আমি রাইকিশোরী pdf – সুচিত্রা ভট্টাচার্য Ami Raikishori pdf – Suchitra Bhattacharya

আমি রাইকিশোরী pdf - সুচিত্রা ভট্টাচার্য Ami Raikishori pdf - Suchitra Bhattacharya

সুচিত্রা ভট্টাচার্য এর Ami Raikishori pdf আমি রাইকিশোরী pdf ডাউনলোড করুন ও Ami Raikishori pdf আমি রাইকিশোরী pdf পড়ুন।

আমি রাইকিশোরী pdf সুচিত্রা ভট্টাচার্য Ami Raikishori pdf Suchitra Bhattacharya
আমি রাইকিশোরী pdf

Ami Raikishori pdf আমি রাইকিশোরী pdf review

“আমি রাইকিশোরী মিত্র।… মিত্র! নাকি চৌধুরী? উহুঁ, কোনওটাই নয়।”

সুচিত্রা ভট্টাচার্যের লেখায় বরাবরই বাস্তবতার ছাপ স্পষ্টভাবে লক্ষ করা যায়, সেখানে কল্পনার মায়াজালের বুনট নেই বললেই চলে। রাইকিশোরী, সংক্ষেপে রাই এই গল্পের নায়িকা। তার জীবনের টানা পোড়েন আর সমকালীন পরিস্থিতিতে মেয়েদের স্বাধীনতা ও অস্তিত্বের সংকট, এই নিয়েই গল্পের স্রোত বয়ে চলেছে। তবে একে নিছক গল্প বললে ভুল হবে, মনে হয় যেন আশেপাশে ঘটে যাওয়া কিছু সত্যি ঘটনা। যেভাবে লেখিকা কলকাতার অফিস পাড়ার ব্যস্ততার টুকরো টুকরো দৃশ্য, বাস-ট্রামে লোকের ভিড়, হকারদের চিৎকারের বর্ণনা দিয়েছেন, মনে হয় যেন চোখের সামনেই সেটা ফুটেউঠেছে। মানুষের অভিব্যক্তি, দৃষ্টিভঙ্গি সবই সুনিপুণ দক্ষতার সাথে তুলে ধরেছেন। কাহিনী শুরু হয় রাই এর পরিচয় দিয়ে, সে নিজেই বক্তা। আর তার এই নিজের পরিচয় দেওয়ার মধ্য দিয়েই অস্তিত্বের সংকটের প্রকাশ স্পষ্ট। সে ডিভোর্সী, কলকাতার এক বেসরকারি অফিসে রিসেপশনিস্ট।

তিন গোয়েন্দা ভলিউম ১২৭ pdf (অমঙ্গলের ছায়া, খুনি লাশ, ড্রাগনরাজার দেশে) – শামসুদ্দীন নওয়াব Tin Goyenda Volume 127 pdf – Shamsuddin Nowab

পরিবারের পরিচিত, সুরক্ষিত বলয় ছেড়ে কলকাতার বুকে মেয়েদের হোস্টেলের রহস্যময় নারী জগতে প্রবেশ করেছে। এই হোস্টেল যেন বাইরের জগতের এক ক্ষুদ্র রূপ। হিংসায়, প্রেমে, স্নেহে, স্বার্থপরতা, ক্ররতায় ভরা এক বর্ণময় পৃথিবী। জল থেকে মাছকে হঠাৎ ডাঙায় ফেলে দিলে যেমন হয় রাই এর অবস্থা সেরকম। তবে জীবনের যুদ্ধে ক্ষত-বিক্ষত হলেও সে নিজের অস্তিত্বের লড়াই লড়ে যায়। নিজেকে আশেপাশের পরিবেশের উপযোগী করে তোলে। রন্ধ্রে রন্ধ্রে ঢুকে থাকা সংস্কার, আচার থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। ডোমা, শার্লি, ক্রিশ্চিনদের সাহায্যে অর্থহীন শিক্ষা, ভাবনারা খড়কুটোর মত ভেসে যায়; নতুন জায়গায় সে অনেকটা সহজ হতে পারে। মেয়েদের জীবন পরগাছার মতো, কাউকে একটা আঁকড়ে ধরে বেঁচে থাকা – রাই এর এই উপলব্ধি তাকে এই অসহায় ও অসহনীয় জীবন থেকে বেরিয়ে আসার জন্য মরিয়া করে তোলে।

ধনুর্ধর pdf – সিদ্দিক আহমেদ Dhonurdhor pdf – Siddique Ahmed

সে মাকড়সার জালের মতো বোনা খেলনাবাটি, পুতুল ঘরের সংসারের মায়ায় নিজেকে আর জড়াতে চায় না। তার কাছে নিজের পায়ে দাঁড়ানোটাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে – ‘স্বাধীনতাতেই বুঝি মানুষের প্রকৃত মুক্তি।’ হোস্টেলের দিনচারিতার টুকরো ছবি, নিঃসঙ্গতা, নিজের সাথে নিজের প্রশ্নোত্তর তাকে দোটানায় ফেলে। তাই সিদ্ধার্থের থেকে নিজেকে সরিয়ে নিলে ও শেষে সে সবুজ ঘাস,স্বচ্ছ সরোবরের স্বপ্ন দেখে। ঠিক কিভাবে কোন পথে রাই এর জীবন বাঁক নেয় তা জানতে পড়ে ফেলতে পারেন গল্পটি। ব্যক্তিগতভাবে আমার গল্পটি ভালো লেগেছে। সবশেষে লেখিকার কথার রেশ টেনেই বলব – এইভাবেই স্বতন্ত্র, সম্পূর্ণ অনন্য অস্তিত্বের আস্বাদনের জন্য জীবন সংগ্রামে বিধ্বস্ত সিসিফাসরা থেমে যায় না, কারন পাথর ঠেলাই জীবন।

Ami Raikishori pdf নমুনাঃ

কিছু মিশ্র শব্দে হোঁচট খেতে খেতে এভাবেই ঘুম ভাঙে প্রতিদিন। দোতলার বাথরুমে কাপড় আছড়ানোর আওয়াজের সঙ্গে একতলার রেডিয়োতে কান ফাটানো গান। ঝনঝনে, সুবেলা হাসির সঙ্গে তারে শাড়ি মেলা নিয়ে দুই পরিচিত কণ্ঠস্বরের চিল-চিৎকার, ঝাড়ুদারের ঝাঁটাঝংকার। ঘুম ভাঙার পরও চুপচাপ চোখ বুজে শুয়ে থাকি কিছুক্ষণ। উঠে লাভ নেই। ওপরের বাথরুম খালি পাব না। দরকার তেমন হলে নীচে ঘুরে আসি। তারপর চা খেয়ে শুয়ে থাকা। সাড়ে সাতটার আগে আমার স্নানে যাওয়ার সুযোগ নেই।

মাসুদ রানা সিরিজের সকল বই পিডিএফ পার্ট ০১ (মাসুদরানা ১ – ১০০ পর্যন্ত) Masud Rana 1-100

আপনি কখনও মেয়েদের হোস্টেলের ভেতরটা দেখেছেন কোনওদিন? একদম ভেতরটা, যাকে বলে অন্দর মহল? যদি না দেখে থাকেন তবে রহস্যময় এক বিচিত্র নারীজগৎ আপনার অজানাই থেকে গেল। হিংসায়-প্রেমে-স্নেহে, স্বার্থপরতায়, ক্রুরতায় ভরা এ এক বর্ণময় পৃথিবী। আমি এখন শুয়েই এ বাড়ির কোথায় কী হচ্ছে তার একটা ছবি আপনাকে দিয়ে দিতে পারি। নীচের ঘুপচি ডাইনিং স্পেসে একটা যাট পাওয়ারের বাল্ব জ্বলে সর্বসময়। এখনও জ্বলছে। সেখানে টানা লম্বা টেবিলে প্রকাণ্ড কেটলি হাতে দাঁড়িয়ে কার্তিক। কেটলি ঘিরে বোর্ডারদের গ্লাস, কাপ। পেছনের রান্নাঘরে জয়রামের মশলা বাটার শব্দ, ঠাকুরের হাতা খুনতি নাড়ানাড়ি। এক নম্বর ঘরের ব্রততী এসময়ে যোগ ব্যায়ামে ব্যস্ত। ব্রততী লেবিয়ান। সাত অক্ষরের এই ইংরাজি শব্দটিও আমার কলকাতায় এসে শেখা। ব্রততীর দু-তিন জন অনুরক্তাও আছে। তারাও এখন ওর সঙ্গে ধনুরাসন, ময়ূরাসন করে চলেছে।

Ami Raikishori pdf download link
download link / Read Online

 

Be the first to comment

Leave a Reply