নীলাঞ্জন মুখার্জ্জী এর 14th February pdf ১৪ই ফেব্রুয়ারী pdf ডাউনলোড করুন ও 14th February pdf ১৪ই ফেব্রুয়ারী pdf পড়ুন।
14th February pdf ১৪ই ফেব্রুয়ারী pdf ভূমিকা
সিরিয়াল কিলার, খুনের মতো গুরুতর অপরাধে অপরাধীদের মধ্যেও যারা আরও ঘৃণ্য, নৃশংস আর মমতাহীন। খুনের কারণ হিসাবে থাকে তাদের নিজস্ব চিন্তা, ভাবনা, চতুরতা ও অজুহাত। আবার তারও গভীরে প্রোথিত থাকে তাদের জীবন ও যাপন, বেড়ে ওঠা, বিভিন্ন মানসিক আর শারীরিক দৈন্যতার প্রভাব ও অভাব।
রক্ষাচক্র pdf – দেবমাল্য কর্মকার Rakkha Chakra pdf by Debmalya Karmakar
সেই সিরিয়াল কিলারদের মধ্যেও সবথেকে নির্মম, ভয়াবহ, হিংস্র ও ধূর্ত একটি বিশেষ শ্রেণী, যাদের খুনের দোহাই হল ধর্ম ও ঈশ্বর, রক্ত পিচ্ছিল তাদের মোক্ষ লাভের পথ, তাদের মন্ত্রোচ্চারণে ঢেকে যায় নিরীহ মানুষের আর্তনাদ। ১৪ই ফেব্রুয়ারি সেই ধরনের সিরিয়াল কিলারদের কাহিনী। যেখানে প্রতিটি কাহিনী একটি অদৃশ্য সুতোয় একে অপরের সাথে গাঁথা এবং তাদের উদ্দেশ্য বাস্তব ও পরাবাস্তবের প্রান্তসীমা ছোঁয়া। পাঠক চাইলে তাদের দুভাবেই গ্রহণ করতে পারেন। তাদের গন্তব্য যদিও এক, তবু এ শুধুমাত্র কিছু সিরিয়াল কিলারদের গল্প নয়।
কাহিনীগুলির সময়কাল উনিশশো সত্তর সাল সালের আশেপাশে থেকে দু হাজার সালের কাছাকাছি। পটভূমি তৎকালীন মহারাষ্ট্র ও কলকাতা। সিরিয়াল কিলিং, সত্তরের দশকের পুলিশের কাছে একটা নতুন শব্দ। পুলিশের কাছে তখন নেই তাদের ব্যাপারে যথেষ্ট তথ্য। এমনই এক সময়ে পুলিশ অফিসার মোহন সর্দার ভয়ঙ্কর শক্তিশালী কিছু সিরিয়াল কিলারদের মোকাবিলা করেন। তাঁর ক্ষমতা তখনকার সাধারণ আইনরক্ষকের মতোই খুব সীমিত। তাঁর না আছে গল্পের গোয়েন্দাদের মতো কোন শার্লক হোমসীয় ক্ষমতা, আর না বোকাসোকা ভালমানুষ কোন সহকারী। তাঁকে কাজ করতে হয় সরকারি নিয়ম কানুন মেনে।
তিনি পরা-মানসিক ক্ষমতাসম্পন্ন সিরিয়াল কিলারদের প্রতিদ্বন্দ্বী এক সাধারণ মানুষ। তদন্ত করেন সাধারণ পুলিশের মতো প্রচুর পরিশ্রম করে। তথ্য, তত্ত্বের অপ্রাচুর্যে অনেক সময়েই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। সাধারণ এক মানুষের মতো প্রায়ই তাঁর মনে হয়, এবার বোধহয় তিনি পরাজিত হবেন, এইবার সব শেষ হয়ে যাবে। তবু তিনি হাল ছাড়তে চান না। কারণ, শুধুমাত্র এই একটি গুণই তাঁর আছে। সাধারণ মানুষেরই একটি বিশেষ গুণ, তাঁর জেদ। অপরাধীকে ছেড়ে না দেবার জেদ, অপরাধকে কোনদিন ক্ষমা না করার জেদ, হার না মানার জেদ।
আর জীবনের এই দোলাচলের মুহূর্তগুলিতেই তাঁর পাশে এসে দাঁড়ায় তাঁর পরিবার। স্ত্রী লীলা ও অটিস্টিক ছোট্ট মেয়ে নিশা। তাঁরা পরম মমতায় মোহন সর্দারকে জড়িয়ে ধরে বলে, আমরা তোমার সাথে আছি। তুমি কিছুতেই হারবে না। মোহন সর্দার লীলা ও নিশার হাত ধরে আবার লড়তে নামেন।
অথচ, এই রুঢ় জগৎ কি তাঁর পরিবারকে বাঁচতে দেবে? নাকি একদিন শেষ হয়ে যাবে তাঁর নিজস্ব স্বপ্নের গৃহকোণটুকুও? তবুও, ১৪ই ফেব্রুয়ারি শুধুমাত্র এক পরিবার প্রিয় মানুষের ভালোবাসার কাহিনী নয়।
১৪ই ফেব্রুয়ারি হল একটি রহস্যের ছটি পর্যায়। মারাত্মক শক্তিশালী কিছু ভয়াবহ মানুষের কাহিনী। মানুষের মধ্যেকার ষড়রিপুর আকারে যাকে সাজানো হয়েছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্যে। শুধু লেখার শুরুতে বলা হয়নি কোন কাহিনী কোন রিপুর ধারক বা কোন চরিত্র তার বাহক। সেই রহস্য লেখকের সঙ্গে পাঠকও খুঁজবেন। আর তা সমাধান করতে গিয়ে শেষপর্যন্ত তাঁরা পেতে পারেন যে অতি মানবিক অনুভূতি, তার নাম মায়া।
ছটি রিপু বাদ দিয়ে কিছু মানুষের মনের মধ্যে যা থাকে তা হল এই। এক মানুষের প্রতি অন্য মানুষের মায়া। সেই মায়া বা ভালবাসা এই সিরিজের প্রতিটি কাহিনীর মধ্যে গুটিসুটি মেরে লুকিয়ে আছে। আর ঠিক সেই কারণেই এর নামের সঙ্গে জড়িয়ে আছে ‘ভালবাসার দিন’। লেখার আয়তনে এবং প্রকাশকের ইচ্ছায় এই বইয়ের কয়েকটি খণ্ড, তাই যারা প্রথম খণ্ডে তা খুঁজে পাবেন না, তাঁদের পরের খন্ড পড়ার অনুরোধ জানালাম।
যেহেতু এটি একটি ফ্যান্টাসি-ধর্মী লেখা, তাই এতে এমন অনেক বিবরণ আছে যা শুধুমাত্র ব্যবহার করা হয়েছে কাহিনীর স্বার্থে। কোন ঘটনা বা চরিত্রের সাথে নিকট অতীত, বর্তমান বা বাস্তবের অন্য কোন চরিত্র বা ঘটনার মিল পেলে পাঠক জানবেন তা সম্পূর্ণভাবে কাকতালীয় ও অনিচ্ছাকৃত। বর্ণিত কাহিনীগুলিতে পারিপার্শ্বিক সকল ঘটনা, পাত্র ও সময়কে পরিণতমনস্করা কাল্পনিক হিসাবে ধরে নেবেন, এ বলাই বাহুল্য।
14th February pdf ১৪ই ফেব্রুয়ারী pdf সূচিপত্র
অনাহিতা আহরিমান
জারদিম দে সাতানাস’
নীলাঞ্জন মুখার্জ্জী এর 14th February pdf ১৪ই ফেব্রুয়ারী pdf
Leave a Reply
You must be logged in to post a comment.