অতীন বন্দ্যোপাধ্যায় এর দেশভাগ নিয়ে লেখা সোনা ট্রিলজির তৃতীয় পর্ব Aloukik Jaljan pdf অলৌকিক জলযান pdf ডাউনলোড করুন ও Aloukik Jaljan pdf পড়ুন।
Aloukik Jaljan pdf রিভিউঃ
‘নীলকণ্ঠ পাখির খোঁজে-সিরিজের দ্বিতীয় পর্ব অলৌকিক জলযান’। উপন্যাসটির পরিমার্জিত অখণ্ড সংস্করণ প্রকাশ উপলক্ষে কিছু প্রাসঙ্গিক কথা — যেমন উপন্যাসটি সাতের দশকের মাঝামাঝি ধারাবাহিক ভাবে প্রকাশিত হয় অমৃত সাপ্তাহিকে। যেমন, এই উপন্যাসের প্রাথমিক সূত্র পাওয়া যাবে লেখকের ‘ফ্রেণ্ডশিপ’ গল্পে। পঞ্চাশের দশকে ‘উত্তরকাল’ নামে বহরমপুর থেকে প্রকাশিত লিটল ম্যাগে গল্পটি ছাপা হয়। পরে এই গল্পের সূত্র ধরেই একটি ক্ষুদ্র উপন্যাসও রচনা করেন তিনি। যেহেতু ‘নীলকণ্ঠ পাখির খোঁজে-সিরিজ’ লেখকের প্রত্যক্ষ অভিজ্ঞতার ফসল-অনন্ত অসীম সমুদ্রের উত্তাল তরঙ্গমালায় লজঝরে জাহাজের নাবিক হয়ে যেহেতু পৃথিবীর প্রায় সব সমুদ্রেই বিচরণ করেছেন তিনি, যেহেতু নাবিক জীবনের সেই লৌকিক অলৌকিক উপলব্ধি জাত বিস্ময় তাঁর জীবনেরই এক অবিস্মরণীয় অভিজ্ঞতা তাই এই বিস্তীর্ণ উপন্যাসে সেই দুঃসাহসিক সমুদ্রযাত্রার কথাই উঠে এসেছে। নীলকণ্ঠ পাখির খোঁজে’র সোনা তাই এই পর্বে জাহাজের ছোটবাবু।
Aloukik Jaljan pdf কাহিনিঃ
দেশভাগ নিয়ে ‘নীলকণ্ঠ পাখির খোঁজে’ সিরিজের চারটি পর্ব। প্রথম পর্ব ‘নীলকণ্ঠ পাখির খোঁজে, দ্বিতীয় পর্ব ‘মানুষের ঘরবাড়ি, তৃতীয় পর্ব ‘অলৌকিক জলযান’, চতুর্থ পর্ব ‘ঈশ্বরের বাগান‘।
কিংবদন্তী তুল্য উপন্যাস ‘নীলকন্ঠ পাখির খোঁজে’ সম্পর্কে অগ্রজ সাহিত্যিক বিমল কর লিখেছেন, অতীনের সেরা লেখা, এর মধ্যে অতীনের সত্তা ডুবে আছে, আমরা যাকে বলি ভর পাওয়া লেখা।— পুতুলনাচের ইতিকথার পর এতটা আর অভিভূত হইনি—অশোক মিত্র। ‘নীলকন্ঠ পাখির খোঁজে’ এই সময়ের শ্রেষ্ঠ উপন্যাস — শ্যামল গঙ্গোপাধ্যায়। ‘নীলকন্ঠ পাখির খোঁজে’ এই সময়ের শ্রেষ্ঠ উপন্যাস -সমরেশ মজুমদার। সমকালের আর এক বিশিষ্ট সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজ লিখেছিলেন—দুই বাংলার সাহিত্যিক ঐতিহ্যের ঐক্যে বিশ্বাসী বলে আমার জানাতে দ্বিধা নেই যে, অতীনের এই রচনা এযাবৎকালের নজিরের বাইরে। ভাবতে গর্ব অনুভব করছি যে, আমার সমকালে এক তাজা তেজস্বী খাঁটি লেখকের আবির্ভাব ঘটেছে। আজ হয়ত তিনি নিঃসঙ্গ যাত্রী।
কিন্তু বিশ্বাস করি, একদা আমাদের বংশধরগণ তাঁর নিঃসঙ্গ যন্ত্রণা অনুভব করে পিতৃপুরুষদের উদ্দেশে তিরস্কার বর্ষণ করবে। ‘পথের পাঁচালীর’ পর এই হচ্ছে দ্বিতীয় উপন্যাস যা বাংলা সাহিত্যের মূল সুরকে অনুসরণ করেছে। পাঠিকা ঝর্ণা নাগ শিবপুর থেকে লিখেছিলেন— ‘নীলকন্ঠ পাখির খোঁজে পড়ে আমি ভাষা হারিয়ে ফেলেছি। ঈশ্বরের সৃষ্ট সুন্দর পৃথিবী দেখে মুগ্ধ হয়ে যেমন তার সৃষ্টিকর্তা সম্পর্কে কৌতুক বিস্ময় জাগে এও তেমনি। এমন অজস্র চিঠি এবং সাহিত্যঋণের কথা স্বীকার করা হয়েছে। অন্য তিনটি পর্ব ‘মানুষের ঘরবাড়ি’, ‘অলৌকিক জলযান’ এবং ‘ঈশ্বরের বাগান’ সম্পর্কেও। বিদগ্ধ এবং গুণী ব্যক্তিরা লিখেছেন, ‘নীলকন্ঠ পাখির খোঁজে’ যদি মহৎ উপন্যাস ‘অলৌকিক জলযান’ তবে মহাকাব্য বিশেষ—আর ‘মানুষের ঘরবাড়ি সোনার কিশোর জীবনের অবিনাশী আখ্যান।
শেষ পর্ব ‘ঈশ্বরের বাগান’-এতে আছে দেশভাগ জনিত উদ্বাস্তু পরিবারটির সংগ্রামী বিষয়, অভিনব চরিতমালা এবং পটভূমি সহ জীবনের রোমাঞ্চকর অভিযানের লৌকিক-অলৌকিক উপলব্ধি পুষ্ট খণ্ডিত বঙ্গের অখণ্ড বর্ণমালা।
Aloukik Jaljan pdf download link
Leave a Reply
You must be logged in to post a comment.