হেতমগড়ের গুপ্তধন pdf শীর্ষেন্দু মুখোপাধ্যায় Hetam Garer Guptadhon PDF – Shirshendu Mukhopadhyay

হেতমগড়ের গুপ্তধন pdf শীর্ষেন্দু মুখোপাধ্যায় Hetam Garer Guptadhon PDF - Shirshendu Mukhopadhyay
হেতমগড়ের গুপ্তধন pdf শীর্ষেন্দু মুখোপাধ্যায় Hetam Garer Guptadhon PDF - Shirshendu Mukhopadhyay

শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুড়ে সিরিজ Hetam Garer Guptadhon PDF হেতমগড়ের গুপ্তধন pdf ডাউনলোড করুন ও Hetam Garer Guptadhon PDF হেতমগড়ের গুপ্তধন pdf পড়ুন।

হেতমগড়ের গুপ্তধন pdf শীর্ষেন্দু মুখোপাধ্যায় Hetam Garer Guptadhon PDF - Shirshendu Mukhopadhyay
হেতমগড়ের গুপ্তধন pdf শীর্ষেন্দু মুখোপাধ্যায় Hetam Garer Guptadhon PDF – Shirshendu Mukhopadhyay

Hetam Garer Guptadhon PDF হেতমগড়ের গুপ্তধন pdf কাহিনিঃ

হেতমগড়ের গুপ্তধন’-এর কোন চরিত্রটির কথা আগে বলব! মাধববাবুর কথা? এটা ঠিক যে, মাধববাবু যদি রাগ করে বাড়ি ছেড়ে না বেরোতেন, তা হলে কোনও দিনই হয়তো জানা যেত না হেতমগড়ের গুপ্তধন কোথায় রয়েছে লুকনো। আর এটাও ঠিক যে, মাধববাবুর মতো মানুষের তুলনা একমাত্র তাঁর নিজের সঙ্গেই করা চলে। কিন্তু ঘটোৎকচ না থাকলে কি মাধববাবু রাগতেন? ঘটোৎকচ অবশ্য মানুষ নয়, বিশুদ্ধ বাঁদর, কিন্তু বাঁদরামি ছাড়াও বিস্তর কীর্তিকাহিনীর নায়ক সে, একবার ফুটবল খেলার রেজাল্ট যেভাবে পাল্টে দিল, তারপরেও কি শুধুই বাঁদর বলে উড়িয়ে দেওয়া যায় তাকে? অবশ্য ঘটোৎকচকে ওড়ানো যে অত সহজ নয়, সেটা সব থেকে ভালো জানত নন্দকিশোর নামের সেই ভূতটা, যে কিনা এই গুপ্তধন আবিষ্কারের আরেক নায়ক।

আত্মহত্যা pdf – শেখ আবদুল হাকিম Atmahattya pdf – Sheikh Abdul Hakim

আর যে নাকি কথায়-কথায় ঢুকে যেত মাধববাবুর শরীরে। আর সেই কারণেই না মাধববাবু অমন বিশাল চিতাবাঘটাকে সঙ্গী করে নিতে পারলেন? কী ভাবছ? ভূত কিংবা বাঘ এরা কীভাবে সঙ্গী হল আবার?
আরে হয়, হয়। শুধু জানার অপেক্ষা। ‘হেতমগড়ের গুপ্তধন’ পড়লেই জানতে পারবে ভূত আর বাঘ, চোর আর দারোগা, বাঁদর আর মানুষ সব্বাই মিলে কী মজাদার কাণ্ডকারখানা বাধিয়ে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের এই উপন্যাসকে যাকে বলে একেবারে দুর্ধর্ষ স্বাদের করে তুলেছে।

Hetam Garer Guptadhon PDF হেতমগড়ের গুপ্তধন pdf লেখকঃ
শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জন্ম ২ নভেম্বর, ১৯৩৫, ময়মনসিংহে। পিতার রেলের চাকুরে। সেই সূত্রে শৈশব কেটেছে নানা জায়গায়। কোচবিহারের ভিকটোরিয়া কলেজ থেকে আই.এ.। বি.এ. এবং স্নাতকোত্তর পাঠ কলকাতা বিশ্ববিদ্যালয়ে। স্কুল-শিক্ষকতা দিয়ে কর্মজীবনের শুরু। এখন ‘দেশ’ পত্রিকার সঙ্গে যুক্ত।
ছাত্রজীবনের ম্যাগাজিনের গণ্ডি পেরিয়ে প্রথম গল্প ‘দেশ’ পত্রিকায়। প্রথম উপন্যাস ‘ঘুণপোকা’ শারদীয় ‘দেশ’-এ প্রকাশিত। প্রথম কিশোর উপন্যাস—’মনোজদের অদ্ভুত বাড়ি’। কিশোর সাহিত্যের জন্য ১৯৮৫ সালে পেয়েছেন বিদ্যাসাগর পুরস্কার। এর আগে পেয়েছেন আনন্দ পুরস্কার। পরেও আরেকবার, ‘দূরবীন’-এর জন্য। ‘মানবজমিন’ উপন্যাসে পেয়েছেন ১৯৮৯ সালের সাহিত্য অকাদেমি পুরস্কার।
শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের মন্ত্রশিষ্য এবং সহপ্রতিঋত্বিক।

অদ্ভুতুড়ে সিরিজ Hetam Garer Guptadhon PDF হেতমগড়ের গুপ্তধন pdf রিভিউঃ

‘ অদ্ভুতুড়ে সিরিজ’ লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের এক অসাধারণ সৃষ্টি যার সূচনা হয়েছিল ‘ মনোজদের অদ্ভুত বাড়ি’ উপন্যাস দিয়ে এবং এই সিরিজের এখনও পর্যন্ত শেষ উপন্যাস ‘ আশুবাবুর টেলিস্কোপ’। অদ্ভুতুড়ে সিরিজের প্রায় প্রতিটি উপন্যাসে ঘুরেফিরে এসেছে এক আশ্চর্য মায়াবি জগৎ। সেখানে আমরা পাই জ্যোতিষী, কাপালিক, হোমিওপ্যাথ ডাক্তার, চোর, পকেটমার, দারোগা, কৃপণ, ভিনগ্রহ থেকে আগত মানুষ যারা অনেকটা আমাদেরই মতো আর অবশ্যই উপকারী ভূত। তবে ‘বনি’, ‘চক্রপুরের চক্করে’ এ ধরনের কয়েকটি উপন্যাসের থিম আবার কিছুটা আলাদা। শীর্ষেন্দুবাবুর লেখায় সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল মানানসই সংলাপ। অ্যাটমোসফিয়ার তৈরিতেও তিনি অপ্রতিদ্বন্দী। দমফাটা হাসির আবহেও কোথাও যেন তিনি আমাদের ভাবনার মূলে আঘাত করেন।

তাঁর গল্প/ উপন্যাসের খলনায়করাও যেন পুরোপুরি খলনায়ক নয়, ভালো খারাপ মিশিয়ে তারাও পাঠকের সহানুভূতির দাবিদার। তাঁর ‘ অদ্ভুতুড়ে সিরিজ’ পড়তে পড়তে আমরাও পৌঁছে যাই মনোজের কাকার অদ্ভুত ল্যাবে কিংবা শুনতে পাই মোহন রায়ের বাঁশির আওয়াজ। সাধুবাবার লাঠি এখনও শায়েস্তা করে দুষ্কৃতীদের। বিনা পরিশ্রমে কিছু পেতে চাইলে কানে ভেসে আসে ‘ উঁহু’। বাংলা ভাষা ও সাহিত্যের অনুরাগী পাঠকদের কাছে ‘ অদ্ভুতুড়ে সিরিজ’ তাই আনপুটডাউনেবল একথা বলাই যায়।

Hetam Garer Guptadhon PDF হেতমগড়ের গুপ্তধন pdf সূচিপত্র
১. মাধববাবু রাগ করে
২. মাঠের দক্ষিণ কোণ থেকে
৩. পল্টন পড়েছে মহা ফ্যাসাদে
৪. বিপদ ঘটলে মানুষ
৫. বিজয়পুরের রায়বাহাদুর হেরম্ব রায়
৬. নবতারণ পথেই খবর পাচ্ছেন

হেতমগড়ের গুপ্তধন pdf নমুনাঃ
মাধববাবু রাগ করে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। তা মাধববাবু রাগ হলেও হতে পারে। এমনিতেই তিনি রাগী মানুষ। তার ওপর সাতসকালে ঘুম থেকে উঠেই তিনি দেখেন, কাঁচের গ্লাসে জলে-ভেজানো তার বাঁধানো দাঁতজোড়া নেই, ঘরে পরে বেড়ানোর হাওয়াই চটি দুটো হাওয়া, চশমাটাও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকী, ঘরের কোণে দড়িতে ঝোলানো গামছাখানা পর্যন্ত বেপাত্তা।

পল্টনের পোষা বাঁদরটা ছাড়া এ-কাজ আর কার হবে? দিনরাত খেয়ে খেয়ে আর আশকার পেয়ে-পেয়ে সেটার চেহারা হয়েছে জাম্বুবানের মতো। কাউকে বড় একটা তোয়াক্কা করে না। এর আগেও দু-চারবার তার চুরিবিতে ধরা পড়েছে। একেই জাতে বাঁদর, তার ওপর অতিরিক্ত আদরে বদ হয়ে যাওয়ায় তার বাঁদরামির আর লেখাজোখা নেই। ইচ্ছেমতো ঘরে ঢুকে তার রেডিও চালায়, ছোটদের পড়ার টেবিলে গিয়ে খাতা-বই বেগোছ করে, পেনসিলের শিস ভেঙে রেখে আসে, দিনের বেলায় খুটখাট সুইচ টিপে আলো জ্বালায় বা শীতকালে পাখা চালিয়ে দেয়। চৌবাচ্চা থেকে মগ দিয়ে জল তুলে যার-তার গায়ে ঢেলে দিয়ে আসে। বড়বাবুর ইজিচেয়ারে ঠ্যাঙের ওপর ঠ্যাঙ তুলে বসে থাকে। কেউ শাসন করতে গেলে বিশাল চেহারা নিয়ে হুপহাপ করে তেড়ে আসে। বলতে কী, তার ভয়ে বাড়ির সবাই কাঁটা হয়ে থাকে।

একেবারে ব্রাহ্মমুহূর্তে মাধববাবু বিছানা ছাড়েন। তারপর হরেক কাজ করতে হয় তাকে। বারান্দার একশো ত্রিশটা টবে গাছে চাকরদের দিয়ে জল দেওয়ানো। পুরনো আমলের বিশাল জমিদার বাড়ির সেই জৌলুস এখন আর নেই বটে, কিন্তু বিশাল আয়তনটা এখনো আছে। আর কিছু পুরনো প্রথা এবং অভ্যাস। পিছনের দিকে একটা মস্ত হলঘরে হরেক রকম পাখির খাঁচা। মাধববাবুর সকালে দ্বিতীয় কাজ হল, এইসব পাখিদের খাঁচায় ঠিকমতো দানাপানি দেওয়া হচ্ছে কি না তার তদারক করা।

শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুড়ে সিরিজ Hetam Garer Guptadhon PDF হেতমগড়ের গুপ্তধন pdf ডাউনলোড করুন এখান থেকে ও Hetam Garer Guptadhon PDF হেতমগড়ের গুপ্তধন pdf পড়ুন এখান থেকে

Be the first to comment

Leave a Reply