জসীম উদদীনের বাংলা কবিতা Ek Poysar Bashi pdf এক পয়সার বাঁশী pdf ডাউনলোড করুন ও Ek Poysar Bashi pdf এক পয়সার বাঁশী pdf পড়ুন। এক পয়সার বাঁশী pdf পল্লী কবির এর অনন্য সৃষ্টি।
Ek Poysar Bashi pdf এক পয়সার বাঁশী pdf সূচিপত্র
আসমানী
খোসমানী
গল্পবুড়ো
পূর্ণিমা
মা ও খোকন
Ek Poysar Bashi pdf এক পয়সার বাঁশী pdf নমুনাঃ
কোন্ আকাশের তারার মানিক!
কোন্ সে চাঁদের হাসি খানিক!
কোন্ সাগরের ঝিলিক্ মিলিক!
মুক্তো-মানিক এলে ধরার ঘরে,
ভাগ্য আজি সেই সে মেয়ের
মা হ’ল যে তোমার স্নেহের বরে;
ভাগ্য আজি সেই সে ছেলের
বাপ হ’ল যে তোমায় আদর ক’রে।
অনিলিখা ও গন্ধরহস্য – অভিজ্ঞান রায়চৌধুরী Anilikha O Gondha Rahassa by Abhijnan Roychowdhury
কচি আঙুল, বুলিবুলি ভুল,
আনলে বুঝি রামধনুকের থেকে,
মা হ’ল আজ মহামায়া,
তোমার মায়ার একটু ছায়া অঙ্গ ভ’রে মেখে।
তোমার গায়ে দেব-শিশুরা,
আকাশ হতে ছড়িয়ে দেবে
বিজলী লতার হাসি,
তোমার পায়ের আর দু’হাতের
নখগুলিতে ছড়িয়ে দেবে
তারা ফুলের রাশি।
এবার ভিন্ন কিছু হোক pdf – আরিফ আজাদ Ebar Bhinno Kichu Hok pdf – Arif Azad
বাপ যে দেবে রেলের গাড়ি,
কাকা দেবে ঘোড়ার গাড়ি,
মোটর গাড়ি, রিকশা গাড়ি,
জুড়ি-গাড়ি,
মা যে দেবে জামা-জোড়া
জোড়া জোড়া পুতুল ঘোড়া;
নক্সী করা রঙ-বেরঙ-এর শাড়ি।
পিসি আসি চান্দে বসি,
ঘসি ঘসি চান্দের হাসি,
বাহির ক’রে চাঁদের বুড়ির সুতো,
তোমার দুটি রঙিন পায়ে
রঙিন ক’রে বুনিয়ে দেবে জুতো।
Ek Poysar Bashi pdf লেখকঃ
কবি জসীম উদ্দীন ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। পার্শ্ববর্তী গোবিন্দপুর গ্রামের পৈতৃক বাড়িতে তাঁর শৈশব কাটে। তাঁর পিতা আনসার উদ্দীন সেখানে একজন স্কুল শিক্ষক, ধর্মীয় ও রাজনৈতিক নেতা ছিলেন। তিনি এলাকায় প্রেসিডেন্টও ছিলেন। কবির মাতা রাঙাছুটু ছিলেন একনজন গৃহবধূ। কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা সাহিত্যে মাস্টার্স ডিগ্রী অধ্যয়নকালে ও লাভের পর জসীম উদ্দীন প্রখ্যাত পণ্ডিত ড. দীনেশচন্দ্র সেনের তত্ত্বাবধানে ‘রিসার্চ ফেলো’ পদে কর্মরত ছিলেন। দীনেশ সেন সেই দিনগুলোতে বাংলাদেশের বিভিন্ন পল্লী এলাকার মানুষের মুখে গীত-পঠিত পুথি সংগ্রহ ও গবেষণা করতেন। ড. সেন তার উপযুক্ত শিষ্য জসীম উদ্দীনকে বাংলার জেলাগুলোর বিশেষভাবে ফরিদপুর ও ময়মনসিংহ জেলার সেইসব পুঁথি (কাব্য-লোকগাথা) সংগ্রহের দায়িত্ব দেন।
উত্তরের বারান্দা pdf – অভিরূপ সরকার Uttarer Baranda pdf by Abhirup Bandyopadhyay
জসীম উদদীন পুথি সংগ্ৰহকালে গ্রামীণ জনগণের আনন্দ-বেদনার কাব্যগাথার সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত হন, মানুষকে ভালোবেসে একজন খাটি মানবপ্ৰেমী হয়ে ওঠেন। কবি পালাগান, গাজীর গান, জারীগান, লোকগীতির আসরে যেতেন, উপভোগ করতেন, মাঝে মাঝে নিজের বাড়িতেও লোকসঙ্গীতের আসরের আয়োজন করতেন। লোকগীতিতে সুরারোপ করেন ও বিশিষ্ট শিল্পীদের গান শেখান এবং পরবর্তীকালে কিছুকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেন। লোকসংস্কৃতির উপাদান প্রত্যক্ষ করেন। জসীম উদদীন কবিতা, নাটক, উপন্যাস, কাব্যোপন্যাস, প্ৰবন্ধ, ত্য গবেষণাগ্রন্থ, গান, ভ্রমণকাহিনী এবং ও স্মৃতিকথাসহ অর্ধশতাধিক বইয়ের রচয়িতা। কবি দুইবার এডিনবাৰ্গ উৎসবে (১৯৫০ ও ১৯৬২ সালে) এবং মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ভয়াসহ বহু দেশে অনেক লোকসংস্কৃতি উৎসবে অংশগ্রহণ করেন।
তাঁর গ্রন্থগুলো বিশ্বের বহু ভাষায় অনূদিত হয়েছে : ১৯৭০ সালে UNESCO তাঁর “সৌজন ব্যাদিয়ার ঘাট” ইংরেজি ভাষায় অনুবাদ ও প্ৰকাশ করে। কবির ’মাটির কান্না’ কাব্যগ্রন্থটি রুশ ভাষায় একটি সংস্করণ বেরিয়েছে। ১৯৭৬ সালের ১৪ মার্চ কবি ইহলোক ত্যাগ করেন।
জসীম উদদীন এর Ek Poysar Bashi pdf বাণী
“আপনারা বই কিনলে আরও কী হবে জানেন? দেশের লেখকরা বই বিক্রি থেকে পয়সা পাবেন। দেশে একদল স্বাধীন-মত লেখক তৈরি হবে। তখন তাঁরা যা ভাববেন তাই লিখতে পারবেন। দুর্বলের হয়ে, নিপীড়িতের হয়ে লড়াই করতে পারবেন। আপনাদের আশা- আকাঙ্ক্ষার আদর্শবাদের তাঁরা রূপ দিতে পারবেন। দেশের অধিকাংশ লেখককে যদি জীবিকার জন্য সরকারের কোনো চাকরি করতে হয়, তবে সেই সরকার কোনো অবিচার করলেও লেখক দাঁড়াতে পারেন না। লেখক স্বাবলম্বী হলে সে তো আপনারই লাভ। সরকারের সমালোচনা করে আপনাকে তবে জেলে যেতে হবে না। লেখকের বইগুলি সেই কাজ করবে। রুশো, ভল্টেয়ারের লেখাগুলি তাঁদের দেশে মহাপরিবর্তন এনেছিল।”
Ek Poysar Bashi pdf download link
Leave a Reply
You must be logged in to post a comment.