ভূত-শিকারি মেজকর্তা এবং pdf – প্রেমেন্দ্র মিত্র Vut Shikari Mejo Korta Ebong pdf – Premendra Mitra

ভূত-শিকারি মেজকর্তা এবং pdf - প্রেমেন্দ্র মিত্র Vut Shikari Mejo Korta Ebong pdf - Premendra Mitra
ভূত-শিকারি মেজকর্তা এবং pdf - প্রেমেন্দ্র মিত্র Vut Shikari Mejo Korta Ebong pdf - Premendra Mitra

প্রেমেন্দ্র মিত্র এর হরর, থ্রিলার ভূতের গল্প সংকলন Vut Shikari Mejo Korta Ebong pdf ভূত-শিকারি মেজকর্তা এবং pdf ডাউনলোড করুন ও Vut Shikari Mejo Korta Ebong pdf পড়ুন।

ভূত-শিকারি মেজকর্তা এবং pdf - প্রেমেন্দ্র মিত্র Vut Shikari Mejo Korta Ebong pdf - Premendra Mitra
Vut Shikari Mejo Korta Ebong pdf

Vut Shikari Mejo Korta Ebong pdf ভূত-শিকারি মেজকর্তা এবং pdf সূচীপত্র

ভূত-শিকারি মেজকর্তা
‘তেনারা’
ভূত-শিকারি মেজকর্তা
মেজকর্তার খেরো খাতা
মাথায় চন্দ্ৰবিন্দু
ভূত যদি ভুলো হয়
“ভূতেরা বড় মিথ্যুক “ভূত যদি ভক্ত হয়” “ভূত যদি বোকা হয়”
“ভূত যদি রসিক হয়”
এবং অন্যান্য ভূতের গল্প
কলকাতার গলিতে
হাতির দাঁতের কাজ
মাহুরি-কুঠিতে এক রাত
গল্পের শেষে
রাজপুতানার মরুতে
মাঝরাতের ‘কল’
জঙ্গল বাড়ির বউ-রানি
নিশুতিপুর ব্রহ্মদৈত্যের মাঠ
করাল কর্কট

Vut Shikari Mejo Korta Ebong pdf বইয়ের রিভিউ

বাঙালীর কাছে প্রেমেন্দ্র মিত্র একজন অতি পরিচিত সাহিত্যক। তিনি তাঁর জীবনে লিখে গেছেন বহু কবিতা, ছোটগল্প, ও উপন্যাস। তাঁর লেখার মধ্যে সব সময় ফুটে উঠেছে অভিনবত্ব। কল্প-বিজ্ঞান, ভৌতিকতা, ও থ্রিলারের মতো বিষয় নিয়ে লেখার জন্য তিনি পাঠক মনে নিছের এক আলাদা ছাপ রেখে গেছেন।

পঞ্চাশটি গল্প pdf – সুকান্ত গঙ্গোপাধ্যায় Pancashti Galpo pdf – Sukanta Gangopadhyay

বিভিন্ন লেখকের হাত ধরে বাংলা সাহিত্যের আঙিনায় অমর হয়েছে বহু কাল্পনিক চরিত্রকে নিয়ে লিখিত সিরিজ। প্রফেসর শঙ্কু, তারিণী খুড়ো, কাকাবাবু, ফেলু মিত্তির আরও কতশত নাম।

প্রেমেন্দ্র মিত্রের নাম শুনলেই আমাদের এমনতর যে সিরিজের কথা একবাক্যে মনে পড়ে তা হলো ঘনাদা। ঘনাদা’র কালজয়ী সুনামের আড়ালে কোথাও হয়তো চাপা পড়ে গেছে লেখক প্রেমেন্দ্র মিত্রেরই “ভূতশিকারি মেজকর্তা” নামক আরেকটি সিরিজ।

সিরিজের খুঁটিনাটি: লেখক এক বাস সফরে হঠাৎই পেয়ে যান লাল শালুতে মোড়ানো এক খেরোর খাতা। বেওয়ারিশ জিনিস হওয়ায় লেখকই সেই খেরোর খাতার ওপর আপাত মালিকানা স্থাপন করেন। এই খেরোর খাতা আর কিছুই না মেজকর্তা (মেজকর্তা নামটি ছাড়া, এর থেকে বেশী পরিচিতি পাওয়া যায়নি লেখকের বক্তব্য অনুযায়ী) নামক এক ব্যক্তির ভূতের পেছনে ধাওয়া করার বিভিন্ন আখ্যান। ভূতের তল্লাশে এই মেজকর্তা ঘুরে বেড়িয়েছেন পোড়োবাড়ি থেকে শুরু করে চেনা অচেনা বহু জায়গা। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ভূতের সাথে তার মোলাকাতের রহস্যময় বর্ণনায় খেরোর খাতায় রয়েছে। লেখক সেই বর্ণনাই তুলে ধরেছেন আমাদের সামনে এই গল্পগুলির মাধ্যমে।
মেজকর্তা সিরিজের মোট নয়টি গল্প রয়েছে এই বইয়ে।

এবং… : মেজকর্তা সিরিজের নয়টি গল্প বাদ দিয়েও এই বইয়ের দ্বিতীয় সেগমেন্টে রয়েছে দশটি একক ভৌতিক গল্প। এই গল্পের মধ্যে অনেকগুলোই সানডে সাসপেন্সে প্রচারিত হয়েছে অনেক আগেই (হাতির দাঁতের কাজ, গল্পের শেষে ইত্যাদি)।

কেমন লাগলো : টিপিক্যাল ভৌতিক গল্প সম্পর্কে আমাদের যেমন একটা ধারণা রয়েছে এই সকল গল্পগুলিই তা ছাপিয়ে যায়। লেখকের হাতযশে ভৌতিক গল্পগুলিও হয়ে উঠেছে মনে দাগ কাটার মতোন। মেজকর্তা সিরিজ লা-জবাব, পড়তে গিয়ে মনে হবে সত্যিই যেন কোন একসময়ে মেজকর্তা নামক কেউ ছিলেনই, থাকতেই হবে। কোন গল্পে থ্রিল, কোন গল্পে হাস্যরস সবমিলিয়ে মেজকর্তা সিরিজের নয়টি গল্পই ভূতশিকার অভিযানের দুর্দান্ত আখ্যান। অন্যদিকে বাকি দশটি একক ভৌতিক গল্পও সাদামাটা ভূতের গল্পের থেকে অনেক আলাদা। ওই পেছন থেকে “ধাপ্পা” বলে চেঁচিয়ে চমকসুলভ ভয় লেখক ব্যবহার করেননি। প্রতি গল্পেই গঠিত হয়েছে রহস্যময় আবহ, এবং ভূতুড়ে এলিমেন্টটা প্রতি গল্পে ততোধিক রহস্যময়। ভূতের গল্পে এমন মুনশিয়ানা সত্যিই বিরল।

২৫টি দম ফাটানো হাসি pdf – সঞ্জীব চট্টোপাধ্যায় 25ti Sera Hasi pdf | Sanjib Chattapadhyay

সবমিলিয়ে বলতে পারি বইটি সত্যই এক বিস্মৃত মণি। ভূতের গল্পমাত্রই বোকাবোকা কিছু হবে ভেবে ভূতের গল্প এড়িয়ে যান যাঁরা, আশা করি সেইসকল পাঠকদেরও মনোগ্রাহী হয়ে উঠবে এই বই।

কলমে – অধিরাজ

Vut Shikari Mejo Korta Ebong pdf নমুনাঃ

খাতাটা বন্ধ করলাম আমিও, এবং একটু নয়, রীতিমতো হতাশ হয়ে।
এত আশা এত আগ্রহ নিয়ে শুরু করার পর শেষ অবধি এমনই করে আহাম্মকের মার খাওয়া?
সমস্ত ব্যাপারটা এখন গোড়া থেকে একটু খুলে বলতে হয়। এতক্ষণ ধরে অধীর কৌতূহলে যা পড়ছিলাম তা একটি পুরনো ছেঁড়াখোঁড়া অনেক ঘাঁটাঘাঁটিতে ময়লা বেরঙা মোটা খেরো খাতা মাত্র। খাতার বদলে কাগজের বান্ডিল বললেও হয়। আলগা পাতাটাতা খসে হারিয়ে যাওয়ার ভয়ে একটা লাল শালুর পুঁটলির মধ্যে বাঁধা।
সেই অবস্থাতেই আমি পেয়েছিলাম শহরের বোধহয় সবচেয়ে লম্বা দৌড়ের পঁয়তাল্লিশ নম্বর বাস-এ।

যাচ্ছিলাম বালিগঞ্জ হয়ে এয়ারপোর্টে। ভি-আই-পি রোড ধরে বাঙ্গুর কলোনি-টলোনি ছাড়াবার পর আমার দিকের সীটগুলো কিছুটা খালি হয়ে গিয়েছিল। সেই সময়েই বান্ডিলটা ঠিক আমার পাশেই দেখলাম। এ বান্ডিল যে কার, তার কোনও হদিস মেলেনি। স্পষ্টই কাগজ ভরা আলগা বান্ডিল দেখে উপস্থিত সকলের সামনে খোলার পরও মালিকানাটা অজানাই থেকে গেছে।
দলিলপত্র বা দামি কাগজ-টাগজ নয়, নেহাৎ জড়ান সেকেলে হাতের লেখায় ভরা একটা হাতে-সেলাই সস্তা কাগজের খেরো খাতা দেখে সেটা আমার হাতে দিতে কারও আপত্তি হয়নি। খাতাটা আগাগোড়া হাতড়ে নাম-ঠিকানা কিছু পেলে আমিই মালিককে পাঠিয়ে দেব বলে কথা দিয়েছি।

খাতাটা মালিকের কাছে পৌঁছে দেবার এই বেফায়দা ঝামেলা সাধ করে ঘাড়ে নেওয়াটা নেহাত পরোপকারের মহত্ত্ব নয়। বাস-এ সকলের সামনে বান্ডিল খুলে খাতাটা উল্টোবার সময় একটা এমন কথা চোখে পড়েছিল, যাতে সেটা একটু নেড়ে চেড়ে দেখবার লোভ সামলাতে পারিনি।
বাড়িতে এনে আগাগোড়া নেড়ে চেড়ে দেখেও সেই কথাটুকুর বেশি লেখক বা মালিকের নাম-ঠিকানা কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। খাতার মধ্যে ছোটো চিরকুট গোছের একটা চিঠির খসড়া পেয়ে তা থেকে কিছু হদিস পাবার যে আশাটুকু। চিঠি পড়বার পর তাও বরবাদ হয়ে গিয়েছে। চিঠির চিরকুটটি মালিকেরই যে লেখা, সে বিষয়ে সন্দেহ নেই। কিন্তু কাকে লেখা হচ্ছে বা কে লিখছে, তার কোনও পরিচয় সেখানে মেলেনি।

Vut Shikari Mejo Korta Ebong pdf download link
Download / Read Online

Be the first to comment

Leave a Reply