বাপ্পী ভয়ংকর pdf – সুমন্ত আসলাম Bappi Voyongkor pdf by Sumanta Aslam

বাপ্পী ভয়ংকর pdf - সুমন্ত আসলাম Bappi Voyongkor pdf by Sumanta Aslam
বাপ্পী ভয়ংকর pdf - সুমন্ত আসলাম Bappi Voyongkor pdf by Sumanta Aslam

সুমন্ত আসলাম এর ব্যাপক আলোচিত ও জনপ্রিয় উপন্যাস Bappi Voyongkor pdf বাপ্পী ভয়ংকর pdf ডাউনলোড করুন এখনই। Bappi Voyongkor pdf থ্রিলার উপন্যাসটি পড়ুন।

বাপ্পী ভয়ংকর pdf - সুমন্ত আসলাম Bappi Voyongkor pdf by Sumanta Aslam
বাপ্পী ভয়ংকর pdf – সুমন্ত আসলাম Bappi Voyongkor pdf by Sumanta Aslam

Bappi Voyongkor pdf সংক্ষেপঃ

রন্টু, তপু, ইন্দ্র, চপল আর রুপম হচ্ছে বন্ধু । বাপ্পী হচ্ছে ওদের নতুন বন্ধু। সান্টুদের বাড়ির ছাদে বসে আছে ওরা। বাড়িটা অবশ্য পুরনো। এক সময় এটা জমিদার বাড়ি ছিল, এখন সান্টুদের। বাড়িটা বেশ চুপচাপ, সন্ধ্যার দিকে আরো নীরব হয়ে যায়। ওরা প্রায় দেড় ঘণ্টা ধরে অপেক্ষা করছে এখানে। বাপ্পীর জন্য অপেক্ষা করছে ওরা। বাপ্পীর আসার কথা ছিল, আসেনি এখনো, আসবে বলেও মনে হয় না। অথচ ওকে খুব জরুরি দরকার। না আসলে বড় ধরনের একটা সমস্যা হয়ে যাবে আজ।

নীহাররঞ্জন গুপ্তের কিরীটী অমনিবাস PDF download করুন Kiriti Omnibus pdf (all volumes) by Nihar Ranjan Gupta

না, বাপ্পী আর আসে না। ওদিকে ওদের খেলার মাঠ দখল করে ঘর তুলেছে মোখলেস ব্যাপারী। রাতের আঁধারে ঘরটাতে আগুন দিয়ে পুড়ে দিতে হবে। এর আগে আরো অনেক অন্যায় কাজের প্রতিবাদ করেছে ওরা, প্রতিরোধও করেছে। মোখলেস ব্যাপারী সরকারি মাঠ দখল করেছে, মোট কথা এলাকার একমাত্র খেলার মাঠ দখল করেছে। কিন্তু এ ঘরটাতে আগুন দেওয়ার কথা বাপ্পীর, সেই বাপ্পীরই কোনো খোঁজ নেই ।

আরেকটা সমস্যা হয়ে গেছে এলাকায়। প্রতিদিন নদীতে লাশ ভেসে আসছে। কারা যেন রাতের আধারে ঘুরে বেড়ায়? অন্যরকম একটা আতঙ্ক বিরাজ করছে এলাকায়। এর মাঝেও বাপ্পীর দেখা নেই। অবশেষে একদিন পাওয়া যায় বাপ্পীকে। অবাক হয়ে যায় রন্টু, তপু, ইন্দ্র, চপল, রুপম, সান্টু। চুপিচুপি বাপ্পী এত বড় কাজ করেছে! একেবারে ভয়ঙ্কর কাজ!

Bappi Voyongkor pdf নমুনাঃ

রন্টু, তপু, ইন্দ্র, চপল আর রুপম দাঁড়িয়ে আছে সান্টুদের বাড়ির ছাদে। বাড়িটা অবশ্য পুরনো। এক সময় এটা জমিদার বাড়ি ছিল, এখন সান্টুদের । বাড়িটা বেশ চুপচাপ, সন্ধ্যার দিকে আরো নীরব হয়ে যায়। ওরা প্রায় দেড় ঘণ্টা ধরে অপেক্ষা করছে এখানে। বাপ্পীর জন্য অপেক্ষা করছে ওরা। বাপ্পীর আসার কথা ছিল, আসেনি এখনো, আসবে বলেও মনে হয় না। অথচ ওকে খুব জরুরি দরকার। না আসলে বড় ধরনের একটা সমস্যা হয়ে যাবে আজ ৷

শারদীয়া কথাসাহিত্য ১৪২৮ (২০২১) পিডিএফ Sharadiya Kathasahitya 1428 pdf Magazine

ছাদের বাম পাশের রেলিংয়ে পা ঝুলিয়ে বসে আছে রুন্টু। ওপরের পাটির দাঁত দিয়ে নিচের ঠোঁটটা কামড়াচ্ছে ও। চিন্তা করছে গভীরভাবে। একটু অসাবধান হলেই যে দোতালার ছাদ থেকে একেবারে নিচে পড়ে যাবে সেদিকে খেয়াল নেই ওর। অবশ্য পড়ার কথাও না, ও যা সাহসী! আর পড়লেও ওর কিছু হবে বলে মনে হয় না। কারণ এ পর্যন্ত ও তিন তিনবার উপর থেকে মাটিতে পড়ে গেছে।

রন্টু প্রথমবার পড়ে গিয়েছিলে রুপমদের বড় পেঁয়ারা গাছটা থেকে। খুব আনন্দ নিয়ে গাছের এ-ডাল থেকে ও-ডালে গিয়ে পেঁয়ারা পাড়ছিল ও। আস্তে আস্তে উপরে উঠতেই হঠাৎ চোখ চলে যায় সবচেয়ে উপরের ডালটাতে, মস্ত বড় একটা ডাসা পেঁয়ারা ঝুলে আছে সেখানে। অত বড় একটা টসটসে পেঁয়ারার লোভে কিছুটা দ্রুত গতিতে উপরে উঠছিল ও। রাতে বৃষ্টি হয়েছিল, ভিজে পিচ্ছিল হয়ে গিয়েছে কয়েকটা ডাল, ওরকম একটা ভেজা ডালে পা দিতেই ফসকে যায় ও। পাশের একটা ডাল জাপটে ধরার চেষ্টা করে সঙ্গে সঙ্গে, কিন্তু সেটা আর ধরা হয় না, সুড়ৎ করে নিচে পড়ে যায় ও।

পেঁয়ারা গাছের নিচে একটা কোদাল রাখা ছিল, অল্পের জন্য ঠিক তার ওপর পড়ে না, পাশের নরম মাটিতে ধপাস একটা শব্দ হয়। সেই শব্দে বাড়ির সবাই দৌড়ে এসে দেখে মাটির ওপর একেবারে চিৎ হয়ে পড়ে আছে রন্টু। রুপমের বাবা আহা আহা করে ওকে জড়িয়ে ধরে বলেন, ‘এটা কীভাবে হলো! এই কে আছিস, রিকশা ডাক, হাসপাতালে নিতে হবে ছেলেটাকে।’ রুপমের মা দৌড়ে গিয়ে এক জগ পানি এনে ঢেলে দেন ওর মুখের ওপর, কিন্তু ও শুয়ে থাকে আগের মতোই। আশপাশের সবার চোখ বড় হয়ে গেছে । কিন্তু এ মুহূর্তে কী করা উচিত বুঝে উঠতে পারছে না কেউ।

রুপমের বড় বোন সাদিয়া আপু সলিমুল্লাহ মেডিকেল কলেজে পড়েন, ছুটিতে এসেছেন। পাশের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তিনি। শোরগোল শুনে বাড়িতে ফিরে পেঁয়ারা গাছের কাছে দৌড়ে চলে আসেন। সবাইকে দূরে দাঁড়াতে বলে রন্টুর একটা হাত টেনে নেন। কবজির কাছে দু আঙ্গুল দিয়ে চেপে ধরে রাখেন কিছুক্ষণ। একটু পর পিটপিট করে তাকিয়ে রন্টু বলে, “আমি তো অজ্ঞান হয়ে যাইনি।’

Bappi Voyongkor pdf ডাইনলোড লিংক

Download / Read Online

Be the first to comment

Leave a Reply