পথে হলো দেরি pdf – প্রতিভা বসু Pathe Holo Deri pdf – Pratibha Basu

পথে হলো দেরি pdf - প্রতিভা বসু Pathe Holo Deri pdf - Pratibha Basu
পথে হলো দেরি pdf - প্রতিভা বসু Pathe Holo Deri pdf - Pratibha Basu

প্রতিভা বসুর Pathe Holo Deri pdf পথে হলো দেরি pdf ডাউনলোড করুন ও Pathe Holo Deri pdf পথে হলো দেরি pdf পড়ুন।

পথে হলো দেরি pdf - প্রতিভা বসু Pathe Holo Deri pdf - Pratibha Basu
পথে হলো দেরি pdf – প্রতিভা বসু Pathe Holo Deri pdf – Pratibha Basu

Pathe Holo Deri pdf পথে হলো দেরি pdf সূচিপত্র

পথে হলো দেরি
নতুন পাতা
অবিশ্বাস্য
বসন্ত জাগ্রত দ্বারে
আমার বন্ধু ক্রিস্টিনা
সংসার
সোনার শিকল
প্রথমা
অর্কেষ্ট্রা
সীমানা ছাড়িয়ে

Pathe Holo Deri pdf প্রকাশকের নিবেদন

প্রথমেই বলা প্রয়োজন ‘বিকল্প’ থেকে প্রতিভা বসুর যে সব গল্প প্রকাশ হয়েছে, বা হচ্ছে তার কোনোটিই তাঁর অধুনা-লভ্য অন্যান্য (দুই খণ্ড সল্পসংগ্রহ সহ) গল্পগ্রন্থের মধ্যে পাওয়া যাবে না। একদিকে আমরা যেমন তাঁর অগ্রন্থিত গল্পসমূহ গ্রন্থিত করছি। (হারিয়ে যাওয়া গল্প ১ম খণ্ড), অন্যদিকে বর্তমান গল্পসংগ্রহটি নিয়ে শুরু হলো প্রতিভা বসুর স্বর্ণযুগের রচনা পূর্বপ্রকাশিত আশ্চর্য সব গল্প যা এখন আর পাওয়া যায় না সেগুলি সংগ্রহ করে গ্রন্থাকারে প্রকাশের প্রয়াস।

পঞ্চকন্যা pdf – নবনীতা দেবসেন Panchakanna pdf – Nabanita Debsen

প্রেমের গল্প লেখেননি এমন লেখক দুর্লভ, কিন্তু প্রতিভা বসুর সমতুল্য প্রেমের গল্প লিখেছেন এমন লেখক পাওয়া ভার। এতৎসত্ত্বেও, তন্নিষ্ঠ পাঠক অবশ্যই জানেন, জনপ্রিয়তায় তিনি জিতে যান প্রেমের গল্প লেখেন বলে নয়, শুধুমাত্র তাঁর লেখনীগুণে। স্মৃতিচারণ, আত্মকথন, ব্যক্তিগত গদ্য, প্রবন্ধ-নিবন্ধ – যে কোনো ধরনের রচনায় তিনি যতো সহজে পাঠককে বন্দী করেন ধরলে ছাড়তে-না-পারা বাধ্যতায় তার তুলনা নেই। তীক্ষ্ণ, সরস, স্মার্ট, ঝকঝকে ডায়লগে, প্রখর অনুভূতিজাত চরিত্রচিত্রণে, গল্প বলার সাবলীল সহজ ভঙ্গিতে প্রতিভা বসুকে ছাড়িয়ে যেতে পারেন। বাংলাভাষায় এমন লেখকের সংখ্যা অল্প।

মহাভারতের মহারণ্যে-র মতো অনন্য গ্রন্থসহ তাঁর অত্যুৎকৃষ্ট কিছু বই প্রকাশ করার সৌভাগ্য আমাদের হয়েছে। বর্তমান গল্পগ্রন্থটিও অনায়াসে তাদের সমাসনে বসবে। যে দশটি বড় গল্প নিয়ে এই সংকলনটি তৈরি করা হলো, তার প্রতিটি পুরোনো ও পূর্বে প্রকাশিত — তর্কাতীতভাবে তাঁর শ্রেষ্ঠ গল্পগুলির কয়েকটি। এসব গল্পের জন্য পাঠকের আকুতি ছিলো। বিভিন্ন আউট-অফ-প্রিন্ট বইয়ের থেকে, বহু শুভানুধ্যায়ীর সাহায্যে গল্পগুলি সংগৃহীত হয়েছে। এখনও বহু গল্প ছড়ানো-ছিটোনো। আমার আশা, ধীরে ধীরে তাঁর অধুনা-অলভ্য সব গল্পই আমরা সংকলিত করতে পারবো।

Pathe Holo Deri pdf নমুনাঃ
পুরো দশ বছর পরে আবার মুখোমুখি হলো তারা। কে জানতো এ-অবস্থায় এমনভাবে আবার তাদের দেখা হবে। রোগিণীর দিকে এক পলক তাকিয়ে স্তব্ধ হয়ে গেলেন কর্নেল মুখার্জি।
আর মণিকা মুহূর্তে চোখ ফিরিয়ে নিলো অন্য দিকে, নিশ্বাসের উত্থান-পতন ভারি হলো, মুখের সমস্ত রক্ত যেন শুষে নিলো কে, নড়ে চড়ে উঠলো শরীর। আরতি দয়ার্দ্র গলায় বললো, “না, না, উঠতে হবে না, ওঠবার মতো শক্তি রেখেছেন নাকি শরীরে? আপনি ভালো করে বলুন তো আপনার অবস্থা, মস্ত ডাক্তার ইনি। দিদি পাঠিয়ে দিলেন।’

“অশেষ ধন্যবাদ, মিস ব্যানার্জি।’ মণিকা অবশ হয়ে আবার এলিয়ে পড়লো মলিন বিছানায়। শীর্ণ হাতখানা বার করে দিলো কম্বলের বাইরে, ক্লান্ত গলায় বললো, ‘এখানে নিয়ে এলেন কেন? এটা কি একটা জায়গা?’ চুপ করে চোখ বুজলো সে, আর চোখের কোল বেয়ে কানের পাশ পর্যন্ত একটি লম্বা সরু জলের রেখা আস্তে মিললো গিয়ে তার কালো চুলের অরণ্যে। কর্নেল মুখার্জি চকিতে সামলে নিলেন নিজেকে, হাতের মণিবন্ধে নাড়ি টিপে বললেন, ‘কী হয়েছে? কদিন থেকে এ-রকম জ্বর?”

জবাবটা আরতিই দিলো। জ্বর হচ্ছে বোধ হয় মাসখানেক ধরেই, কী বলেন? কিন্তু অসুবিধে ছিলো না কিছু। তা নিয়েও তো বেশ চলে-ফিরে বেড়িয়েছেন, কাজকর্ম করেছেন, আমরা বারণ করলেও শোনেননি। স্নান করা, ভাত খাওয়া, মানে অনিয়মের যতো-কিছু সম্ভব—তারপর বিছানা নিয়েছেন আজ দিন সাতেক।’
*এর মধ্যে আর কেউ দেখেছেন?”
‘না।’
“ই।” কর্নেল মুখার্জি স্টেথোস্কোপে কান পাতলেন। তারপর চোখ, জিব—সব কিছুর হদিশ নিতে একটু যেন দেরি হতে লাগলো তাঁর। চাঁদমারির তলায় ভুটিয়া-ব্যক্তি-ঘেঁষা একটি নিচু কাঠের ঘর, একজন মানুষ দাঁড়ালে আরেক জনের জায়গা হয়। না। আরতি বললো, ‘আপনি দেখুন, আমি বরং বাইরে দাঁড়াই।’

আর কী দেখবেন, দেখা তো হয়েই গেছে,’ ব্যস্ত হয়ে উঠলো মণিকা, ‘এই বিচ্ছিরি নোংরা ঘরে উনিই-বা আর কতক্ষণ থাকবেন মিস ব্যানার্জি? মিছিমিছি কষ্ট দেওয়া—যা হয়-একটা ওষুধ লিখে দিন ডাক্তারবাবু, আপনি বেশিক্ষণ থাকলে আমার অসুখ বাড়বে ছাড়া কমবে না।’ একটু নিশ্বাস নিয়ে, ‘এঁর দিদি, আমার মনিব আমাকে যোগ্যতার অতিরিক্ত ভালোবাসেন, তা নইলে এখানে কখনো পাঠান আপনাকে?’

আরতি জুতোর ডগায় ভর দিয়ে একটু এগিয়ে এলো কাছে, মধুর হেসে বললো, ‘কী সব বলছেন আপনি? কী সুন্দর পরিচ্ছন্ন করে রেখেছেন ঐটুকু ঘরকেই। আমি সেজন্যে বলিনি, ভাবছিলাম ঘরের মধ্যে আর ভিড় বাড়িয়ে লাভ কী?’ কর্নেল মুখার্জি এতক্ষণে শেষ করলেন পরীক্ষা, তারপর বললেন, ‘চলুন।’

‘আমরা আসি, কেমন?’ আলতো করে আরতি একটুখানি কপাল ছুঁলো মণিকার। বাইরে এসে ছোট্টো রেশমি রুমালটি নাকে চেপে বললো, ঈশ, কী বিচ্ছিরি এই বাঙালি পাড়াগুলো। কর্নেল, একটু পা চালান।’ অন্যমনস্ক কর্নেল তক্ষুনি সায় দিলেন, ‘হ্যাঁ’ তারপর তরতর করে আরতির ঘুটঘুটে হিলের সঙ্গে উঁচুতে উঠতে লাগলেন। চাঁদমারি পেরিয়েই হঠাৎ কী কথা মনে পড়ে গেলো তাঁর—’ওঃ, পেসেন্টকে তো একটা কথা জিগ্যেস করা হলো না, একটু দাঁড়ান, আমি বরং—’
“না, না, আর আপনাকে যেতে হবে না ওখানে নেহাৎই যদি দরকারি হয় তাহলে বাড়ি গিয়ে কাউকে না-হয় পাঠিয়ে দেবেন। আচ্ছা, ওঁর অসুখটা কি বলুন তো?’ ভুরু বাঁকালো আরতি।

প্রতিভা বসুর Pathe Holo Deri pdf পথে হলো দেরি pdf ডাউনলোড করুন এখান থেকে Pathe Holo Deri pdf পথে হলো দেরি pdf পড়ুন এখান থেকে

Be the first to comment

Leave a Reply