রাজদ্রোহী pdf – রবিন জামান খান Rajdrohi pdf – Robin Zaman Khan

রাজদ্রোহী pdf - রবিন জামান খান Rajdrohi pdf - Robin Zaman Khan

রবিন জামান খান pdf ইবুক Rajdrohi pdf রাজদ্রোহী pdf পড়ুন। কিছু সত্য ঘটনার সাথে কিছু মিথ্যা আর কল্পনা মিশিয়ে সিরিজটিকে আরো প্রানবন্ত করা হয়েছে। যদিও উপন্যাস Rajdrohi pdf রাজদ্রোহী pdf ইতিহাসকে কেন্দ্র করে লেখা তবু ইতিহাসকে জানার জন্য নন ফিকশন বই, রিসার্চ পেপার পড়া উচিত। সময় উপাখ্যান সিরিজ pdf টি ইতিহাস আর রোমাঞ্চকে এক করে দেখার এক অনবদ্য প্রয়াস। রবিন জামান খান ইতিমধ্যেই বেশ কিছু ঐতিহাসিক বই লিখে নিজ বৈশিষ্ট্যকে চিনাতে সক্ষম হয়েছেন। Rajdrohi pdf রাজদ্রোহী pdf ঠিক তেমনি এক প্রতিভার প্রতিফলন। Rajdrohi pdf রাজদ্রোহী pdf এখনই পড়তে শুরু করুন। রবিন জামান খান লেখা আরো কিছু বইঃ মগরাজ pdf শব্দজাল pdf সপ্তরিপু pdf ব্ল্যাক বুদ্ধা pdf free download অগোচরা pdf download, বিখন্ডিত, কাল পতঙ্গ।

রাজদ্রোহী pdf - রবিন জামান খান Rajdrohi pdf - Robin Zaman Khan

Rajdrohi pdf ভূমিকা

সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজ থেকে বেশ কয়েক বছর আগে যখন সম্পূর্ণ সময় উপাখ্যান সিরিজের পরিকল্পনা করি, যার সাথেই শেয়ার করেছিলাম কেউই বিশ্বাস করেনি, অনেকে হাসাহাসিও করেছে। এমনকি শুরুর দিকে আমার নিজের কাছেও মনে হয়েছে চাকরি করে পরিবার সামলে এরকম বৃহৎ একটা পরিকল্পনা আসলে আমার দ্বারা বাস্তবায়ন করা সম্ভব কি না। ঠিক যেভাবে সিরিজের প্রথম দুটো বইয়ের সাফল্য এই সিরিজ বাস্তবায়ন করতে প্রভাবক হিসেবে কাজ করেছে, তেমনি প্রকাশনী সংক্রান্ত ঝামেলা, দেশ ছেড়ে বিদেশে আসা, নতুন জীবন শুরু করা ইত্যাদি আবার অনেক প্রতিবন্ধকতা হিসেবেও কাজ করেছে। সত্যি কথা হলো মগরাজ লিখে শেষ করার আগ পর্যন্ত আমি ভাবতেও পারিনি সিরিজটাকে সত্যিকার অর্থেই পরিণাম দেওয়া সম্ভব হবে।

বরফ গলা নদী pdf – জহির রায়হান Borof Gola Nodi pdf – Jahir Rayhan

কিন্তু রাজদ্রোহীর কাজ সম্পন্ন করার পর বইটার ভূমিকা লেখার সময়ে যখন অতীত এবং ভবিষ্যতের মাঝামাঝি দাঁড়িয়ে নিজের জায়গা থেকে পুরো পরিকল্পনাটা দেখার চেষ্টা করছি তখন খানিকটা দুঃসাহসীর মতোই মনে হচ্ছে: সময় উপাখ্যান সিরিজটা হয়তো একদিন লিখে শেষ করে ফেলব। এই সিরিজ এবং সিরিজের বইগুলো নিয়ে বিভিন্ন সময়ে নানা ধরনের আলোচনার ভেতরে অন্যতম একটা আলোচনা হলো ইতিহাসের বাস্তবতা এবং কল্পনার সাথে তার মিশেল। এখানে একটা ব্যাপার আমি পরিষ্কার করে বলতে চাই, আমি ইতিহাসের বই লিখতে বসিনি। আমি ইতিহাসের সময়কে আশ্রয় করে গল্প লিখছি। কাজেই শতভাগ বা বাস্তবে ঘটে যাওয়া ঘটনার সাথে সম্পূর্ণ মিল আশা না করাই শ্রেয়। সপ্তরিপু, ব্ল্যাক বুদ্ধা, মগরাজ এবং এবারের রাজদ্রোহীতে ইতিহাসের অনেক বাস্তব চরিত্রই স্থান পেয়েছে গল্পের প্রয়োজনে।

একেবারে শতভাগ সত্যিকারের ঘটনার সাথে হয়তো বা কিছুটা কল্পনার আশ্রয় রয়েছে তাদের আচার-আচরণ কিংবা তাদের সাথে সংশ্লিষ্ট ঘটনার প্রবাহে। পৃথিবীর সব ভাষা কিংবা সাহিত্যেই ইতিহাস নিয়ে লিখতে গেলে এই ছাড়টুকু লেখকেরা পায়। শার্লকিয়ানে বর্ণিত স্যার ডয়েল আর বাস্তবের স্যার ডয়েলের জীবনের ভেতরে পার্থক্য ছিল। ‘আ টেল অব টু সিটিজ’ বা ‘দ্য এইটে’ যেভাবে ফরাসি বিপ্লবকে দেখান হয়েছে তা নিয়ে নানা মতামত নানা বিতর্ক রয়েছে। এমনকি শেক্সপিয়রের বর্ণিত অনেক ঐতিহাসিক চরিত্ররাও বাস্তব থেকে যোজন যোজন দূরে অবস্থান করার ঘটনাও বিরল নয়। মোদ্দাকথা আমি যা বলতে চাচ্ছি সেটা হলো: ইতিহাসকে ইতিহাসের মতোই থাকতে দিন। যদি সত্যিকারের ইতিহাস জানতে এবং পড়তে চান, তাহলে হাজারো নন ফিকশন বই আছে, রিসার্চ পেপার আছে; সেগুলো বাস্তবের ইতিহাস জানার সেরা আশ্রয়স্থল হবে।

আর যদি ইতিহাসের আবরণে গা ভাসিয়ে খানিকটা রোমাঞ্চযাত্রার সঙ্গী হতে চান তাহলে সময় উপাখ্যান সিরিজ আপনার জন্য । রাজদ্রোহী উপন্যাসে এই সিরিজের পূর্বের বইগুলোর মতো গল্পের বুননে কিছু সামঞ্জস্য যেমন আছে, তেমনি আমি কিছু নতুনত্বও আনার চেষ্টা করেছি। সেই সাথে এই বইটাতেই মূলত সিরিজের বাকি অংশের ভিত্তি রচনা করা হয়েছে। Rajdrohi pdf

সবশেষে আমি ধন্যবাদ জানাতে চাই আমার পাঠকদেরকে এবং আমার প্রকাশককে। পাঠক যদি একজন লেখককের প্রকৃত আশ্রয় হয় তবে প্রকাশক সেই আশ্রয়স্থলে লেখককে পৌঁছে দেবার অন্যতম মাধ্যম। আমি সবসময় বলি আমি পাঠকের লেখক, পাঠকের জন্যেই লিখি। পাঠক ভালো না বাসলে সময় উপাখ্যান আমি লিখতে পারতাম না। চারপাশের সাজানো কৃত্রিমতা আর ফেইক সফলতা দেখতে দেখতে ক্লান্ত হয়ে ক্ষান্ত দিতাম হয়তো বা। প্রকৃত পাঠকের ভালোবাসাই অনেকটা শক্ত শেকড়ের মতো আটকে রেখেছে আমাকে লেখার জগতের সাথে। তারা যেভাবে আমাকে এবং সিরিজটাকে ভালোবেসেছে এই মূল্য অপরিসীম। এই ভালোবাসা জারি থাকুক। সবশেষে আমার প্রকাশককে ধন্যবাদ অপরিসীম ধৈর্য ধরে আমার সাথে কাজ করার জন্যে। সবাই ভালো থাকবেন, আমার ও আমার পরিবারের জন্যে দোয়া রাখবেন।

রবিন জামান খান
স্টিলওয়াটার,
ওকলাহোমা, যুক্তরাষ্ট্র

Rajdrohi pdf download link

Read Online

Be the first to comment

Leave a Reply