৫০ টি প্রেমের গল্প – শীর্ষেন্দু মুখোপাধ্যায় 50 ti Premer Golpa pdf – Shirshendu Mukhopadhyay

৫০ টি প্রেমের গল্প - শীর্ষেন্দু মুখোপাধ্যায় 50 ti Premer Golpa pdf - Shirshendu Mukhopadhyay

শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ৫০ টি প্রেমের গল্প pdf ডাউনলোড করুন। 50 ti Premer Golpa pdf writen by Shirshendu Mukhopadhyay

50 ti Premer Golpa pdf সম্পর্কে কিছু তথ্য
নামঃ ৫০ টি প্রেমের গল্প
লেখকঃ শীর্ষেন্দু মুখোপাধ্যায়
সাইজঃ ৭.৬ এমবি
পৃষ্ঠাঃ ৪৯৬

৫০ টি প্রেমের গল্প - শীর্ষেন্দু মুখোপাধ্যায় 50 ti Premer Golpa pdf - Shirshendu Mukhopadhyay

50 ti Premer Golpa pdf ৫০ টি প্রেমের গল্প pdf সুচি

গঞ্জের মানুষ
খবরের কাগজ
উকিলের চিঠি
লড়াই
বাঘ
ভেলা
হাওয়া-বন্দুক
কথা
পুরোনো চিঠি
নীলুর দুঃখ
চিহ্ন
ইচ্ছে
আমরা
শেষবেলায়
সাহেবের তলোয়ার
পরপুরুষ
বয়স
বিয়ের রাত
পেঁপেসেদ্ধ
পারিজাত ও ছোটোকাকা
প্রিয় মধুবন
আমি সুমন
ওষুধ
খগেনবাবু
উত্তরের ব্যালকনি তোমার উদ্দেশে
কীট
দূরত্ব
হাওয়া বদলের চিঠি
অপেক্ষা কার্যকারণ
যতীনবাবুর চাকর
সংলাপ

দুর্ঘটনা বন্দুকবাজ
সম্পূর্ণতা
তৃতীয় পক্ষ
খেলার ছল
ঝড়
সাইকেল
লক্ষ্মীপ্যাঁচা
নবদুর্গা
হ্যাঁ
বানভাসি
বুদ্ধিরাম
হরণ
সুভাষিণী
মশা, ভূত ও সুরবালা
তিন নম্বর বেঞ্চ পাত্রী

50 ti Premer Golpa pdf ৫০ টি প্রেমের গল্প pdf নমুনাঃ

রাজা ফকিরচাঁদের ঢিবির ওপর দিনটা শেষ হয়ে গেল। একটা একা শিরীষ গাছ। সিকি মাইল লম্বা ছায়া ফেলেছিল। সেই ছায়াটাকে গিলে ফেলল আঁধার রাতের বিশাল পাখির ছায়া। ফকিরচাঁদের সাত ঘড়া মোহর আর বিস্তর সোনাদানা, হিরে-জহরত সব ওই ঢিবির ভেতরে পোঁতা আছে। আর আছে ফকিরচাঁদের আস্ত বসতবাড়িটা। ঢিবির ওপাশ দিয়ে রেললাইন, এপাশ দিয়ে রাস্তা। পাথরকুচি ছড়ানো, গাছগাছালির ছায়ায় ভরা। এখন একটু অন্ধকার মতো হয়ে এসেছে, শীতের থম-ধরা বিকেলে একটু ধোঁয়াটে মতো চারধার। রাস্তার পাথরকুচিতে চটি ঘটানোর শব্দ উঠছে। রবারের হাওয়াই চটি, এ পর্যন্ত সাতবার ছিঁড়েছে। তবু ফেলে দেয়নি নদিয়াকুমার।

তো এই সন্ধের ঝোঁকে আলো-আঁধারে নদিয়া যায় না, না নদিয়ার বউ যায় তা ঠাহর করা মুশকিল। ভেলুরামের চোখে ছানি আসছে। নাতি খেলারাম বীরপাড়া গেছে তাগাদায়। সে এখনো ফেরেনি দেখে চৌপথীতে গিয়ে খানিক দাঁড়িয়ে দেখে এল ভেলু। বীরপাড়ায় একটা বাস এসে ছেড়ে গেল। এ গাড়িতেও আসেনি। আরও খানিক দাঁড়িয়ে থাকলে হত। নাতিটার জন্য বড্ড চিন্তাভাবনা তার। কিন্তু ভেলুরাম দোকান ছেড়ে বেশিক্ষণ বাইরে থাকতে ভরসা পায় না। তার ছেলে শোভারাম চোর-চোট্টা-বদমাশ হয়ে গেছে। এক নম্বরের হেক্কোড়। নেশাভাঙ আর আউরাত নিয়ে কারবার করে। বহুকাল আগে শোভারামের বউ পালিয়ে গেছে। ভেলু কেবল নাতিটাকে রেখে শোভারামকেও ঘরের বার করেছে।

কিন্তু ছেলে মহা হেক্কোড়, দুনিয়ায় কাউকে ভয় খায় না। দরকার পড়লেই এসে ভেলুর দোকানে হামলা করে মালকড়ি ঝেঁকে নিয়ে যায়। তাই চৌপথী থেকে পা চালিয়ে ফিরছিল ভেলু। রবারের চটির আওয়াজে দাঁড়িয়ে গেল।

নদিয়া যায়, না নদিয়ার বউ যায়? মুশকিল হল, নদিয়ার বউ আজকাল মালকোঁচা মেরে ধুতি পরে, পিরান গায়ে দেয়, চুলও ছেঁটে ফেলেছে। কে বলবে মেয়েমানুষ? হাতে চুড়ি-বালা, সিঁথের সিঁদুর কিছু নেই। রাতবিরেতে লোকালয়ে ঘুরে বেড়ায়। তার ধারণা হয়েছে যে, সে পুরুষমানুষ, আর কালীসাধক। অবশ্য কালীর ভরও হয় তার ওপর। শুধু ভেলু কেন, গঞ্জের সবাই নদিয়ার বউকে ভয় পায়। নদিয়া নিজেও।
ভেলু শেষবেলার আকাশের খয়াটে আলোটুকুও চোখে সহ্য করতে পারে না। চোখে হাত আড়াল দিয়ে দেখে বুকে ভয়ে ভয়ে বলে—কে, নদিয়া নাকি?
হয়। নদিয়া উত্তর দিল।
কোন বাগে যাচ্ছ? বাজারের দিকেই।
চলো, একসঙ্গে যাই।
চলো।

দুজনে একসঙ্গে হাঁটে। ভেলুরামের নাগরা জুতোর ঠনাঠন শব্দ হচ্ছে, ফ্যাসফ্যাস করছে নদিয়ার চটি। ভারি
দুঃখী মানুষ এই নদিয়া। বউ যদি পুরুষছেলে হয়ে যায় তো পুরুষমানুষের দুঃখ ঝুড়িভরা। কিন্তু ওই সাতজায়গায় ডিম-সুতোর বাঁধনঅলা হাওয়াই চটি দেখে যদি কেউ নদিয়ার দুঃখ বোঝবার চেষ্টা করে তো সে আহাম্মক। নদিয়ার দুঃখ ওই চটি-জুতোয় নয় মোটেই। দু-দুটো মদ্দ হালুইকর নদিয়ার শ্রীশ্রীসত্যনারায়ণ মিষ্টান্ন ভান্ডারে দু-বেলা খাটে। গঞ্জে বলতে গেলে ওই একটাই মিষ্টির দোকান। আরও কয়েকটা নদিয়ার ভাত মারবার জন্য গজিয়েছে বটে, তবু নদিয়ার বিক্রিবাটাই সবচেয়ে বেশি। দোষের মধ্যে লোকটা কৃপণ। জামাটা জুতোটা কিনবে না, পকেটে পয়সা নিয়ে বেরোবে না। চটি ছিড়লে সেলাই করে পরবে। বউ কী সাধে পুরুষ সাজে!

যে-যার নিজের জ্বালায় মরে। নদিয়া যেতে যেতে কাঁদুনি গাইতে লাগল—সামনের অমাবস্যায় আমার বাড়িতে মোচ্ছব লাগবে, বুঝেছ? আমার বউ নিজের হাতে পাঁঠা কাটবে। শুনেছ কখনো মেয়েছেলে পাঁঠা কাটে?
দেহাতি ভেলুরামের তিন পুরুষের বাস এই গঞ্জে। সে পুরো বাঙালি হয়ে গেছে, তবু মাঝে মাঝে অভ্যাস রাখার জন্য সে দু-চারটে হিন্দি কথা ভেজাল দিয়ে নির্ভুল বাংলা বলে।

50 ti Premer Golpa pdf ৫০টি প্রেমের গল্প pdf ডাউনলোড লিংক

Download link / Read Online

50 ti premer golpa pdf free download link is free and easy to download.

Be the first to comment

Leave a Reply