মানুষের ঘরবাড়ি pdf – অতীন বন্দ্যোপাধ্যায় Manusher Gharbari pdf – Atin Bandyopadhyay

মানুষের ঘরবাড়ি pdf – অতীন বন্দ্যোপাধ্যায় Manusher Gharbari pdf - Atin Bandyopadhyay
মানুষের ঘরবাড়ি pdf – অতীন বন্দ্যোপাধ্যায় Manusher Gharbari pdf - Atin Bandyopadhyay

অতীন বন্দ্যোপাধ্যায় এর দেশভাগ নিয়ে লেখা সোনা ট্রিলজির দ্বিতীয় পর্ব Manusher Gharbari pdf মানুষের ঘরবাড়ি pdf ডাউনলোড করুন ও Manusher Gharbari pdf পড়ুন।

মানুষের ঘরবাড়ি pdf – অতীন বন্দ্যোপাধ্যায় Manusher Gharbari pdf - Atin Bandyopadhyay
মানুষের ঘরবাড়ি pdf – অতীন বন্দ্যোপাধ্যায় Manusher Gharbari pdf – Atin Bandyopadhyay

মানুষের ঘরবাড়ি pdf Manusher Gharbari pdf কাহিনিঃ

দেশভাগ নিয়ে ‘নীলকণ্ঠ পাখির খোঁজে’ সিরিজের চারটি পর্ব। প্রথম পর্ব ‘নীলকণ্ঠ পাখির খোঁজে, দ্বিতীয় পর্ব ‘মানুষের ঘরবাড়ি, তৃতীয় পর্ব ‘অলৌকিক জলযান’, চতুর্থ পর্ব ‘ঈশ্বরের বাগান‘।

কিংবদন্তী তুল্য উপন্যাস ‘নীলকন্ঠ পাখির খোঁজে’ সম্পর্কে অগ্রজ সাহিত্যিক বিমল কর লিখেছেন, অতীনের সেরা লেখা, এর মধ্যে অতীনের সত্তা ডুবে আছে, আমরা যাকে বলি ভর পাওয়া লেখা।— পুতুলনাচের ইতিকথার পর এতটা আর অভিভূত হইনি—অশোক মিত্র। ‘নীলকন্ঠ পাখির খোঁজে’ এই সময়ের শ্রেষ্ঠ উপন্যাস — শ্যামল গঙ্গোপাধ্যায়। ‘নীলকন্ঠ পাখির খোঁজে’ এই সময়ের শ্রেষ্ঠ উপন্যাস -সমরেশ মজুমদার। সমকালের আর এক বিশিষ্ট সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজ লিখেছিলেন—দুই বাংলার সাহিত্যিক ঐতিহ্যের ঐক্যে বিশ্বাসী বলে আমার জানাতে দ্বিধা নেই যে, অতীনের এই রচনা এযাবৎকালের নজিরের বাইরে। ভাবতে গর্ব অনুভব করছি যে, আমার সমকালে এক তাজা তেজস্বী খাঁটি লেখকের আবির্ভাব ঘটেছে। আজ হয়ত তিনি নিঃসঙ্গ যাত্রী।

কিন্তু বিশ্বাস করি, একদা আমাদের বংশধরগণ তাঁর নিঃসঙ্গ যন্ত্রণা অনুভব করে পিতৃপুরুষদের উদ্দেশে তিরস্কার বর্ষণ করবে। ‘পথের পাঁচালীর’ পর এই হচ্ছে দ্বিতীয় উপন্যাস যা বাংলা সাহিত্যের মূল সুরকে অনুসরণ করেছে। পাঠিকা ঝর্ণা নাগ শিবপুর থেকে লিখেছিলেন— ‘নীলকন্ঠ পাখির খোঁজে পড়ে আমি ভাষা হারিয়ে ফেলেছি। ঈশ্বরের সৃষ্ট সুন্দর পৃথিবী দেখে মুগ্ধ হয়ে যেমন তার সৃষ্টিকর্তা সম্পর্কে কৌতুক বিস্ময় জাগে এও তেমনি। এমন অজস্র চিঠি এবং সাহিত্যঋণের কথা স্বীকার করা হয়েছে। অন্য তিনটি পর্ব ‘মানুষের ঘরবাড়ি’, ‘অলৌকিক জলযান’ এবং ‘ঈশ্বরের বাগান’ সম্পর্কেও। বিদগ্ধ এবং গুণী ব্যক্তিরা লিখেছেন, ‘নীলকন্ঠ পাখির খোঁজে’ যদি মহৎ উপন্যাস ‘অলৌকিক জলযান’ তবে মহাকাব্য বিশেষ—আর ‘মানুষের ঘরবাড়ি সোনার কিশোর জীবনের অবিনাশী আখ্যান।

শেষ পর্ব ‘ঈশ্বরের বাগান’-এতে আছে দেশভাগ জনিত উদ্বাস্তু পরিবারটির সংগ্রামী বিষয়, অভিনব চরিতমালা এবং পটভূমি সহ জীবনের রোমাঞ্চকর অভিযানের লৌকিক-অলৌকিক উপলব্ধি পুষ্ট খণ্ডিত বঙ্গের অখণ্ড বর্ণমালা।

Manusher Gharbari pdf মূলকথাঃ

সাহিত্য সৃষ্টির প্রথম শর্ত হল — স্রষ্টার জীবনব্যাপি সন্ধান কিসের জন্য মৌলিক যদি হয় এবং সেই সন্ধানে মানুষের ইতিহাস যদি লেখা থাকে, তবেই সার্থক সেই সাহিত্যমালা । ‘নীলকণ্ঠ পাখির খোঁজে’ থেকে শুরু –‘অলৌকিক জলযান’, ‘ঈশ্বরের বাগান’ এবং ‘মানুষের ঘরবাড়ি’ উপন্যাসগুলি সেই দৃষ্টিকোণ থেকে লেখকের গভীর সমাজ এবং ইতিহাস মনস্কতার কথা বলে। খণ্ডিত বঙ্গের অখণ্ড বর্ণমালার চালচিত্র নির্মাণে স্রষ্টার এই সব উপন্যাসে দেশ কাল অতিক্রম করে মানুষের বিস্তীর্ণ অধিকারের কথা আছে। কোনও জাতির ঐতিহ্য, ঈশ্বর বিশ্বাস এবং বিচ্ছিন্নতাই শেষ কথা নয়, তার উপরেও আছে আত্মপ্রত্যয় এবং মানবিক দায়। এই সাহিত্যমালা অর্থাৎ ‘নীলকণ্ঠ পাখির খোঁজে’ থেকে ‘ঈশ্বরের বাগান’ সর্বত্র একজন যাযাবর মানুষের জীবন অন্বেষণের কাহিনী বিরচিত। সব উপন্যাসগুলিই একে অপরের পরিপূরক।

শুধু জীবন নয়, শুধু ইতিহাসও নয়— মানুষ যখন বেঁচে থাকে, তার জীবন সত্যও বেঁচে থাকে। মানুষ এবং তার জীবন-সত্যের খোঁজে লেখকের এই যাত্রা। এই যাত্রায় ‘নীলকণ্ঠ পাখির খোঁজে’র নায়ক সোনা বিল্ব হয়ে আছে এই আধুনিক মহাভারতে।

Manusher Gharbari pdf লেখকঃ

জন্ম—১৩৩৭। ঢাকা জেলার রাইনাদি গ্রামে। বাবা—অভিমন্যু বন্দ্যোপাধ্যায়, মা- লাবণ্যপ্রভা দেবী। যৌথ পরিবারে তাঁর শৈশব কৈশোর অতিবাহিত। দেশভাগের পর ছিন্নমূল। এ দেশে এসে প্রবেশিকা পরীক্ষা। কাশিমবাজারের মণীন্দ্র কলোনিতে বাবার ঘরবাড়িতে কিছুকাল থিতু হয়ে থাকা। তারপর যাযাবরের মতই প্রায় কেটেছে যৌবণ। যখন যে কাজ পেয়েছেন সানন্দে গ্রহণ করেছেন। ১৯৫৬ সালে বি. কম. পাশ করেন। বি.টি.ও পাশ করেন। কখনও নাবিকরূপে সারা পৃথিবী পর্যটন। কখনও ট্রাক-ক্লিনার। পরে প্রাথমিক স্কুলে শিক্ষকতা। প্রধান শিক্ষকও ছিলেন একটি সিনিয়র বেসিক স্কুলের। আবার ঠাঁই বদল, প্রধান শিক্ষকের কাজ ছেড়ে ১৯৬৩ সালে পাকাপাকিভাবে চলে আসেন কলকাতায়। কখনও কারাখানার ম্যানেজার। কখনও প্রকাশনা সংস্থার উপদেষ্টা। শেষে সাংবাদিকতা।

প্রথম গল্প বহরমপুরের ‘অবসর’ পত্রিকায়। ‘সমুদ্রমানুষ’ লিখে পান ‘মানিক-স্মৃতি পুরস্কার’—১৯৫৮। ‘বঙ্কিম পুরস্কার’ পান ‘দুই ভারতবর্ষ’ উপন্যাসের জন্য— ১৯৯৮। ‘পঞ্চযোগিনী’-র জন্য ১৯৯৩ সালে ভুয়ালকা পুরস্কার। এছাড়া ‘বিভূতিভূষণ স্মৃতি পুরস্কারও পান ১৯৯১ সালে। মতিলাল পুরস্কার’, ‘তারাশঙ্কর-স্মৃতি পুরস্কার’, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ‘নারায়ণ গঙ্গোপাধ্যায়’ এবং ‘সুধা পুরস্কারে’ ও তিনি সম্মানিত। ২০০১ সালে ‘সাহিত্য একাদেমি পুরস্কার’ পান তাঁর ‘পঞ্চাশটি গল্পে’র জন্য।

২০০৫ সালে শরৎ পুস্কার এবং ২০০৮ সালে আই.আই.পি.এম কর্তৃক প্রবর্তিত ‘সুরমা চৌধুরী আন্তর্জাতিক স্মৃতি পুরস্কার’ পান ‘নীলকণ্ঠ পাখির খোঁজে-র জন্য। সাম্মানিক মূল্য দশ লক্ষ টাকা। কথিত হয়ে থাকে উপন্যাসটি এই উপমহাদেশের বিবেক।

তাঁর উল্লেখযোগ্য সৃষ্টি : নীলকণ্ঠ পাখির খোঁজে, মানুষের ঘরবাড়ি, অলৌকিক জলযান, ঈশ্বরের বাগান, আবাদ, ঝিনুকের নৌকা, দুই ভারতবর্ষ, নগ্ন ঈশ্বর, একটি জলের রেখা, শেষ দৃশ্য, দেবী মহিমা, মানুষের হাহাকার, টুকুনের অসুখ, জীবন মহিমা প্রভৃতি।

Manusher Gharbari pdf download link

Download / Read Online

Be the first to comment

Leave a Reply