তমোঘ্ন নস্কর এর অন্ধকারের পনেরো গল্পের আখ্যান নিয়ে লেখা সংকলন কৃষ্ণপক্ষ pdf অন্ধকারের পনেরো আখ্যান Krishnapaksha pdf ডাউনলোড করুন ও পড়ুন।
Krishnapaksha pdf কৃষ্ণপক্ষ pdf ফ্লপিতে লেখাঃ
নিকষকালো আঁধার যাতে আপনি শিউরে ওঠেন, ছুঁতে ভয় পান! সেরকমই কিছু আঁধার অভিজ্ঞতা ছুঁড়ে তুলে এনেছি গল্পদের। বইয়ের গল্পের সঙ্গে মিলিয়ে নামকরণও তেমন। প্রথমগল্প আলোমাখা। তারপর একটু একটু করে যৌবন পেয়েছে কৃষ্ণপক্ষ, নেমেছে আঁধার। শেষ গল্পটায় নেমে এসেছে নিকষকালো নিরেট আঁধার অর্থাৎ অমাবস্যা।
Krishnapaksha pdf কৃষ্ণপক্ষ pdf এ সম্পাদকীয়
“আমি যার শিয়রে রোদ্দুর এনে দেব বলে কথা দিয়েছিলাম সে আঁধার ভালবেসে রাত্রি হয়েছে। এখন তার কৃষ্ণপক্ষে ইচ্ছের মেঘ জোনাকির আলোতে স্নান করে, অথচ আমি তাকে তাজা রোদ্দুর দিতে চেয়েছিলাম।”
রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ’র লেখা এই লাইনগুলোর মুখোমুখি আমাদের সবাইকেই কখনো না কখনো হতে হয়েছে। ভাবতে হয়েছে, তাহলে কি যাত্রা শুরুর সময় আমাদের হিসেবে কোনো ভুল ছিল? নইলে কেন আলো-ঝলমলে পথ ছেড়ে এই অন্ধকারে ঢুকে পড়তে হল?
জীবনের অনেক আপাত সাধারণ ঘটনার মধ্য দিয়ে আমরা অন্ধকারের মুখোমুখি হই। তার কোনোটাতে আকাশে চাঁদ ওঠে— তবে বড়ো ক্ষীণ হয়ে, তাও রাত শেষ হওয়ার কিছুক্ষণ আগে। আর কোনোটাতে আলো থাকে না কোথাও। থাকে শুধু অন্ধকার!
হাঁদা ভোঁদা সমগ্র pdf – নারায়ণ দেবনাথ Hada Vhoder Somogro pdf – Narayan Debnath
এই অন্ধকার নিয়েও কিন্তু আমাদের মনে অনেক রোমান্স আছে। শব্দটা শোনামাত্র আমরা বাঁশবন, সমুদ্র, জঙ্গল— এমন নানা পটভূমি ভেবে নিই। কিন্তু সে-সব ছাড়াও, নিতান্ত কেঠো পেশার এক ইঞ্জিনিয়ার তার নিত্যনৈমিত্তিক কাজের সূত্রেই সহসা অন্ধকারের মুখোমুখি হতে পারে। এই বই তেমন পনেরোটি আখ্যানের সংকলন। লেখক নিজের অভিজ্ঞতা ঘেঁটে আপনাদের কাছে। পরিবেশন করেছেন তাদের— যেখানে হঠাৎ লৌকিকতার রুক্ষ বাস্তবকে চাপা দেয় অলৌকিক আতঙ্কের হু-হু বন্যা। তার নীচে তলিয়ে যায় সব যুক্তি, বুদ্ধি, আর সাহস। তার কোনোটিতে গল্পের কেন্দ্রীয় চরিত্রের সামনে এসে দাঁড়ায় অতীতের পাপ। কোথাও চার দেওয়ালের মাঝে বন্দি হওয়া জমাট ইতিহাস চিৎকার করে বলতে চায়, “সব সচ্ হ্যায়!”
ধুন্ধুমার pdf – তমোঘ্ন নস্কর Dhundhumar pdf by Tamoghn Naskar
লেখক এই সময়ের শ্রেষ্ঠ গল্প-বলিয়েদের একজন। লৌকিক জীবনের নানা দিকের অত্যন্ত সংবেদনশীল বিবরণ তুলে ধরতেও সিদ্ধহস্ত তিনি। এই বইয়ের পনেরোটি আখ্যান তাঁর সেই যুগল দক্ষতার সার্থক নিদর্শন— যেখানে স্থানীয় লোককথা, বিশ্বাস, আর জীবনচর্যা মিশে গেছে একান্ত ব্যক্তিগত ভয়ের সঙ্গে। তাঁর লেখনী ও কল্পনা মিলে সফলভাবে তৈরি করেছে এমন এক সময়কাল – যখন দিনমণির অবসান হয়েছে, অথচ আকাশে চাঁদ ওঠেনি, উঠবেও না।
তাহলে আর দেরি কেন? গল্পরা তৈরি হয়ে আছে আপনাকে অন্ধকারের মুখোমুখি বসানোর জন্য। আমি আসি?
ধন্যবাদ ও নমস্কারসহ, ঋজু গাঙ্গুলী, শ্রীনগর
Krishnapaksha pdf কৃষ্ণপক্ষ pdf রিভিউঃ
আসলে আমি লেখকের কয়েকটা বই পড়ে রীতিমতো উনার ভক্ত হয়ে গেছি।দেও,বিষহরি,ধুন্ধুমার, এগুলো পড়ে খুব ভালো লেগেছে।এখন পড়লাম কৃষ্ণ পক্ষ।এটাও আমার কাছে দারুন লেগেছে। এই বইটিতে ১৫ টি গল্প আছে সবগুলোও দারুন, তারমধ্যে আমার কাছে দল,ভাটি, প্রজাপতি, পরি খুব ভালো লেগেছে।তাই আর দেরী না করে পড়ে ফেলুন কৃষ্ণপক্ষ। “আতঙ্ক বিষয়টা আসলে এমনই হয়, যা আমরা এড়িয়ে যেতে পারি না” – মনীষ মুখোপাধ্যায়। এই বইয়ের প্রতিটা গল্পের মধ্যেই রয়েছে হাড়হিম করা আতঙ্কের রেশ। সত্যি কথা বলতে এই ধরনের গল্প আগে পড়িনি, যেখানে কে বা কিভাবে নয় বরং কেন টাই মুখ্য। বেশ ইন্টারেস্টিং লেগেছে আমার ব্যক্তিগত ভাবে, তবে মাঝে মধ্যে গল্পের গতি ধীর ছিল। লেখকের অন্যান্য বইগুলো পড়ার ইচ্ছে আছে।
বিষহরি pdf ডাউনলোড লিংক তমোঘ্ন নস্কর Bishhari pdf – Tamoghna Naskar
নিকষকালো আঁধার যাতে আপনি শিউরে ওঠেন, ছুঁতে ভয় পান! এতে মিশেছে ভয় আর আঁধার― নিজস্ব কৃষ্ণপক্ষ। আর ও-ই যে, আঁধার হল সামগ্রিক, ধরা যাক কারিগরি বিদ্যা। আর ভয় বা ভূত এই বিদ্যায় ব্যবহৃত টুলস মাত্র! সেরকমই কিছু আঁধার অভিজ্ঞতা তুলে আনা হয়েছে এই বইটিতে। আমি একদমই রিভিউ লিখতে পারি না, তবে নিজের মত চেষ্টা করলাম। তবে দেরি না করে পড়ে ফেণুন বইটি।
Krishnapaksha pdf কৃষ্ণপক্ষ pdf সূচিপত্র
হাতিবাবু রানু
দল
অন্ধকার বাদুড়
ইম্পেরিয়াল
ক্যাম্পসুরোর দিনলিপি
ও স্যার প্রজাপতি
বাকু
ভাটি
রেঘো
শ্বাস
সত্যি না গল্প
পরি
Krishnapaksha pdf কৃষ্ণপক্ষ pdf download link
Download / Read Online
Leave a Reply
You must be logged in to post a comment.