শীর্ষেন্দু মুখোপাধ্যায় এর Chokro pdf চক্র pdf গ্রাম থেকে শহরে আসা প্রেমিক যুগলের অফুরন্ত ভালোবাসা কাহিনী পড়ুন।
Chokro pdf চক্র pdf রিভিউঃ
উপন্যাসের নায়ক অমল একজন গ্রামের মেধাবী ছাত্র ছিল। গ্রামের মেয়ে পারুলের সাথে গড়ে ওঠে তার গভীর প্রেম। এরপর সুযোগ পেয়ে চলে যান বিদেশ। এদিকে অমলের এক ভুলের কারণে পারুল বিয়ে করে ফেলেন এক প্রতিষ্ঠিত সৎ ব্যবসায়ীকে। অমল বিয়ে করেন সুন্দরী মনাকে। দীর্ঘদিন পরে অমল বুঝতে পারেন তার জীবন অর্থহীন কারণ তিনি তখন আমাকে ভুলতে পারেননি। তাদের এক ছেলে বুড্ডা ও এক মেয়ে সোহাগ। সোহাগের বিরাট সমস্যা। একবার আমেরিকাতে সে মহাবিপদে পড়ে এরপর তার জীবন বদলে যায়। অমল ও তার স্ত্রী আমেরিকা থেকে কোলকাতা চলে আসে। কখনো কখনো অমল তার পরিবার নিয়ে গ্রামে বেড়াতে আসে। বর্ধমানের কাছে তাদের গ্রাম। কোলকাতা থেকে বর্ধমান আসতে সময় বেশি লাগে না। সোহাগের গ্রাম খুব ভালো লেগেছে যায়। ভালো লেগে যায় গ্রামের মানূষ গুলোকে।
৫০ টি প্রেমের গল্প – শীর্ষেন্দু মুখোপাধ্যায় 50 ti Premer Golpa pdf – Shirshendu Mukhopadhyay
অমলের সাথে আবার দেখা হয়ে যায় পারুলের। তাদের মধ্যে কথাও হয়। মানসিক চাপে পাগল অবস্থায় থাকে। এভাবেই কাহিনী এগোতে থাকে। উপন্যাসীতে অনেকগুলো চরিত্র বিদ্যমান। তাদের থেকে আছে দুঃখ হাসি কান্না।
Chokro pdf চক্র pdf সংক্ষেপঃ
স্বচ্ছ স্পর্শাতুর ভাষায় জীবনরহস্যের পর্বগুলি উন্মোচিত হয় শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কলমে। এক সুবিস্তৃত পটভূমিতে রচিত ‘চক্র’ উপন্যাস লেখকের এই স্বাতন্ত্র্যচিহ্নিত বৈশিষ্ট্যের এক উজ্জ্বল ধারক। এই উপন্যাসের পটভূমিতে আছে বর্ধমান শহরের কাছে অবস্থিত একটি গ্রাম আর শহর কলকাতা। ভিন্ন স্থান হওয়া সত্ত্বেও দুই জায়গার মধ্যে একটি সংযোগ কোথাও আছে। আর এই সংযোগের মূলে অমল রায়। অমলের ছেলেবেলা কেটেছে এই গ্রামে। পরীক্ষায় ভাল ফল করার পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
১৬ নম্বর ফটিক ঘোষ pdf – শীর্ষেন্দু মুখোপাধ্যায় 16 Number Fotik Ghosh pdf – Shirshendu Mukhopadhyay
অমলের বাল্য প্রেমিকা পারুল। সেও এই গ্রামের মেয়ে। তার ব্যক্তিত্ব অন্যদের চর্চার বিষয়। অমলের সঙ্গে বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর, শুধুমাত্র প্রেমিকের কামুকতার আঘাতে চিরদিনের মতো এই সম্পর্ক শেষ করে দেয় পারুল। অমল বিদেশে চলে যায়, তার বিয়ে হয় মনার সঙ্গে। পারুলের স্বামী ব্যবসায়ী। সাংঘাতিক পরিশ্রমী ও সৎ মানুষ। পারুল সুখী, স্বামীর ব্যবসায়েরও সঙ্গী। সোহাগ অমলের মেয়ে। বাবা-মায়ের সঙ্গে গ্রামে এসে এক অদ্ভুত পরিবর্তন সূচিত হয় তার জীবনে। পারুল তার কাছে ‘গডেস’। এদিকে মনা ও অমলের সম্পর্ক ক্রমশ তিক্ত হয়ে উঠছে।
২৫টি সেরা ভূত pdf – শীর্ষেন্দু মুখোপাধ্যায় 25ti Sera Bhoot pdf – Shirshendu Mukhopadhyay
কারণ এত বছর পরেও পারুলকে ভুলতে পারেনি অমল। গ্রামের আর এক আশ্চর্য মানুষ রসিক বাঙাল। তার দুটি বিয়ে। একজন থাকে গ্রামে, অন্যজন শহরে। বাঙালের দু’ পক্ষের ছেলেমেয়েদের ভারী মিল। এদের জীবনযাপনের গল্প উপন্যাসে অন্য মাত্ৰা এনেছে— সহস্র সংকট ও দুঃখ-বেদনার মধ্যেও ভাল হওয়ার জন্য মানুষের কী অনন্ত পিপাসা! সমগ্র কাহিনীতে অনুপস্থিত থেকেও জীবন্ত চরিত্র গৌরহরি চট্টোপাধ্যায়। সোহাগের বন্ধু পান্নাও কাহিনীর অন্যতম গ্রন্থি। আর আছে একজন একটা বাস্তুসাপ। যার কোনও ভাষা নেই, ভূমিকা নেই। কিন্তু নিজের গতিপথে কুশীলবদের একই গণ্ডিতে ছুঁয়ে ছুঁয়ে যায় সে।
‘চক্র’-র কাহিনী জুড়ে আছে প্রেম, আত্মানুন্ধান, পুরনো ধ্যান-ধারণা থেকে পুরনো ধ্যান-ধারণা ছিন্ন করার প্রয়াস। আছে গ্রামীণ স্নিগ্ধ জীবনের অন্তরে নগরসভ্যতার ক্রমানুপ্রবেশের বিশ্বস্ত চিত্র। জীবন কত অমেয়—‘চক্ৰ’ সেই কাহিনী বলেছে আশ্চর্য আন্তরিকতায়।
চক্র pdf লেখক পরিচিতঃ
শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জন্ম ২ নভেম্বর, ১৯৩৫, ময়মনসিংহে। শৈশব কেটেছে নানা জায়গায়। পিতা রেলের চাকুরে। সেই সূত্রে এক যাযাবর জীবন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কলকাতায়। এরপর বিহার, উত্তরবাংলা, পূর্ববাংলা, আসাম। পঞ্চাশের দশকের গোড়ায় কুচবিহার। মিশনারি স্কুল ও বোর্ডিং-এর জীবন। ভিকটোরিয়া কলেজ থেকে আই.এ.। কলকাতার কলেজ থেকে বি.এ. স্নাতকোত্তর পড়াশুনা কলকাতা বিশ্ববিদ্যালয়ে। স্কুল-শিক্ষকতা দিয়ে কর্মজীবনের শুরু। এখন বৃত্তি—সাংবাদিকতা। ‘দেশ’ পত্রিকার সঙ্গে যুক্ত। ছাত্রজীবনের ম্যাগাজিনের গণ্ডি পেরিয়ে প্রথম গল্প——দেশ’ পত্রিকায়।
প্রথম উপন্যাস ‘ঘুণপোকা’ ‘দেশ’ শারদীয় সংখ্যায় প্রকাশিত। প্রথম কিশোর উপন্যাস — ‘মনোজদের অদ্ভুত বাড়ি’। কিশোর সাহিত্যে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিরূপে ১৯৮৫ সালে পেয়েছেন বিদ্যাসাগর পুরস্কার। এর আগে পেয়েছেন আনন্দ পুরস্কার। পরেও আরেকবার, ‘দূরবীন’-এর জন্য। ‘মানবজমিন’ উপন্যাসে পেয়েছেন ১৯৮৯ সালের সাহিত্য অকাদেমি পুরস্কার। শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের মন্ত্রশিষ্য এবং সহপ্রতিঋত্বিক।
চক্র pdf ডাউনলোড লিংকঃ
Leave a Reply
You must be logged in to post a comment.