বাউন্ডুলে ৯ pdf – সুমন্ত আসলাম Baundule 9 pdf by Sumanta Aslam

বাউন্ডুলে ৯ pdf - সুমন্ত আসলাম Baundule 9 pdf by Sumanta Aslam
বাউন্ডুলে ৯ pdf - সুমন্ত আসলাম Baundule 9 pdf by Sumanta Aslam

সুমন্ত আসলাম এর বাউন্ডুলে সিরিজের আরো একটি উপন্যাস Baundule 9 pdf বাউন্ডুলে ৯ pdf ডাউনলোড করুন।

বাউন্ডুলে ৯ pdf - সুমন্ত আসলাম Baundule 9 pdf by Sumanta Aslam
বাউন্ডুলে ৯ pdf – সুমন্ত আসলাম Baundule 9 pdf by Sumanta Aslam

Baundule 9 pdf নমুনাঃ

ক্ষমতা গ্রহণের তিন দিন পর ঘুম থেকে উঠেই চমকে উঠলেন বারাক হোসেন ওবামা। বেডরুমের বুলেটপ্রুফ জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখেন হোয়াইট হাউজের সামনে প্রায় কয়েকশ’ ছোট ছোট বাচ্চা ছেলেমেয়ে দাঁড়িয়ে আছে। তারা অধীর আগ্রহে তাকিয়ে আছে তাঁর এই নতুন আবাসস্থলের দিকে। কিন্তু অবাক করা বিষয়টা হচ্ছে— সবগুলো ছেলেমেয়ের মুখ কাপড় দিয়ে ঢাকা, তাদের কোনো চেহারা দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না তারা কে এবং কোথা থেকে এসেছে।
কপালে ভাঁজ পড়ে গেল ওবামার। এত সকালে এত ছেলে মেয়ে কেন এখানে? দ্রুত সকালের প্রাথমিক কাজ সেরে তিনি অফিস রুমে এলেন। সেক্রেটারিকে জিজ্ঞেস করতেই সেক্রেটারি বললেন, ‘ছেলেমেয়েগুলো আপনার সঙ্গে একটু কথা বলতে এসেছে।
‘কেন?’ “তা বলেনি। Baundule 9 pdf
“তুমি জিজ্ঞেস করেছিলে?’ ‘জি।’
“কিছু বলেনি ওরা?’

অমর চিত্র কথা pdf কমিক্স কালেকশন Amar Chitra Katha pdf link

না। শুধু বলেছে আপনার সঙ্গে দেখা করতে এসেছে, আপনার সঙ্গে একটু কথা বলতে চায় ওরা। ‘কিন্তু ওদের চেহারা ওরকম কাপড় দিয়ে ঢাকা কেন?’
সেক্রেটারি একটু সোজা হয়ে দাঁড়িয়ে বলেন, ‘ও বিষয়েও জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ওরা এ বিষয়েও কিছু বলেনি।’
“ওরা কেন এরকম ভাবে দেখা করতে এসেছে- Baundule 9 pdf
আমার মাথায় তো কিছু আসছে না, তুমি কিছু ভেবেছ?’ ‘না, স্যার। আমার মাথায়ও কিছু আসছে না।’ ‘ঠিক আছে, এসে যখন পড়েছে, ডাকো। আমাদের বড় হলরুমটাতে গিয়ে বসাও। বারাক ওবামা কিছু শঙ্কিত গলায় বললেন।

হলরুমের সামনের বেঞ্চে বসা মেয়েটা বারাক ওবামাকে বলল, ‘আঙ্কেল, একজন বাবা হিসেবে আপনার দু’ মেয়ে মালিয়া আর সাশা আপনার কাছে কতটুকু প্রিয়?’ “অনেক। প্রাণের চেয়ে প্রিয়।
‘সেই মালিয়া আর সাশার যদি কিছু হয়, তাহলে আপনার কেমন লাগবে?’ ‘বেঁচে থাকা অর্থহীন হয়ে যাবে।
মেয়েটা একটু চুপ থেকে বলল, ‘আপনি কি জানেন, কয়েকদিন আগে এরকম অর্থহীন হয়ে গেছে অনেক বাবা-মায়ের জীবন?”
‘বুঝলাম না।’ Baundule 9 pdf

রূপক সাহা পিডিএফ ডাউনলোড লিংক Rupak Saha pdf link

‘কয়েকদিন আগে ভারতের শুধু একটা হোটেল বোমা বিস্ফোরণে আপনি সন্ত্রাসীদের বিরুদ্ধে অনেক কথাই বলেছিলেন, কিন্তু সমস্ত গাজাতে এই যে এত বড় বড় বোমা ফেলা হলো, আপনি তাতে কিছুই বললেন না। সেখানে আমাদের মতো কত ছোট ছোট ছেলেমেয়ে মারা গেছে, তাদের বাবা-মায়ের বুক শূন্য হয়ে গেছে। অথচ আপনি পরিবর্তনের কথা বলেছিলেন! মেয়েটি আবার একটু চুপ থেকে বলে, ‘আচ্ছা আঙ্কেল, যদি গাজায় আপনার মেয়ে দুটো থাকত আপনি তাহলে কী করতেন?’
বারাক ওবামা কিছু বললেন না। মাথাটা নিচু করে ফেললেন। একটু পর মাথাটা উঁচু করতেই চিৎকার করে ওঠেন তিনি। সবগুলো ছেলেমেয়ে মাথার কাপড়টা সরিয়ে ফেলেছে। কোনো ছেলেমেয়েরই চোখ নেই, কান নেই, নাক নেই । কারো কারো মাথাও নেই।

মেয়েটি একটু এগিয়ে এসে বলল, ‘আঙ্কেল ভয় পাবেন না, আমরা গাজা থেকে এসেছি। ক’দিন আগেও আমরা আমাদের নাক দিয়ে ফুলের সুবাস নিতাম, কান দিয়ে নদীর কুল কুল শব্দ শুনতাম, চোখ দিয়ে নীল আকাশ দেখতাম । কিন্তু হায়…!’ মেয়েটি গলাটা করুণ করে বলে, ‘আচ্ছা আঙ্কেল, আমাদের দোষটা কী ছিল, বলুন তো!’
বারাক ওবামা এবারও কোনো কথা বললেন না। মাথাটা নিচু করে ফেলেন আগের মতোই।

সাবের সিদ্দিকীর ২২,৬৩০ দিনের জীবনে তিনটি দিনের কথা কখনোই ভুলতে পারবেন না। আর সেই তিনটি দিনের প্রথম দিনটি হচ্ছে— তাঁর প্রথম সন্তানের জন্মের দিন। বৃষ্টি ছিল সেদিন, মুষলধারে বৃষ্টি । কাছে পিঠে কোথাও হাসপাতাল নেই, অতি নিকটে (!) যে হাসপাতালটা আছে সেটা বাড়ি থেকে চার কিলোমিটার দূরে। একে তো বৃষ্টি, তার ওপর কোনো যানবাহনও নেই । অথচ পোয়াতি বউটার ব্যথা উঠেছে, অল্প অল্প চিৎকার করছে সে। দ্রুত হাসপাতালে নেওয়া দরকার তাঁকে। কী করা যায়, কী করা যায়—এটা ভাবতে ভাবতেই মাথায় একটা বুদ্ধি এসে যায় তাঁর।

বৃষ্টিটা কমে এসেছে এরই মধ্যে। চারটা বাঁশ দিয়ে মাচা বানিয়ে, তার ওপর বউকে শুইয়ে চাচাতো এক ভাইকে সাথে নিয়ে পৌঁছে যান হাসপাতালে। কাঁধের মাংস ততক্ষণে বসে গেছে তিন ইঞ্চি, বুকটা লাফাতে শুরু করেছে ইচ্ছে মতো, নিঃশ্বাস ছাড়ছেন ঘন ঘন। কিন্তু সব কষ্ট দূর হয়ে যায় তখনই, যখন নবজাতকের রক্তিম মুখটার দিকে তাকান, তার নরম চামড়ার গালটা স্পর্শ করেন, তার মুষ্টিবাঁধা হাতটা নিজের ঠোঁটে ছোঁয়ান।
বুকের সমস্ত ভালোবাসা সেদিন তিনি তাঁর প্রথম সন্তানকে দিয়েছিলেন, তারপর আরো দিয়েছিলেন।

দ্বিতীয় দিনটি হচ্ছে— তাঁর দ্বিতীয় সন্তানের জন্মদিন। সেদিন সন্তান জন্ম দিয়ে তাঁর স্ত্রীর জীবনটা যায় যায়। ডাক্তার বলেছিলেন, যে কোনো একজনকে বাঁচানো যাবে— হয় সন্তান, নয় মা। স্রষ্টার কাছে জীবনে তেমন কিছু চাননি সাবের সিদ্দিকী, সেদিন হাত তুলে চেয়েছিলেন, কেঁদে কেঁদে চেয়েছিলেন। স্রষ্টা তাঁর চাওয়াটা দিয়েছিলেন— মা-সন্তান দুজনই বেঁচেছিলেন, এখনও বেঁচে আছেন।

Baundule 9 pdf download link

Download / Read Online

Be the first to comment

Leave a Reply