত ও অনুসন্ধান। শিকারের স্বভাব-চরিত্র, সামাজিক অবস্থান, পারিবারিক পরিবেশ, শিক্ষা, আর্থিক অবস্থা ইত্যাদি সম্পর্কে তথ্য সংগ্রহের পরই শুধু বোঝা যায় তাকে ফাঁদে ফেলা সম্ভব কিনা। মেজাজ খারাপ হবার কারণ হলো, এ-ধরনের শিকারের প্রতি তার মনে একটা বিতৃষ্ণা জন্মেছে । এর ‘আগের দুটো শিকার একটা সিলেটে, অপরটি চট্টগ্রামে—এই শ্রেণীরই ছিল।

দুটো ক্ষেত্রেই তিক্ত অভিজ্ঞতা হয়েছে তার। অবৈধ প্রেমিক হিসেবে ফিউরিকে স্বীকৃতি দিতে রাজি ছিল একজন, তার দৈহিক চাহিদা মেটানোর শর্তে। অতি কষ্টে তার কাছ থেকে পালিয়ে বেঁচেছে সে। অপর মহিলা ধরে নেয় ফিউরি যেহেতু তার প্রেমে হাবুডুবু খাচ্ছে, নিয়মিত দামী দামী প্রেজেন্টেশন দাবি করার অধিকার তার ষোলো আনা। এখান থেকেও লেজ গুটিয়ে পালিয়ে আসতে হয়েছে তাকে। সিদ্ধান্ত নিয়েছে, এ-ধরনের শিকার তার দরকার নেই।

Modhu Jamini pdf download link
Download / Read Online

Be the first to comment

Leave a Reply