সুমন্ত আসলাম এর আলোচিত উপন্যাস Baundule 7 pdf বাউন্ডুলে ৭ pdf ডাউনলোড করুন এখান থেকে। Baundule 7 pdf পাঠক মনে নতুন এক পাঠ অভিজ্ঞতা তৈরি করবে।
Baundule 7 pdf নমুনাঃ
খুব আগ্রহ নিয়ে ছোট্ট মিতুল তার বাবার কাছ ঘেঁষে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, ‘বাবা, বলো তো পৃথিবীতে কোন প্রাণীটি সবচেয়ে সাহসী?’
বারান্দায় দাঁড়িয়ে ছেলেকে সঙ্গে নিয়ে ফাঁকা রাস্তার দিকে তাকিয়ে ছিলেন সাবের সাহেব। কারফিউয়ের রাত, শীতের রাত, গভীর রাত- একটা মানুষও নেই রাস্তায়। সাবের সাহেব রাস্তা থেকে চোখ ফিরিয়ে ছেলের দিকে তাকিয়ে কিছুটা কপাল কুঁচকে বললেন, এ কথা জিজ্ঞেস করছ কেন?’
‘কারণ আছে।’
*আমার তো মনে হয় — মানুষ।
“মানুষ!”
কল্পবিশ্ব শারদীয়া ১৪২৪ (২০১৭) পিডিএফ Kalpa Biswew Sharodia 1424 (2017) pdf
*কেন, তোমার কোনো সন্দেহ আছে?’ *একটু আগে তুমি বললে কারফিউ দেওয়ার ফলে মানুষজন সব ভয়ে যার যার বাসায় চলে গেছে। কিন্তু দেখো, কয়েকটা কুকুর এখনো রাস্তায় ঘোরাফেরা করছে, ওরা কোনো ভয় পাচ্ছে না। এবার বলো—ওরা বেশি সাহসী, না মানুষ বেশি সাহসী?’ Baundule 7 pdf
সাবের সাহেব কিছু বললেন না, কেবল মুচকি হেসে ছেলের মাথায় হাত বোলাতে বোলাতে আবার রাস্তার দিকে তাকালেন। রাস্তায় বেশ কয়েকটা কুকুর জট পাকিয়ে আছে। তিনি দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বললেন—হ্যাঁ, মানুষ কখনো কখনো মানুষের হাতে বন্দি হয়ে যায়, কোনো কোনো মানুষ তার সাহস কেড়ে নেয় অবলীলায়।
মন মুকুর শারদীয়া সংখ্যা ১৪২৭ পিডিএফ Mon Mukur Sharadiya 1427 (2020) pdf
২য় গল্প
অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন সাবের সাহেব। ঘুমভাঙা চোখে মিতুল
এসে বাবাকে জিজ্ঞেস করল, ‘একটা প্রশ্নের উত্তর দাও তো বাবা?’ টাইয়ের নট ঠিক করতে করতে সাবের সাহেব বললেন, ‘বলো?’
‘বলো তো একটা মানুষ আর একটা প্রাণীর মধ্যে পার্থক্য কী?’
*এটা তো খুব সহজ উত্তর—মানুষের বিবেক আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে; প্রাণীদের তা নেই। মানুষ লেখাপড়া করে সভ্য হয়, প্রাণীরা করে না বলে তারা অসভ্য।’
আরও পার্থক্য আছে বাবা।
“বলো তো?’
‘মানুষ কাপড়-চোপড় পরে, কিন্তু প্রাণীরা কখনো কাপড়-চোপড় পরে না।
‘ঠিক।’
‘মানুষ সবকিছু পেতে যুদ্ধ করে, প্রাণীরা কেবল খাবারের জন্য যুদ্ধ করে।’ ‘ঠিক’
‘একটা মানুষ আরেকটা মানুষকে নির্দ্বিধায় এমনি এমনি মেরে ফেলে, কিন্তু অনেক প্রাণীই তার স্বগোত্রকে মেরে ফেলে না।
‘ঠিক। Baundule 7 pdf
মিতুল তার ছোট্ট কুকুরটাকে কোলে নিয়ে বলল, ‘বাবা, এবার বলো তো দেখি—আমার এখন মানুষ হওয়া উচিত, না এ রকম একটা কুকুর হওয়া উচিত?
সাবের সাহেব কিছু বললেন না, কেবল মুখটা গম্ভীর করে টাইয়ের নটটা ঠিক করতে লাগলেন। কিছুক্ষণ পর হঠাৎ করে কেন যেন টাইটা খুলে ফেললেন। মুখটা লাল হয়ে গেছে তার।
লিফ স্টর্ম pdf – গাব্রিয়েল গার্সিয়া মার্কেস Leaf Storm Bangla PDF – Gabriel Garcia Marquez
৩য় গল্প
রাতে বাসায় ফেরার সঙ্গে সঙ্গে মিতুল তার বাবার একটা হাত ধরে বলল, *আমি না মানুষ হতে চাই বাবা, সত্যিকারের একটা মানুষ।
সাবের সাহেবের চোখ ছলছল করে ওঠে। তিনি টের পেলেন আস্তে আস্তে কেটে যাচ্ছে মনের ভেতরের গুমোট ভাবটা, মাথাটাও তেমন যন্ত্রণা করছে না এখন, ফুরফুরে লাগছে সবকিছু। হাঁটু মুড়ে বসে তিনি ছেলেকে জড়িয়ে ধরে তার মুখের দিকে তাকিয়ে বললেন, ‘কেন তুমি সত্যিকারের একটা মানুষ হতে চাইছ?’
‘দুই মাস আগে তুমি আমাকে একটা ফুলগাছ কিনে দিয়েছিলে না?’ ‘হ্যাঁ, দিয়েছিলাম।’
‘সে গাছটা তো মরে যেতে নিয়েছিল, তাই না বাবা?”
‘হ্যাঁ, প্রায় মরেই গিয়েছিল। আমি তো সেটা ফেলে দিতে বলেছিলাম তোমাকে।’
শুধু একটা রাত pdf – অভিজ্ঞান রায়চৌধুরী Sudhu Ekta Raat pdf – Abhigyan Roychowdhury
‘গাছটা আমি বাঁচিয়ে তুলেছি বাবা।’ মিতুল তার বাবাকে সমস্ত ভালোবাসা দিয়ে জড়িয়ে ধরে বলল, ‘বাবা জানো, সে গাছটাতে একটা ফুলও ফুটেছে। মিতুল একটু থেমে সমস্ত মুখ আলো করে বলে, ‘মানুষ সব পারে বাবা, যা অন্য কেউ পারে না, কেউ পারে না।”
সাবের সাহেবের চোখে এবার সত্যি সত্যি পানি এসে গেছে। হ্যাঁ, মানুষ সব পারে, সত্যিকারের একটা মানুষ সব পারে। সে নিজেকে সুন্দর করতে পারে, সে তার ফুলবাগান সুন্দর করতে পারে, সে তার দেশকে সুন্দর করতে পারে। জানালা দিয়ে জ্যোৎস্না এসে ভরে ফেলেছে ঘরটা। কী মনোরম, কী আশ্চর্য!
Baundule 7 pdf download link
Leave a Reply
You must be logged in to post a comment.