বরফ গলা নদী pdf – জহির রায়হান Borof Gola Nodi pdf – Jahir Rayhan

বরফ গলা নদী pdf - জহির রায়হান Borof Gola Nodi pdf - Jahir Rayhan
বরফ গলা নদী pdf - জহির রায়হান Borof Gola Nodi pdf - Jahir Rayhan

জহির রায়হান এর নিম্নবিত্ত অসচ্ছল পরিবারের জীবন নিয়ে রচিত উপন্যাস Borof Gola Nodi pdf বরফ গলা নদী pdf পড়ুন ও Borof Gola Nodi pdf ডাউনলোড করুন।

বরফ গলা নদী pdf - জহির রায়হান Borof Gola Nodi pdf - Jahir Rayhan
বরফ গলা নদী pdf – জহির রায়হান Borof Gola Nodi pdf – Jahir Rayhan

Borof Gola Nodi pdf বরফ গলা নদী pdf কাহিনীঃ

চমকে উঠে চোখ মেলে তাকালো সে। সমস্ত শরীর শিরশির করে কাঁপছে তার। বুকটা দুরুদুরু করছে ভয় পেয়েছে মাহমুদ। তবু আশপাশে একবার তাকালো সে। মাকে যদি দেখা যায়। কিন্তু কেউ তার নজরে এলো না। এলো একটা আরশোলা, বইয়ের আলমারিটার ওপর নিশ্চিন্তে হেঁটে বেড়াচ্ছে সেটা তার দিকে একদৃষ্টে চেয়ে রইলো মাহমুদ। একটু পরে পাকঘর থেকে একগ্লাস গরম দুধ হাতে নিয়ে এ ঘরে এলো লিলি । ওকে দেখতে পেয়ে কিছুটা আশ্বস্ত হলো মাহমুদ। একটুকাল নীরব থেকে বললো, আমি মরলাম না কেন, বলতে পারো লিলি?

Borof Gola Nodi pdf নমুনাঃ

সরু গলিটা জুড়ে ধীরে ধীরে এগুতে লাগল রিকশাটা। কিছুদূর এলে, মরিয়ম বলল, এবার নামতে হবে লিলি। সামনে আর রিকশা যাবে না। বলতে বলতে রিকশা থেকে নেমে পড়ল সে। তার পিছুপিছু লিলিও নামলো নিচে।
চারপাশে নোংরা আবর্জনা ছড়ানো। কলার খোসা, মাছের আমিষ, মরা ইঁদুর, বাচ্চা ছেলেমেয়েদের পায়খানা — সব মিলেমিশে একাকার হয়ে আছে। দুর্গন্ধে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকা যায় না।
আঁচলে নাক ঢেকে লিলি বললো, আর কতদূর?
এইতো আর অল্প-একটু— বলে সামনে হাত দিয়ে দেখালো মরিয়ম।

ভূত-শিকারি মেজকর্তা এবং pdf – প্রেমেন্দ্র মিত্র Vut Shikari Mejo Korta Ebong pdf – Premendra Mitra

এদিকে গলিটা আরো সরু হয়ে গেছে। একজনের বেশি লোক পাশাপাশি হেঁটে যেতে পারে না। মরিয়ম আগে আগে লিলিকে পথ দেখিয়ে নিয়ে চলেছে। নাকে ওর শাড়ি দিতে হয়নি, রোজ দু-বেলা এ পথে আসা-যাওয়া করতে করতে এসব দুর্গন্ধ ওর নাক-সহ্য হয়ে গেছে। আরো খানিকটা পথ পায়ে হেঁটে এসে একটা আস্তর-ওঠা লাল দালানের সামনে দাঁড়ালো মরিয়ম।
লিলি বলল, এটা বুঝি তোমাদের বাসা?
মরিয়ম মাথা নেড়ে সায় দিলো, হ্যাঁ।
দোরগোড়ার একটা নেড়ি কুকুর বসে বসে গা চুলকাচ্ছিল।

ওদের দেখে একপাশে সরে গেল সে। এতক্ষণে নাকের ওপর চেপে রাখা আঁচলটা নামিয়ে নিলো লিলি।
দরজাটা পেরুলে একটা সরু বারান্দা। দু-পাশে দুটো কামরা। একটিতে মাহমুদ থাকে। আরেকটিতে মরিয়ম আর হাসিনা। বারান্দার শেষপ্রান্তে আরো একটি কামরা আছে। ওটাতে মা আর বাবা থাকেন। দুলু আর খোকনও থাকে ওখানে। মা-বাবার কামরার ভেতর দিয়ে যেতে হয়। অন্য কোনো পথ নেই।
ভেতরে ঢুকে চারপাশে তাকিয়ে দেখছিলো লিলি
মরিয়ম বললো, এসো। Borof Gola Nodi pdf ডাউনলোড করুন।

ওর নিজের কামরাটায় লিলিকে এনে বসালো মরিয়ম।
একপাশে চওড়া একখানা চৌকির ওপর বিছানা পাতা। দুটো বালিশ পাশাপাশি সাজানো। একটা হাসিনার, আরেকটা মরিয়মের। দেয়ালে ঝোলানো আলনার সাথে তাদের কাপড়গুলো সুন্দর করে গোছানো । তার নিচে একটা কেরোসিন কাঠের টেবিল। টেবিলে বই-খাতা রাখা। আর কোনো আসবাব নেই ঘরে। আছে একটা মাদুর। ওটা মেঝেতে বিছিয়ে পড়ে ওরা।
বিছানার ওপর এসে বসলো লিলি, এটা বুঝি তোমার ঘর?
হাতের বই-খাতাগুলো টেবিলের ওপর রেখে মরিয়ম জবাব দিলো- হ্যাঁ, হাসিনা আর আমি থাকি এখানে।
এ ঘরে অপরিচিত কণ্ঠস্বর শুনে দুলু এসে উঁকি মারছিল ভেতরে। ওকে দেখে মরিয়ম বলল, দুলু, মা কোথায় রে?

কুটু মিয়া pdf – হুমায়ূন আহমেদ Kutu Mia pdf – Humayun Ahmed

দুলু ভাঙা ভাঙা গলায় বলল, পাকঘরে।
মরিয়ম বলল, আমার ছোট বোন দুলু। সবার ছোট ও।
লিলি কাছে ডাকলো তাকে, এসো এদিকে এসো।
ওর ডাক শুনে গুটিগুটি পায়ে পিছিয়ে গেলো দুলু। তারপর ছুটে সেখান থেকে পালিয়ে গেলো সে।
মরিয়ম বলল, তুমি বসো লিলি, আমি এক্ষুনি আসছি। বলে আলনা থেকে গামছাটা নামিয়ে নিয়ে বেরিয়ে গেলো সে।
মায়ের ঘরটা খালি। বাবা অফিস থেকে ফেরেননি এখনো। খোকন আর হাসিনা স্কুলে। মাহমুদ বোধ হয় এখনো ঘুমুচ্ছে ওর ঘরে। সারারাত ডিউটি দিয়ে এসে সারাদিন ঘুমোয় ও।
কুয়ো থেকে একবালতি পানি তুলে, মুখ হাত ধোবার জন্যে কাপড়টা গুটিয়ে নিয়ে ভালো করে বসলো মরিয়ম।

পাকঘর থেকে মুখ বাড়িয়ে মা শুধোলেন, কে এসেছে রে মরিয়ম?
মরিয়ম মুখে পানি ছিটোতে ছিটোতে জবাব দিলো, আমার এক বান্ধবী। মা জানতে চাইলেন, একসঙ্গে পড়তো বুঝি?
মরিয়ম বললো, হ্যাঁ। Borof Gola Nodi pdf ডাউনলোড করুন।
মা আর কোনো প্রশ্ন করলেন না। ভাতগুলো মজে এসেছে, এখনি নামিয়ে ফেন ঢালতে হবে। তারপর জলের কড়াটা চড়িয়ে দিতে হবে চুলোর উপর ।
মরিয়ম পাকঘরে এসে ঝুঁকে পড়ে বলল, এককাপ চা দিতে পারবে, মা?

সালেহা বিবি বললেন, দেখি চা-পাতা আছে কিনা। বলে চুলোর পেছনে রাখা কৌটাগুলোর দিকে হাত বাড়ালেন তিনি। অনেকগুলো কৌটা রাখা আছে সেখানে। কোনোটাতে মরিচ, কোনোটায় হলুদ রসুন কিংবা পেঁয়াজ । মাঝখান থেকে একটা তুলে নিয়ে খুলে দেখলেন সালেহা বিবি। তারপর বললেন, দু-কাপ আন্দাজ আছে, তুই যা, আমি করে পাঠিয়ে দিচ্ছি। হঠাৎ কী মনে হতে পেছন থেকে তাকে আবার ডাকলেন সালেহা বিবি, শুধু চা দেবো?
কিছু আছে কি ? মরিয়ম প্রশ্ন করলো, থাকলে দাও।

মা ঘাড় নাড়লেন, নেই। থাকবার কি উপায় আছে ওই দুলু আর খোকনটার জন্যে। কাল মাহমুদ কিছু বিস্কুট এনেছিলো, সাধ্য কি যে লুকিয়ে রাখবো, আজ সকালে বের করে দুজনে খেয়ে ফেলেছে।
যদি পারো, বাইরে থেকে কিছু আনিয়ে দিয়ো মা। যাবার সময় বলে গেলো মরিয়ম। মা-র ঘর থেকে সে শুনতে পেলো, ও-ঘরে কারো সঙ্গে কথা বলছে লিলি। বোধহয় হাসিনা ফিরেছে স্কুল থেকে। বাংলাবাজারে পড়ে সে ক্লাশ এইটে। লম্বা দোহারা গড়ন। রংটা শ্যামলা। সরু নাক। মুখটা একটু লম্বাটে ধরনের। বাড়ির অন্য সবার চেয়ে চেহারা একটু ভিন্নরকমের ওর। চোখজোড়া বড় হলেও তার মনিগুলো কটা কটা। বাঁ চোখের নিচে একটা সরু কাটা দাগ। ছোটবেলায় দৌড়ঝাঁপ করতে গিয়ে বটির উপর পড়ে কেটে গিয়েছিলো। সে চিহ্নটা এখনো মুছে যায়নি।

Borof Gola Nodi pdf ডাউনলোড লিংক

Download / Read Online

Be the first to comment

Leave a Reply