এমনি বই pdf – শ্রীজাত Emoni Boi pdf – Shreejat

এমনি বই pdf - শ্রীজাত Emoni Boi pdf - Shreejat
এমনি বই pdf - শ্রীজাত Emoni Boi pdf - Shreejat

শ্রীজাত এর পশ্চিমবঙ্গের ছড়া ও কবিতার বই Emoni Boi pdf এমনি বই pdf ডাউনলোড করুন ও Emoni Boi pdf এমনি বই pdf পড়ুন।

এমনি বই pdf - শ্রীজাত Emoni Boi pdf - Shreejat
এমনি বই pdf – শ্রীজাত Emoni Boi pdf – Shreejat

Emoni Boi pdf এমনি বই pdf সূচিপত্র

অনেকদিনের বন্ধু
সে আর আমি
সোনার কেল্লা
টেক
চ্যানেল
রাত
এমন দিনে
রোদকপালী
পাথর
তার চোখদুটো
এক যে ছিল প্রজাপতি কবি
পুজো বিষয়ক দুটি
বিকেলবেলা
বাজে স্বপ্ন
পৃথিবী
ফয়সালা
সুমন একক, কলামন্দির
জ্বর
ওয়ারেন্ট
সারারাত বেড়াল কাঁদে
এক সন্ধের গল্প
যেবার পাহাড়ে গেলি… স্পোর্ট
দ্বিধা
মিরর
ঝিলমিল
ভরসাহীনা
রূপকথার বৃষ্টি
বড়দিন
জামা
পাকদণ্ডি
যে সারাদিন একলা থাকে…
তোমার কাছে পৌঁছেছিলাম
সহজ
যেসব কথা লিখতে হত চিরকুটে
কবরনামা
উদ্ধার
কভি খুদপে, কভি হালাত পে
কারিগর
অশান্তিদায়িনী
রাস্তা
উঁচু নিচু
ছুট
রিং
বৃশ্চিক রাশি, কর্কটরোগ
শিট
অলস লিখিত
স্টোন চিপ
ফয়সালা-২
ভ্রমণ
এই বয়েসের লেখা অনেকদিন
ফয়সালা-৩
সম্ভা
বোকা মেয়ের গল্প
দস্যি পরীকে লেখা চিঠি
মোটো
নিশান
জানে মহসিন
নেই
সহজ-২
এমনি বই
উৎসব

সে আর আমি
তার যেরকম তছনছিয়া স্বভাব
ঝড়ের পিঠে সওয়ার হয়ে আসে,
আমিও তেমন অজ পাড়াগাঁর নবাব
সন্ধেবেলা মুক্তো ছড়াই ঘাসে
তার যেরকম বিরুদ্ধতার মেজাজ
হঠাৎ করে উল্টোদিকে ছোটে
আমিও তেমন আগুনজলে ভেজা
সময় বুঝে ঠোঁট বসাব ঠোঁটে
তার যেরকম উল্টোপাল্টা খুশি
হালকা রঙের বাতাসে চুল বাঁধে
আমিও তেমন সিঁদুরে মেঘ পুষি
কেমন একটা গন্ধ ছড়ায় ছাদে …
তার যেরকম মনখারাপের বাতিক
সন্ধে হলে ভাল্লাগে না কিছু
আমিও তেমন জলের ধারে হাঁটি
বুঝতে পারি আকাশ কত নিচু
তার যেরকম জাপটে ধরে সোহাগ
আমায় ছাড়া চলে না একদিনও,
আমিও তেমন দু-চার লাইন দোহা

ভরসাহীনা
মন বাঙালি, চুল আরবের, ঘাগরা-চোলি রাজস্থানী
পারফিউমের বোতল কিনে দিব্যি ঢেলে দাও পরাগে
নরম হাতে পিট্টি দিয়ে ঘুম পাড়ােচ্ছ, আমরা জানি,
ঘুমিয়ে পড়লে ভিখিরিকেও রাজার মতো দেখতে লাগে।
সেসব রাজার রাজত্ব নেই। চোখ নামানো মাটির দিকে।
সকাল থেকে ঠান্ডা চায়ের বৃষ্টি তাদের মগজ ভেজায়
সেসব রাজা রঙিন-রঙিন বল বানিয়ে অস্বস্তিকে
বিক্রি করে মেলার মাঠে। বিক্রি শেষে ঘুমোতে যায়।
স্বপ্নে তোমার হাসির ছরা, চোখের পলক আগুন আগুন
বুক ওঠা-বুক নামার তালে বাঁচামরার এপাশ-ওপাশ…
একটা সময় পেরিয়ে গেলে বোঝাও যায় না জখম না খুন
সন্ধেবেলা পাড়ায় ফেরে হাজার-হাজার জীবন্ত লাশ
তাদের কিন্তু অনেকগুলো বছর গেছে তোমার খোঁজে।
হয়ত তুমিই শঙ্খ ঘোষের সেই সনাতন ভরসাহীনা—
দুঃখ কষ্ট সহ্য করতে পারো না, তাই কী সহজে
দুঃখী লোকের চোখের জলে মিশিয়ে দিচ্ছ অ্যাকোয়াফিনা!

সাপ্তাহিক বর্তমান ২৬ মার্চ ২০২২ পিডিএফ Saptahik Bartaman 26 March 2022 pdf

অশান্তিদায়িনী
খোলা খাতার ওপর আচ্ছা করে ঘষটে দিয়ে মাথা
হেসে উধাও হলে, এমন তুমি অশান্তিদায়িনী—
আমি সেই মাথাতেই বন্দি করি সমস্ত কলকাতা
চলো, খুঁজব তোমায়। খেলায় হেরে ফিরতে তো আসিনি
আগে পাড়ার লোকে বলত — ‘কিছু খ্যামতা আছে বটে!’
যখন আমার ভেতর ওগরাত রাগ পাহাড়-মরুভূমি
কিন্তু বৃহৎ কোনও কাজ করে না। ক্ষুদ্রই চটপটে
সাদা ইঁদুর হয়ে কাপড় কাটে আমার গোঁয়ার্তুমি
আমি কখনও বেশ পাগলা, আবার কখনও সজ্ঞানে
একটা আলতোমিঠে আলস্যভাব ঝুলিয়ে রাখি মুখে
ঘরে চা-পাতা নেই। নিজেই নামি ফুটন্ত সসপ্যানে
তুমি সমস্ত রূপ উজাড় করো অপাত্রে। বন্ধুকে।

আর পাত্র থেকে ঈর্ষা গড়ায়— আঠালো, ধকধকে
নামে ঝমঝমাঝম বৃষ্টি… জামায় ছিটকে আসে কাদা
ছোটে সক্কলে কী জোরসে! আমি ঝিমাই একা রকে
সে যে চমকে বেড়ায়, দৃষ্টি এড়ায়, যায় না তারে বাঁধা
তবু পকেটে হাত, টহল মারি সন্ধে হলে বেলা
যদি তেমন-তেমন সস্তায় পাই, এক দাঁওয়ে কিনি
ঠাকুর ঝুটঝামেলা তৈরি করুন, আমিও তাঁর চ্যালা
দেখো, শান্তি পাবই। হও না যতই অশান্তিদায়িনী!

বোকা মেয়ের গল্প
ঝড়ের কথা সবাই জানে। খড়ের কথা কী লিখি
এমনিতে সে উড়তে পেলে বাঁচে
ঘরের কথা ঠুনকো মতো মাত্র একটা ঝিলিকই
আগুন হয়ে আটকে থাকে কাচে।
কাচের কথা, সেও পুরনো। অসহ্য এক আলেয়া
সন্ধেবেলা পাড়ার মোড়ে জ্বলে
আমিও তেমন, ঠোঁট রেখেছি অন্য সে কার গালে আজ
লোকের কথায় কান দিলে কি চলে?
চলার কথা রাস্তা লিখবে। তাকে যখন পেয়েছি
টিপ সরিয়ে আটকাব জোনাকি
তারপরে এক গল্প শুরু…। আচ্ছা বোকা মেয়ে, ছিঃ!
এসব কথায় কাঁদতে আছে নাকি?

কাঁদার কথা চোখই বোঝে। আদার কথা ব্যাপারী।
সফর দাঁড়ায় জাহাজ থেকে নেমে …
ভোলার কথা তুললে যদি, বলব তবে হ্যাঁ, পারি
সবই চলে যুদ্ধে আর প্রেমে।
প্রেমের কথা কেউ জানে না। ভীষণ সে এক চালিয়াত
গন্ধ ছড়ায় রুমালে, আস্তিনে…
যাও, তোমাকে উড়িয়ে দিলাম, ভর্তি দু’চোখ, খালি হাত
পৌঁছে যেও, বাড়ির পথ চিনে।

Emoni Boi pdf এমনি বই pdf download link
Download / Read Online

Be the first to comment

Leave a Reply