ছোটদের ভালো ভালো গল্প pdf – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় Chotoder Valo Valo Golpa pdf by Tarashankar Bandyopadhyay

ছোটদের ভালো ভালো গল্প pdf - তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় Chotoder Valo Valo Golpa pdf by Tarashankar Bandyopadhyay
ছোটদের ভালো ভালো গল্প pdf - তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় Chotoder Valo Valo Golpa pdf by Tarashankar Bandyopadhyay

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এর কাল যে উপন্যাস Chotoder Valo Valo Golpa pdf ছোটদের ভালো ভালো গল্প pdf ডাউনলোড করুন ও Chotoder Valo Valo Golpa pdf পড়ুন।

ছোটদের ভালো ভালো গল্প pdf - তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় Chotoder Valo Valo Golpa pdf by Tarashankar Bandyopadhyay
ছোটদের ভালো ভালো গল্প pdf – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় Chotoder Valo Valo Golpa pdf by Tarashankar Bandyopadhyay

Chotoder Valo Valo Golpa pdf ছোটদের ভালো ভালো গল্প pdf রিভিউঃ

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যে শুধু বড়দের জন্যই লিখেছেন তা কিন্তু নয়, পাশাপাশি তিনি ছোটদের জন্য বেশ মজার কিছু গল্প উপন্যাস লিখেছেন। ছোটদের জন্য তার ভালো ভালো গল্প গুলো নিয়ে গল্পের সংকলন Chotoder Valo Valo Golpa pdf বাংলা শিশু সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। শিশুরা এসব গল্প ও উপন্যাস থেকে তাদের মনোজাগতিক জগতকে সাজিয়ে তুলতে পারে। এসব গল্প তাদের মনে ভালো মানুষ হিসেবে তৈরি হওয়ার পথকে সুগম করে। শিক্ষামূলক গল্পের জন্য ইসপের গল্প যেমন শিশুদের কাছে আকর্ষণীয় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়েরও কিছু গল্প আছে যা শিশুদের কোমল মনকে আরো সুন্দর করে সাজিয়ে তুলতে সাহায্য করবে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের তেমনই কিছু গল্প নিয়ে লেখা এই গল্পের সংকলন।

তারাশঙ্কর স্মারকগ্রন্থ পিডিএফ Tarashankar Smarakgrantha pdf

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ভালো ভালো গল্পের পিডিএফ বইটি শুধু যে বড়রা পড়ে মজা বা আনন্দ পাবে তা কিন্তু নয় কিশোর বৃদ্ধরাও এই গল্প থেকে সাহিত্যের রস আজ সাধন করতে পারবেন। এই সংকলনের প্রতিটি গল্পই স্বতন্ত্র ও আলাদা পটভূমিতে লেখা এবং প্রতিটি গল্পে রয়েছে শিশুদের জন্য শিক্ষা ও তাদের আত্মাকে পরিশুদ্ধ করার অনুপ্রেরণা। শিশুতোষ এই গল্পের সংকলনটি পাঠক মনে নাড়া দিবে অর্থাৎ কোমলমতি শিশুদের মনকে আলোড়িত করবে সেই প্রত্যাশায় করছি। প্রতিটি শিশুরই উচিত এই মজার ও শিক্ষামূলক গল্পের সংকলনটি পড়া যাতে তারা তাদের বাস্তবিক জীবনে গল্পের শিক্ষাগুলোকে কাজে লাগাতে পারেন। তাহলে দেরি না করে এখনই পড়া শুরু করে দিন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ভালো ভালো গল্পের সংকলন পিডিএফটি।

Chotoder Valo Valo Golpa pdf নমুনাঃ

চিন্ময়ী তুমি মৃন্ময়ী হলে — হও মা এবার জীবন্ময়ী।

ভক্তি ও বিশ্বাসের আতিশয্য প্রকাশ পেয়েছিল সে কবিতায় । পণ্ডিতমশায় ভুল করেছেন—আকাশের রক্তাভ দেখে ঠাউরেছেন— দিগন্তে আগুন লেগেছে। ব্রাহ্মণ পণ্ডিত মানুষ— ইংরাজী শিক্ষার প্রসারের সঙ্গে সঙ্গে দেশের সমাজের রূপান্তরে- দুঃখ পেয়েছেন।

মুখের উপলব্ধির আনন্দের হাসিটুকু মুহূর্তে কৌতুকহাস্যে রূপ নিয়েছিল, একটি সরস: রসিকতা তাঁর মনে পড়ে গিয়েছিল, পণ্ডিত- মশায় নিজেই এই রসিকতাটি করে থাকেন। মধ্যে মধ্যে ছেলেরা পরীক্ষার সময় কোশ্চেন কঠিন হয়েছে বলে আপত্তি করে; বেশী করে ফেলকরা ছেলেরাই। পণ্ডিত বলেন— ভালো করে অনুধাবন করে দেখ বৎস! রক্তসন্ধ্যা-বাবারা — রক্তসন্ধ্যা। ঘরে আগুন লাগেনি। কোশ্চেনটা একটু ঘুরিয়ে দেওয়া আছে! দুবার পড় পড়লেই দেখবে—জল অথৈ নয়—এক হাঁটু—দিব্যি পার হয়ে যাবে হেঁটে ৷ আঃ ঘর পুড়ে পুড়ে তুই বাবাদের মন চকাভকা হয়ে আছে! জানিসতো ঘর-পোড়া গরু রক্তসন্ধ্যে দেখেও ভাবে ঘরে আগুন লেগেছে । কবার গৃহদগ্ধ হয়েছে বাবা ধূর্জটির বাহন?

ঔপন্যাসিক তারাশঙ্কর – ক্ষেত্র বসু Upanasik Tarashonkor pdf – Khetra Basu

—মানে ধাড় !

ওই রক্তসন্ধ্যার উপমাটা দিয়ে রসিকতা করবার কথায় তাঁর মনে কৌতুক জেগে উঠেছিল। ঠিক এই মুহূর্তেই এসে ঘরে ঢুকেছিলেন— সেকেণ্ড-মাষ্টার সীতেশবাবু। তাঁর পিছনে জীবেন-ভূপেশ-দীপু-ফিনা- পিণ্ট-নিতু। সীতেশবাবুর মুখের হাসিতে কখনও ভাটা পড়ে না ; ঠোঁট ছুটির কিনারা পরিপূর্ণ করে হাসিটি ছলছল করে। তিনি বলেছিলেন—এই নিন মাষ্টারমশাই—ছেলেরা আপনার কাছে এসেছে। ওদের মনে অত্যন্ত আঘাত লেগেছে। পণ্ডিতমশাই সাধুভাষায় ওদের কটুবাক্য বলেছেন—মানে গালাগালি করেছেন ;

ওদের বিশ্বাসে আঘাত করেছেন। আপনার সামনে আসতে ওরা ভয় পাচ্ছিল আমি শুনে ওদের নিয়ে এলাম । আপনি শুনুন ওদের কথা!

উপলব্ধির আনন্দ—রসিকতার কৌতুক—মুহূর্তে একটা চকিত আশঙ্কার ঝাঁকি খেয়ে যেন মিলিয়ে গিয়েছিল; মনে হয়েছিল সামনের চেয়ারে ঝুলানো তাঁর গলার পাকানো চাদরটা অকস্মাৎ সাপ হয়ে স্থির দৃষ্টিতে তাঁর দিকে চেয়ে রয়েছে, ঝুলে থাকা মুখটার কয়েকটা সুতো বাতাসে কাঁপছে—সে যেন সুতো নয়—সাপটা চেরা জিভ নাড়ছে।

পরমুহূর্তে তিনি আত্মসম্বরণ করে গম্ভীরভাবে ছেলেদের বলে- ছিলেন—ওয়েল কাম ইন্! ছেলেরা এসে বাড়িয়ে দিয়েছিল এক- খানা গুটনো ফুলস্ক্যাপ কাগজ। দরখাস্ত।

সীতেশবাবু হেসেই বলেছিলেন—আমিই বললাম—মুখে বলতে তোমাদের গোলমাল হবে—লিখে আন। লিখেই এনেছে ওরা।

চন্দ্রভূষণবাবু তাঁর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করতে গিয়েছিলেন—আপনার ক্লাস নেই ? কিন্তু সঙ্গে সঙ্গে মনে পড়েছিল —নেই, এ ঘন্টা তাঁর বিশ্রাম। তিনি দরখাস্তখানি নিয়ে পড়ে কিছুক্ষণ চুপ করে বসেছিলেন। দরখাস্তে শুধু অভিযোগই নয়—এ অভিযোগের প্রতিকারে তাদের দাবীও তারা জানিয়েছে। অভিযোগ—পণ্ডিত মশায়ের বলা ঘটনার থেকে অনেক বেশী। অনেক বিকৃত। এ ঘটনাই একমাত্র অভিযোগের কেন্দ্র নয়।

‘পণ্ডিতমশায় বৃদ্ধ হয়েছেন—তিনি নিতান্তই সেকেলে মনোভাব সম্পন্ন। তিনি পাঠ্যবিষয় অবহেলা করে অধিকাংশ সময় একালের সমস্ত কিছুকে ব্যঙ্গ করে গল্প বলে থাকেন। অনেক গল্প তাঁর একালের রুচিতে অশ্লীল! এ ছাড়া আজকের ঘটনা নিয়ে অভিযোগ—‘জীবেনের বিজ্ঞান বিশ্বাসে তিনি আঘাত করেছেন। তিনি তার বাপ পিতামহ প্রপিতামহ তুলে ব্যঙ্গ করেছেন।

ছোটদের ভালো ভালো গল্প pdf download link

Download / Read Online

Be the first to comment

Leave a Reply