সৈকত রহস্য pdf – অভিরূপ সরকার Soikot Rohossho pdf – Avirup Sarker

অভিরূপ সরকারের পশ্চিমবঙ্গের হরর থ্রিলার গোয়েন্দা সিরিজ Soikot Rohossho pdf সৈকত রহস্য pdf ডাউনলোড করুন ও Soikot Rohossho pdf পড়ুন।

সৈকত রহস্য pdf - অভিরূপ সরকার Soikot Rohossho pdf - Avirup Sarker
সৈকত রহস্য pdf – অভিরূপ সরকার Soikot Rohossho pdf – Avirup Sarker

Soikot Rohossho pdf সৈকত রহস্য pdf মুখবন্ধ

ভাবতাম, যা দেখেছি, তাই নিয়ে লিখব। অনেকটা স্মৃতিচারণ, অন্যদের কাছে না হলেও, নিজের কাছে। আজকাল পুরোনো ছবিগুলো মনে করে আরাম পাই। পুরোনো বাড়ি, পুরোনো ট্র্যাম-বাস, শহর, রাস্তা। এসব ছবি বড় বড় মানুষরা তাঁদের আত্মজীবনীর মধ্যে ধরে রাখেন, আমার সে সুযোগ নেই। আমি আত্মজীবনী লিখলে লোকে পড়বে কেন?
শেষে একটা মতলব করলাম। মনে হল, একটা থ্রিলার বা হু-ডান-ইট-এর মোড়কে যদি আমার দেখা শহর-মফসল-চরিত্রগুলোকে পরিবেশন করা যায়, তাহলে হয়তো দু-চারজন পড়লেও পড়ে ফেলতে পারে। এর জন্যে অবশ্য গোয়েন্দা গল্পের টানটা থাকতে হবে। আসল উদ্দেশ্য, যে পরিবেশে গল্পটা তৈরি হচ্ছে, সেই পরিবেশটাকে পাঠকের কাছে পৌঁছে দেওয়া। তবে গল্পটাকে অবহেলা করলে মোটেই চলবে না।

আয় সুখ যায় সুখ pdf – সমরেশ মজুমদার Aai Sukh Jai Sukh pdf – Samaresh Majumdar

এই হল আমার ডিটেকটিভ গল্প লেখার ইতিহাস। এই নিয়ে পাঁচটা গোয়েন্দা উপন্যাস লিখলাম। আগের উপন্যাসগুলোর মতো বর্তমান উপন্যাসটাও প্রকাশ করে দীপ প্রকাশনের কর্ণধার শংকর মণ্ডল আমার কৃতজ্ঞতাভাজন হলেন।
প্রাথমিক একটা খসড়া পড়ে সুপরামর্শ দিয়েছেন অগ্নিরূপ সরকার, পরস্তুপ বসু, পার্থ রায়, মহুয়া সেনগুপ্ত, শ্রীজিৎ মল্লিক, সর্বজিৎ সেনগুপ্ত, সুপ্রিয় সেনগুপ্ত এবং সৌম্যেন্দ্র সিকদার। এঁদের প্রতি আমার ঋণ স্বীকার করছি।
অভিরূপ সরকার

Soikot Rohossho pdf কাহিনিঃ

সৈকত চৌধুরি যিনি একজন পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার। হঠাৎ করে তিনি তার নিজ বাসায় খুন হন। বেসরকারি গোয়েন্দা আদিত্য মজুমদার দায়িত্ব নেন সেই জট খোলার। সেই জট খুলতে না খুলতেই আরো দুটি হয়। থ্রিলার তখনই জমে ওঠে। চরম থ্রিলার, সাসপেন্স আর রোমাঞ্চে ভরপুর উপন্যাস সৈকত রহস্য।

Soikot Rohossho pdf নমুনাঃ

শনিবার অমিতাভ আসতে পারল না। সকালে ফোন করে জানাল, একটা কাজ পড়ে গেছে তাই আসতে পারছে না। তার বদলে রবিবার রাত্তিরে যদি আদিত্য আর কেয়া ওদের বাড়িতে ডিনার খেতে যায় তাহলে ওদের খুব ভাল লাগবে। আদিত্যর মনে হল, অমিতাভর হাত থেকে রত্না ফোনটা কেড়ে নিয়েছে। রত্না বলল, ‘তুই কেয়াকে দে। আমি ওর সঙ্গে কথা বলব।’
কেয়া বাথরুমে। আদিত্য বলল, ‘কেয়া তোকে একটু পরে ফোন করছে।’
একটু পরে কেয়া বাথরুম থেকে বেরোলে আদিত্য তাকে বলল, রবিবার রাত্তিরে অমিতাভ-রত্না তাদের নেমন্তন্ন করতে চাইছে। ‘সারাদিন পিকনিক করে সন্ধেবেলা যেতে পারবে? নাকি অন্য কোনও দিন বলব?’

ডেয়ার অর ডাই pdf – সায়ন্তনী পূততুন্ড Dare or die pdf – Sayantani Putatunda

কেয়া কিছুক্ষণ ভাবল। তারপর বলল, ‘এমনিতে রবিবারে আমার কোনও অসুবিধে নেই। তুমি পারবে?’
‘আমার তো ভালই হবে। অমিতাভর ওখানে গিয়ে গান শুনব।’
‘রবিবার হলে আর একটা সুবিধে আছে।’ কেয়া আর একটু চিন্তা করে বলল। ‘পিকনিকে যাবার জন্যে একটা গাড়ি তো ভাড়া করতেই হচ্ছে। সেটাকে নিয়েই রত্নাদের বাড়ি চলে যাব। অন্য দিন হলে আবার নতুন করে একটা গাড়ি ভাড়া করতে হত। আদিত্য ভাবল, কেয়া আজকাল বেশ সংসারী হয়েছে। হস্টেলে থাকা, বেহিসেবি কেয়া আর নেই।

রত্নার সঙ্গে কথা বলে এগারোটা নাগাদ কেয়া বেরিয়ে গেল। আজ তার স্কুল বন্ধ, কিন্তু কোচিং ক্লাস আছে সেই রাত্তির আটটা অবধি। আদিত্যর মনে হল, হাতে তেমন কোনও কাজ তো এখন নেই, এই ফাঁকে অনিতা শর্মা চৌধুরির বাড়িটা একবার ঘুরে এলে হতো। বাড়ির বাসিন্দাদের সঙ্গে একটু কথা বলে দেখা যেতে পারে। একটা কনস্টেবল সঙ্গে থাকলে সুবিধে হত। বাড়ির বাসিন্দারা তাকে আর একটু সিরিয়াসলি নিত। কিন্তু এর জন্যে অচিন্ত্য সাহাকে বলতে আর ইচ্ছে করছে না। সে মোবাইলটা তুলে অনিতা চৌধুরির নম্বরটা লাগাল।

অভিরূপ সরকার pdf ডাউনলোড লিংক Abhirup Sarkar pdf download link

‘আপনি কি বাড়ি আছেন? তাহলে একবার যেতাম। আপনার পড়শিদের সঙ্গে কথা বলা দরকার ছিল।’
‘আমি বাড়িতেই আছি। কোথায় আর যাব? তবে পড়শিরা সকলে আছে কিনা বলতে পারব না। যেমন শাশ্বতীদিরা ছেলেমেয়েদের নিয়ে কর্তা-গিন্নি সকালে বেরিয়ে গেল। আমার সঙ্গে লিফটে দেখা হয়েছিল। বলল, কাল নাকি পিকনিক আছে তাই ছেলেমেয়েদের মামারবাড়ি রেখে কেনাকাটা করবে। ফিরতে সন্ধে হয়ে যাবে। অন্যরা বাড়ি আছে কিনা বলতে পারব না। তবে রাখিদি অসুস্থ হবার পর থেকে প্রদীপদার কোথাও যায় না। আর মলয়া বিশ্বাস, সুব্রত বিশ্বাস আপনার সঙ্গে কথা বলবে কিনা বলতে পারব না।’

‘ঠিক আছে। আমি একবার চেষ্টা করে তো দেখি কতজনের সঙ্গে কথা বলতে পারি। অস্তত বাড়িটা দেখা হবে। আমি ঘণ্টা খানেকের মধ্যে পৌঁছে যাচ্ছি। হয়তো তার আগেই পৌঁছে যাব।’
‘ঠিক আছে, আমি বাড়িতেই আছি।’

শনিবার বলে বোধহয় মেট্রো কম। আদিত্য প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ টিভি দেখল। কিছু চলতি হিন্দি গানের ভিডিও, বাকিটা বিজ্ঞাপন। জামা-জুতোর বিজ্ঞাপন, মুক্তি-আসন্ন সিনেমার বিজ্ঞাপন, চকোলেট- লবেঞ্চুসের বিজ্ঞাপন। আসলে আদিত্য টিভির দিকে তাকিয়েছিল বটে, কিন্তু মন দিয়ে কিছুই দেখছিল না। তার চিন্তাটা সৈকত চৌধুরির খুনের রহস্যে আটকে আছে। সেই একই প্রশ্ন ফিরে ফিরে আসছে। সেই একই খটকা তার কিছুতেই যাচ্ছে না। ধরা যাক, পুলিশ যেটা ভাবছে সেটাই সত্যি, অর্থাৎ অনিতা চৌধুরিই তার প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে নিজের স্বামীকে খুন করেছে। এবং সে যে বলছে ইনশিয়োরেন্সের ব্যাপারটা সে কিছুই জানত না, সেটা মিথ্যে।

ধরা যাক, সে সবই জানত এবং টাকার লোভেই খুনটা করা হয়েছে। এখানেই আদিত্যর বারবার খটকা লাগছে। অনিতা চৌধুরি কি এতই বোকা যে সে আন্দাজ করতে পারবে না ইনশিয়োরেন্স করার পর সৈকত চৌধুরি খুন হলে প্রথম সন্দেহটা বেনিফিশিয়ারির ওপরেই গিয়ে পড়বে? অনিতাকে দেখে খুব বোকা মনে হয়নি। সে এত কাঁচা একটা কাজ করবে, বিশ্বাস করা শক্ত।

অভিরূপ সরকারের পশ্চিমবঙ্গের হরর থ্রিলার গোয়েন্দা সিরিজ Soikot Rohossho pdf সৈকত রহস্য pdf পড়ুন এখান থেকে

Be the first to comment

Leave a Reply