বৃষ্টি তোমার জন্য pdf – সুমন্ত আসলাম Brishti Tomar Jonno pdf – Sumanto Aslam

বৃষ্টি তোমার জন্য pdf - সুমন্ত আসলাম Brishti Tomar Jonno pdf - Sumanto Aslam
বৃষ্টি তোমার জন্য pdf - সুমন্ত আসলাম Brishti Tomar Jonno pdf - Sumanto Aslam

সুমন্ত আসলাম এর চিরায়ত উপন্যাস, জীবনীভিত্তিক উপন্যাস, থ্রিলার ও অ্যাডভেঞ্চার উপন্যাস, প্যারাসাইকোলজিকাল উপন্যাস Brishti Tomar Jonno pdf বৃষ্টি তোমার জন্য pdf ডাউনলোড করুন।

বৃষ্টি তোমার জন্য pdf - সুমন্ত আসলাম Brishti Tomar Jonno pdf - Sumanto Aslam
বৃষ্টি তোমার জন্য pdf – সুমন্ত আসলাম Brishti Tomar Jonno pdf – Sumanto Aslam

Brishti Tomar Jonno pdf কাহিনী সংক্ষেপঃ

স্পষ্টভাবে কথা বলতে তিনি ভালোবাসেন, শুনতেও ভালো লাগে। কেবল কপট মানুষগুলো এড়িয়ে চলে তাকে, পাছে সত্য কথা শুনতে হয়! কবিতাও তিনি ভালো লেখেন। পত্রিকায় মাঝে মাঝে তার যে কবিতা বের হয়, বেশ অন্যরকম মনে হয় সেগুলো, পড়তেও অন্যরকম। তাঁর প্রিয় বিষয় অন্ধকার ও নৈঃশব্দ। কারণ অন্ধকারের ভেতরে আলো জ্বালানো যায়, আর নৈঃশব্দের ভেতরে সৃষ্টি করা যায় শব্দ।

এই তো তুমি এই তো pdf – সুমন্ত আসলাম Aei To Tumi Aei To pdf – Sumonto Aslam

কী অদ্ভুত! সারাজীবন মনে রাখার মতো একটা কথা। প্রিয় আলফ্রেড খোকন, প্রিয় আলফ্রেড স্পষ্ট বক্ত তাঁরাই, যাঁদের আত্মা কলুষিত নয়; হৃদয় যাঁদের মরিচাময় নয়; যাঁরা কেবল কাদামাটি ভালোবেসে ফুল ফোটায়। আপনার ফোটানো ফুল দিয়ে আমরা একদিন মালা গাঁথব বন্ধু!
মা নিয়ে অনেকেই অনেক রকম উপন্যাস লিখেছেন। আগামীতে আরও লেখা হবে। অনেকদিন আগে একটা মায়ের গল্প শুনেছিলাম—অন্যরকম, ভয়াবহ, হৃদয়কাঁপানো। গল্পটা মাথার ভেতর ঘুরছিল সেই তখন থেকেই। এবার সেই মাকে সামনে রেখে একটা কিছু লেখার চেষ্টা করেছি।

আমাদের এই মা খুব সাধারণ, কিন্তু অসাধারণ তার জীবনদর্শন; আমাদের এই মা নিতান্তই আটপৌড়ে, কিন্তু অতি আধুনিক তিনি; আমাদের এই মা সব সময় হাসেন, কিন্তু তিনি আমাদের কাঁদিয়ে যান অবলীলায়। আমাদের এই মায়ের কাছে অতি ক্ষুদ্র আমরা, তাঁর ছায়ার চেয়েও আমরা তুচ্ছ।

যারা মাকে ভালোবাসেন, যারা বাসেন না সবার কাছেই তিনি একজন আদর্শ মা। এমনতর মা চাই, আর কিছু না, আর কিছু না। Brishti Tomar Jonno pdf
সুমন্ত আসলাম

Brishti Tomar Jonno pdf রিভিউঃ

প্রতিটি লেখকেরই একটি বিশেষ লেখা থাকে। সুমন্ত আসলামের ঠিক তেমনি একটি বিশেষ লেখা এই বইটি। প্রতিটি মানুষের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তার মা। সেই মাকে নিয়েই এই বইটি। সহজ সরল অথচ গভীর ভাব আবেগে পরিপূর্ণ এই বইটি। বইটি পড়লে আপনার মনে গভীর এক অনুভূতি তৈরি হবে। সন্তান কে লালন পালন করতে গিয়ে মা কতই না কষ্ট করেন। কোন মাই জানেন না তার সন্তান বড় হয়ে কেমন হবে। শেষ বয়সে তাদের সাথে কেমন আচরণ করবে। কিংবা যদি তিনি জানতে নি যে বড় হয়ে তার সন্তান তার সাথে খারাপ ব্যবহার করবে তাহলে কি মা তার সন্তানকে ফেলে দিত?

মরা গাছের দোলনাটা এবং pdf – মিথিল ভট্টাচার্য Mora Gacher Dolnata Ebong pdf – Mithil Bhattacharya

এত কষ্ট করে যে মা সন্তানকে লালন-পালন করে আমরা সন্তান কি সেই দানের মূল্য দিতে পারি? কয়জন সন্তান আছে যে তার মায়ের আত্মত্যাগের প্রতিদান দিয়ে থাকেন? কিছু সন্তান আছেন যারা এই মায়ের প্রতিদান দেওয়া তো দূরে থাক উল্টো তাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে থাকেন। সমাজের এমন নানান ঘটনা দুর্ঘটনার শিক্ষার্থী শিক্ষক বিশ্লেষণ নিয়েই লেখকের এই গল্প সংকলন। মর্মস্পর্শী গল্পগুলো অবশ্যই প্রতিটি পাঠকের হৃদয় ছুঁয়ে যাবে।

Brishti Tomar Jonno pdf নমুনাঃ

সম্ভবত এবারও আমি পাগল হয়ে যাচ্ছি। বছরের এই সময়টা এলেই আমি যেন কেমন হয়ে যাই। আমার ভেতরে কী একটা কাজ করে, চারপাশের সবকিছু পাল্টে যায়, আমি হয়ে যাই অন্যরকম। যদিও সেটা বেশি দিনের জন্য না, দু’এক দিনের জন্য, কখনো কখনো দু’এক ঘণ্টার জন্য। তবু সারা বছরই আড়ালে-আবডালে আমাকে পাগল বলে অনেকে। Brishti Tomar Jonno pdf

আমার এই সমস্যাটা শুরু হয়েছে বেশ কয়েক বছর আগে, শীতের দিনে। তারপর থেকে প্রতিবছর শীত এলেই আমি এরকম হয়ে যাই। কেন হয়ে যাই, তা ভেবে বের করার চেষ্টা করেছি, দু’একটা কারণ অবশ্য বেরও করেছি। কিন্তু কাউকে বলি নি সেটা। নিতু অবশ্য ছিটেফোঁটা কিছু জানে।

সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসতেই মাথাটা ঘুরে ওঠে আজও। ভাবলাম, প্রচণ্ড শীতের জন্য এরকম হচ্ছে। ভালো করে অনেকগুলো গরম পোশাক পরে নিলাম গায়ে। হাত-মোজা পরলাম, কান ঢাকা উলের টুপি পরলাম মাথায়, বাবার একটা পশমের পা-মোজা ছিল সেটা পরলাম, কম্বলের মতো মোটা কাপড়ের একটা ট্রাওজার আছে আমার, পরে নিলাম সেটাও। আমার ভেতরে শীত ঢোকা তো এখন দূরের কথা, আমাকে দেখেই নিরুৎসাহী হয়ে পালিয়ে যাওয়ার কথা শীতের।

ঘর থেকে বের হয়ে পুকুরপাড়ে যাচ্ছিলাম। নিতু আমাকে দেখে চোখ দুটো বড় বড় করে বলল, ‘ছোট ভাইয়া, তুই কি পাগল হয়ে গেছিস?’

Brishti Tomar Jonno pdf download link

Download / Read Online

Be the first to comment

Leave a Reply