মানিক বন্দ্যোপাধ্যায় এর চিরায়ত উপন্যাস Putulnacher Itikatha pdf পুতুল নাচের ইতিকথা pdf ডাউনলোড করুন ও Putulnacher Itikatha pdf পুতুল নাচের ইতিকথা pdf পড়ুন।
Putulnacher Itikatha pdf পুতুল নাচের ইতিকথা pdf রিভিউঃ
“জীবনটা সহসা তাহার কাছে অতি কাম্য,অতি উপভোগ্য বলিয়া মনে হয়। মনে হয় এমন একটা জীবনকে সে যেন এতকাল ঠিকভাবে ব্যবহার করে নাই।মৃত্যু পর্যন্ত অন্যমনস্ক বাঁচিয়া থাকার মধ্যে জীবনের অনেক কিছুই যেন তাহার অপচয়িত হইয়া যাইবে।শুধু তাহার নয় সকলের।এই ক্ষতি প্রতিকারহীন। “শশীর হৃদয়ে মোচড় দিয়ে যাওয়া এক মৃত্যু ; যে মৃত্যু পরিচিতজনের- তার জন্য আকুল এক ডাক্তারের নতুন প্রাণসঞ্চারে তেমন আনন্দের জোগান দেয় না।এক অনন্য চরিত্রের জন্ম যেন। কুসুমের সঙ্গে এক অপ্রেমময় প্রেমের বহমানতা যার ভারে অতীষ্ঠ হওয়া নারীজীবনের ছলাকলাপূর্ণ আচরণ অথবা আবেগঘন মুহূর্তের উত্থাপন। নতুন উত্তেজনামুখর জীবনের রূপকার কুমুদের উত্থান, গ্রাম্য মতির অভাবনীয় পরিবর্তন,প্রেমের অন্দরে বহিরাগতের সংযুক্তি।জীবন তোলপাড় করে দিতে পারে তেমন ঘটনার প্রভাব।
জয়া বা বনবিহারীর মতো সাংসারিক দোলনেও যেন নাচন লাগিয়েছে থিয়েটারের এক অভিনেতা যে বাস্তবজীবনে পুতুলনাচের সুতলি পাকিয়েছে।তার সেই কথা,” কি জান জয়া, সবাই নিজেকে ভোলায়।খিদে তেষ্টা পেলে তা মেটানো,ঘুম পেলে ঘুমানো, এসব ছাড়া জীবনটা আমাদের বানানো,নিজেকে ভোলানোর জন্য ছাড়া বানানোর কষ্ট কে স্বীকার করে? বেশিরভাগ মানুষের এটা বুঝবারও ক্ষমতা থাকে না।…”জীবনের এই বোধ অনুভব করতে হয়।অনন্য জীবনের খোঁজে থাকা শশী কোথায় যেন খেই হারিয়ে ফেলে। সেনদিদির সন্তান থেকে গোপালের জীবনের হিসাব সব যেন ঘেঁটে যায়। এই যে বাস্তবতা!বিন্দু আর নন্দলাল তারাও যেন কোথায় একটা মিলিয়ে দিয়ে যায় সরল হিসেব যা অনেকেই মেলাতে ব্যর্থ হয়,বাঈজী বা কুলটা কী আখ্যায় বিন্দু জীবনের পাঁচালি লিখবে!
কুন্দর সন্তানের সঙ্গে আরো একটি শিশু প্রতিপালনের উদ্দেশ্য সবই স্বার্থের লড়াই নাকি লোভী এবং ভোগবিলাসী সংস্কারের সংরক্ষণ অথবা দুটোই!পিতা গোপাল নাকি হিসেবি গোপাল! তার জীবনের শেষেই বা কী? সেনদিদির সন্তানকে এত কাছে টানা কেন?নিজের সন্তানের কাছে যোগ্য শ্রদ্ধার অপ্রাপ্তিই কি এসবের মূলে?যাদব আর পাগলাদিদিই যেন ছোট সময়ের বড় ধামাকা।ওদের অবদানের সব রসটা শুষে শশীর উত্থানের এক উপাখ্যান।পরান আর কুসুম যাদের স্বামী স্ত্রীসুলভ সংলাপ এক একান্ত নিম্নবিত্ত চাষার যাপন।শশীর অনির্দিষ্ট জীবনের রশদে খামতি বারবার ফিরিয়ে আনে পুরাতন গ্রাম্যসমাজে।সব মিলিয়ে এ এক চিরপরিচিত পুতুলনাচ। যার রসাস্বদনে তৃপ্ত এক জীবনশক্তির আবেশ!
Putulnacher Itikatha pdf পুতুল নাচের ইতিকথা pdf review
আমার বই পড়ার পথটা অদ্ভুত ভাবেই সৃষ্টি হয়। আমি যে সবসময় বাড়িতে কাউকে গাদা-গুচ্ছের বই পড়তে দেখে অনুপ্রাণিত হয়ে নিজের মধ্যে তেমন একটা স্বভাব গড়ে তুলি, ব্যাপারটা তেমন নয়। আসলে ছোটোবেলা থেকে গল্পের মধ্যেই যেন একটা কল্পনার জগৎ খুঁজে নিতাম, আর বাস্তবের থেকে বেশি সেখানকার কোনো একটা চরিত্রে থাকতে আমার খুব ভালো লাগত। ব্যাস এভাবেই পড়ার শুরু, তারপর এখন এমন একটা পর্যায় চলে এসেছে যে, যখন দেখি একটা উপন্যাস শেষ হতে আর কয়েক পাতা বাকি, ঠিক তখনই অন্য আরও একটা উপন্যাসকে ধরে তার কোনো একটা চরিত্রে নিজেকে প্রতিস্থাপিত করে আগের উপন্যাস শেষ করি। এককথায় কাল্পনিক চরিত্র ছাড়া, আমি যেন আর বাঁচতে পারি না। এটা স্বীকার করতে সমস্যা নেই যে, হয়ত এই কারনেই আমি বাইরের মানুষকে ততটা আপন করতে পারিনি।
এই চরিত্রগুলোই যেন আমার বন্ধু হয়ে থেকে গেছে, এরাই যেন সব, এভাবেই যেন জীবন কাটানোর একটা সংকল্প। আর এই সুবাদে আমি আমার ক্ষুদ্র ২১ বছরের জীবনে একটা ছোট্ট জিনিস, বই সম্পর্কে উপলব্ধি করেছি যে, সব বই সব বয়সে পাঠ করা যায় না, যদিবা যায়, তার মর্ম ভুলভাল ভাবে মনের কোনে ব্যাখ্যিত হয়। তেমনই একটা বই হল এই “পুতুল নাচের ইতিকথা” সত্যি কথা বলতে এটা আমি এইবার পড়ার আগে প্রায় সাতবার চেষ্টা করেছি পড়তে, কিন্তু নিজের ধৈয্যের অভাব বলুন বা অল্পজ্ঞান বলুন, এই বইয়ের কোও লাইনের মর্মার্থই আমার হৃদয়গোচর হত না।
এবং সেই ক্লাস ইলেভেন থেকে এটা পড়ব বলে এতবার হোঁচট খেতে খেতে, আজ ছয় বছর পর এটা পড়ে মনে হল যে, আমি এই বই টা পড়ার মত যোগ্যতা এবং স্থৈর্যতা এতদিন পর অর্জন করতে পেরেছি।
মানিক বাবুর লেখার সাথে যারা পরিচিত আছেন, তারা জানেন যে, তিনি তার কলমে গ্রাম্য জীবন এবং সেখানকার সংস্কার, ভাবনা কী করে ফুটিয়ে তোলেন। এটাও বলতে গেলে ওনার পদ্মানদীর মাঝির মতোই একটা গ্রাম্য জীবনের মনের বিশ্লেষণ নিয়ে গঠিত উপন্যাস, যেখানে শশীর মত কলকাতায় পাশ করা ডাক্তার গ্রামে ফিরে অস্থির চিত্ততা থেকে কী করে সুস্থির ভাবে গ্রাম্য জীবনে অভ্যস্ত হয়ে পড়ে। পড়ালেখা না জানা অজ্ঞ বাবার সাথে মনোমালিন্য, পরকীয়া, একজন গ্রাম্য নারীর প্রথম যৌবনের প্রেম, গ্রাম থেকে এসে প্রথম শহর দর্শন, এবং শহরকে আপন করে নেওয়া ….!!!
একটা জিনিস এই উপন্যাসে খুব ব্যবধানের আতিসজ্যে গড়া হয়েছ। একদিকে যেমন দেখিয়েছে একটা যুবক ছেলের, শহর থেকে গ্রামে ফিরে অজ্ঞ তথাকথিত মুর্খ-মানুষদের সঙ্গে নিজেকে একাত্মবোধ করতে, আর একদিকে একটা পড়ালেখা না জানা গ্রাম্য-নারীর, প্রেমের টানে শহরে গিয়ে শহরটাকে প্রেমিকের সাথে সাথে ভালোবেসে ফেলতে।
যারা এই উপন্যাসটি পড়েছেন, তাদের কাছে আমার একটা অনুরোধ আছে, যারা মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রচুর লেখা পড়েছেন, তারা কি কেউ বলতে পারেন, এই উপন্যাসের কোনো দ্বিতীয় খন্ড অথবা এই উপন্যাসকে কেন্দ্র করে কোনো ছোটগল্প কী মানিক বাবু লিখে গেছেন? কেননা উনি উপন্যাসের মাঝেই বলেছেন মতির জীবনের পরবর্তী অংশ যদি কখনো লেখার ইচ্ছা হয়, তবে তিনি পরে কোনো গল্প বা উপন্যাসে লিখবেন। কিন্তু এই উপন্যাসে আর লেখননি । তাই বলছি, কারুর যদি জানা থাকে, তবে দয়া করে বলবেন।
Putulnacher Itikatha pdf পুতুল নাচের ইতিকথা pdf download link
Download / Read Online
Leave a Reply
You must be logged in to post a comment.