আড়ালে রয়েছে সে pdf – স্মরণজিৎ চক্রবর্তী Arale Royache Se pdf by Smaranjit Chakraborty

আড়ালে রয়েছে সে pdf - স্মরণজিৎ চক্রবর্তী Arale Royache Se pdf by Smaranjit Chakraborty
আড়ালে রয়েছে সে pdf - স্মরণজিৎ চক্রবর্তী Arale Royache Se pdf by Smaranjit Chakraborty

স্মরণজিৎ চক্রবর্তীর Arale Royache Se pdf আড়ালে রয়েছে সে pdf book pdf ডাউনলোড করুন ও Arale Royache Se pdf পড়ুন।

আড়ালে রয়েছে সে pdf - স্মরণজিৎ চক্রবর্তী Arale Royache Se pdf by Smaranjit Chakraborty
আড়ালে রয়েছে সে pdf – স্মরণজিৎ চক্রবর্তী Arale Royache Se pdf by Smaranjit Chakraborty

Arale Royache Se pdf আড়ালে রয়েছে সে pdf নমুনাঃ

সুন্দরবনের জঙ্গলে শিকার করতে উদয়ের একটুও ভাল লাগে না। কিন্তু রাজার ছেলেদের নাকি শিকার করতেই হয়! চিন্তামণি খুড়াে অন্তত তাই বলেন। কী যে সব যাচ্ছেতাই নিয়ম! উদয়ের বাবা, মানে মহারাজ প্রতাপাদিত্য ছােট থেকেই দুর্দান্ত সাহসী! তখন থেকেই সে যেমন বীর যােদ্ধা, তেমন শিকারি হিসেবেও দারুণ।

উদয়েরও সাহস কম নেই। এই পনেরাে-ষােলাে বছর বয়সে সে-ও বেশ কয়েকটা যুদ্ধে গেছে। সেখানে শত্রুপক্ষকে হারিয়েও দিয়েছে। কিন্তু যুদ্ধ হল বাধ্য হয়ে করা একটা খারাপ কাজ। কারণ, সেটা না-করলে শত্রুর হাতে নিজেদেরই মারা পড়ার ভয় থাকে। সঙ্গে নিজেদের প্রজাদেরও ক্ষতি হওয়ার ভয় থাকে। কিন্তু শিকার? সেটা তাে অমানবিক একটা ব্যাপার! একটা নিষ্ঠুরতা! অসহায় কিছু পশুকে সকলে মিলে পরিকল্পনা করে খুন করা। কেন? না, কেবল আনন্দের জন্য। নিজেকে সাহসী প্রমাণ করার জন্য। উদয়ের মােটেও এ সব ভাল লাগে না! কিন্তু চিন্তামণি খুড়াে যদি সেটা শােনেন!

দগ্ধজাতক pdf || বিনোদ ঘোষাল Dagdhajatak pdf || Binod Ghoshal best pdf

চিন্তামণি আচার্য, প্রতাপাদিত্যের এক মন্ত্রী। বয়স্ক মানুষ। লম্বা। দোহারা চেহারা। মাথা কামানাে। লােকটার চোখে-মুখে শান্ত ভাব থাকে সব সময়। তাও কেন কে জানে উদয়ের মােটেও ভাল লাগে।
লােকটাকে। লােকটা সারা ক্ষণ উদয়ের পিছনে টিক টিক করেন। হয় কী নয় উদয়কে ধরে-বেঁধে জ্ঞান দেন! উদয়ের বিরক্তি লাগে। কিন্তু বাবার ভয়ে কিছু বলতে পারে না। উদয় জানে, ওর বাবা মহারাজ প্রতাপাদিত্য চিন্তামণির উপর রাজ্যের আইন-কানুন বিষয়ের ভার দিয়ে রেখেছেন। তাই তাঁকে বিশেষ সম্মানের সঙ্গেই দেখেন। এই যে উদয় চিন্তামণিকে কিছু বলে না, এতেই যেন চিন্তামণি আরও পেয়ে। বসেছেন! জ্ঞান দেওয়ার মাত্রা আরও বেড়ে গেছে! এই শিকারেও তাে। উদয় আসতে চায়নি।

তাই শুনে চিন্তামণিই ওকে বলেছেন, “ছি ছি! নিজেকে রাজপুত্র বলাে তুমি? যশাের সাম্রাজ্যের উত্তরাধিকারী হবে তুমি? এই সাহস তােমার! বাঘ না-মারলে, রাজা কখনও সত্যিকারের রাজা হয়?”
উদয় অবাক হয়ে বলেছে, “আমি কি যুদ্ধে যাইনি খুড়ােমশাই? সাহস কি আমার নেই! নিরপরাধ প্রাণী মেরে নিজেকে বাহাদুর প্রমাণ। করতে হবে?”

“হ্যাঁ হবে,” চিন্তামণি বলেছেন, “রাজ্যের প্রজারা সব সময়। শক্তিশালী ও সাহসী মানুষকে নিজেদের রাজা হিসেবে দেখতে চায়! সেখানে তুমি মহারাজা প্রতাপাদিত্যের পুত্র। আমাদের ভবিষ্যৎ মহারাজ উদয়াদিত্য! তােমাকে নিজেকে প্রমাণ করতে হবে না! বাঘ মারার মধ্যে যে সাহস আছে, সেটা তােমাকে দেখাতে হবে বই কী! প্রজারা না হলে তােমায় মান্যিগন্যি করবে কেন?

Arale Royache Se pdf download link
Download / Read Online

Be the first to comment

Leave a Reply