কেড pdf – জেমস হেডলি চেজ Cade pdf – James Hadley Chase

কেড pdf – জেমস হেডলি চেজ Cade pdf - James Hadley Chase

জেমস হেডলি চেজ থ্রিলার ধর্মী উপন্যাস Cade pdf কেড pdf যা অনুবাদ করেছেন শেখ আব্দুল হাকিম এখনই ডাউনলোড করুন ও পড়ে ফেলুন। Cade pdf একটি সম্পূর্ণ রোমাঞ্চকর উপন্যাস।

কেড pdf – জেমস হেডলি চেজ Cade pdf - James Hadley Chase

Cade pdf রিভিউঃ

হরর থ্রিলার গল্প যারা পছন্দ করেন তাদের জন্য আদর্শ রহস্য উপন্যাস কেড। হেনরি রাইডার চেজ এর বইটি অনুবাদ করেছেন শেখ আব্দুল হাকিম। বিখ্যাত ফটোগ্রাফার একজন মাতাল ও দুর্বল চরিত্রের অধিকারী ক্যাড। তিনি সুন্দরী মেয়ে দেখলে স্থির থাকতে পারেন না। চতুর দুরন্দর ও মেধাবী ফটোগ্রাফারকে দুই দুইবার ফাঁকি দেয় এক সুন্দরী তরুণী যেটা ক্যাট কিছুতেই ধরতে পারেননি। এমনই ঘটনার মার পেচে চলতে থাকে রহস্যময় উপন্যাস কেড এর কাহিনী। শেষ পর্যন্ত কেড এর পরিণতি কি হলো তা জানতে হলে পড়তে থাকুন রহস্যের বেড়াজালে আবৃত উপন্যাস কেড pdf।

৫×৫ = পঁচিশ pdf – মনোজ সেন 5×5 Panchis Nanarokom pdf by Manoj Sen

Cade pdf নমুনাঃ

লাফায়েটির আকাশে চক্কর মারছে প্লেনটা। শহরের উত্তর প্রান্ত থেকেকু ণ্ডলী পাকানো ধোঁয়া উঠতে দেখছে কেড। আগেই ধারণা করেছিল। পরিস্থিতি ভালো নয়, তবে এতটা খারাপ আন্দাজ করতে পারেনি। তিন ঘণ্টার যাত্রায় যে ভয়টা কুরছিল ওকে, সেটা ঝট করে আরও গভীরে দাঁত বসিয়ে দিল, ঘামে ভিজিয়ে দিল হাতের তালু, হৃৎপিণ্ডের গতি কমে গিয়ে যন্ত্রণাকর ধকধকানি শুরু হলো। আরও খানিকটা হুইস্কির তীব্র চাহিদা অনুভব করছে।

ধূমাবতীর মন্দির pdf – মনীষ মুখোপাধ্যায় Dhumavatir Mandir Pdf by Manish Mukhopadhyay

মাথার ওপর আলোকিত সতর্কবাণী : সিগারেট নেভাও, সিট বেল্ট বাঁধো। জিজ্ঞেস না করেও কেউ জানে, এয়ার হোস্টেস এখন আর ওর জন্য ড্রিঙ্ক আনবে না। মেয়েটা যে ওর ওপর প্রচণ্ড বিরক্ত, তা-ও জানে। প্লেন ছাড়ার পর থেকে এখন পর্যন্ত আটটা ডাবল হুইস্কি এনে দিয়েছে সে, এই মুহূর্তে বসে আছে সারি সারি আসনের সামনের প্রান্তে, ওর কাছাকাছি, ভাবটা যেন এই বেয়াড়া আরোহীকে কড়া পাহারায় না রেখে উপায় নেই। টান ধরা, সন্ত্রস্ত স্নায়ু আরও অ্যালকোহলের জন্য নিঃশব্দে চিৎকার শুরু করলেও কেউ জানে এয়ারপোর্টে ল্যান্ড না করা পর্যন্ত অপেক্ষা করতে হবে ওকে।

এই মুহূর্তে প্লেনে আর মাত্র দুজন আরোহী রয়েছে। লাফায়েটির যে অবস্থা, ওর মতো জরুরি কোনো প্রয়োজন ছাড়া কে আসতে চাইবে এখানে। বুশ মিয়া আতঙ্কিত হয়ে দৈত্যরূপী যে বিষবাষ্প ছড়িয়ে দিয়ে গেছেন, ওবামা ক্ষমতাগ্রহণের পর এখনো সেটাকে বোতলে ভরা সম্ভব হয়নি জঙ্গি আল-কায়েদার ভীতির সঙ্গে যোগ হয়েছে আফ্রিকান- কেড।

শিলং জেলের ডায়েরি pdf – সুরমা ঘটক Shilong Jeler Diary pdf – Surama Ghatak

আমেরিকান অর্থাৎ নিগ্রো-ভীতি। উপন্থী শ্বেতাঙ্গদের অসংখ্য সংগঠন এই দুটোকে এক করে যুক্তরাষ্ট্রজুড়ে আজ এখানে, কাল সেখানে একটা না একটা টার্গেট বানিয়ে নিচ্ছে, সংখ্যাগরিষ্ঠ হওয়ায় সমর্থনও পাচ্ছে প্রচুর। কীভাবে যেন এই অপারেশনের নাম হয়ে গেছে টার্গেট প্র্যাকটিস। প্রায় প্রতি হপ্তায় দু-চারজন করে নিগ্রো মুসলমান প্রাণ হারাচ্ছে। বিশাল দেশ, যেখানে সড়ক দুর্ঘটনায় আর ছিনতাইকারীর ছুরি খেয়ে প্রতিদিন মারা যাচ্ছে শত শত মানুষ, সেখানে এটা কোনো বিশেষ খবর নয়।

নিউইয়র্ক থেকে কেডের সঙ্গে বিশ-পঁচিশজন আরোহী প্লেনে উঠেছিল, এই দুজন বাদে বাকি সবাই নেমে গেছে আটলান্টায়। দুজনেই লম্বা-চওড়া, লালমুখো, মাথায় প্রশস্ত কারনিস লাগানো পানামা হ্যাট, গায়ে ভাঁজ নষ্ট হওয়া বিজনেস সুট-বসেছে ওর কাছ থেকে দুই সারি পেছনের সিটে। নিজেদের মধ্যে নিচু গলায় আলাপ করার সময় কেডকে তারা অকারণেই ‘বেজন্মা’, ‘টেরোরিস্ট’, ‘দূষিত আবর্জনা’, ‘অভিশপ্ত’ বলে গাল দিয়েছে। এয়ার হোস্টেসের নিয়ে আসা হুইস্কি গলায় ঢালার সময় শুনেও না শোনার ভান করেছে কেড pdf।

ফ্রান্সিস সমগ্র পিডিএফ ডাউনলোড লিংক Francis Somogro pdf All

এই মুহূর্তে, প্লেন যখন ল্যান্ড করার আগে আকাশে চক্কর দিচ্ছে, দুজনের একজন বলল, ওদিকে তাকাও, ম্যাক। ধোঁয়াটা দেখছ ? মনে হচ্ছে মজা করার জন্য এক্কেবারে ঠিক সময়ে ফিরে এসেছি আমরা।’

‘সব শালা কালা আদমি বানচোত হ্যায়। গরগর করে উঠল দ্বিতীয় লোকটা। আশা করি ওখানে ওদের পুড়িয়ে আচ্ছা মতো রোস্ট করা হচ্ছে।’

শিউরে উঠল কেড। চোরা চোখে সুতো বেরোনো প্যান অ্যাম ব্যাগটা দেখে নিল একবার। ওর ক্যামেরাসহ ছবি তোলার যাবতীয় সরঞ্জাম আছে ওতে। ইচ্ছে করেই কেসে ভরে ক্যামেরা নিয়ে আসেনি, সেটা কাঁধে সাইনবোর্ড বহন করার মতো হতো। বদ্ধ পাগল না হলে লাফায়েটির মতো বিস্ফোরক শহরে কেউ ছবি তুলতে আসবে না।

Cade bangla pdf download link

Download / Read Online

Be the first to comment

Leave a Reply