সুযোগ বন্দ্যোপাধ্যায় এর রাপ্পা রায় কমিক্স বই pdf Sonali Jishur Murti pdf সোনালী জিশুর মূর্তি pdf একটি সম্পূর্ণ হাসির কমিক্স pdf বই। জনপ্রিয় এই কমিকটি আনন্দ পাবলিকেশন প্রকাশ করার সাথে সাথে হইচই পড়ে যায়। সুযোগ বন্দ্যোপাধ্যায় ২০০৬ সালে যখন রাপ্পা রায় কমিক্স প্রকাশ করেন তখন থেকেই এখন পর্যন্ত এ চরিত্রটি পাঠকদের কাছে খুবই গ্রহনযোগ্যতা অর্জন করে। রাপ্পা রায় কমিক্সেরই আরেকটি কমিক্স pdf বই Sonali Jishur Murti pdf আপনাদের জন্য নিয়ে আাসা হলো।
Sonali Jishur Murti pdf সম্পর্কে কিছু তথ্যঃ
কমিকসের নামঃ সোনালী জিশুর মূর্তি pdf
লেখকঃ সুযোগ বন্দ্যোপাধ্যায়
সাইজঃ ১৫ এমবি
পৃষ্ঠার সংখ্যাঃ ৪৭
রাপ্পা রায়ের নতুন কমিক্স সোনালি জিশুর মূর্তি পিডিএফ এর জন্য অনেকে অনুরোধ করেছেন। তাঁদের কথা চিন্তা করেই সোনালী জিশুর মূর্তি pdf শেয়ার করা হলো। ছোটবেলার স্মৃতিকে মনে করিয়ে দেবার মতো কমিক্স এটি।
চলচ্চিত্র পরিচালক টনি ঘোষাল পুলিশ যাকে মনে করে বিখ্যাত ডিরেক্টর হিসাবে যদিও রাপ্পা রায়ের বাবা তাকে পরিচালক হিসাবেই মনে করেন না। সেই পরিচালকেরই একটি দামি ক্যামেরা হারানো গিয়েছে। সেই হারানো ক্যামেরার জন্য দায়ী করা হচ্ছে রাপ্পা রায়কে পুলিশ খুঁজছে রাপ্পা রায়কে আর তার বাড়ি তদন্তের জন্য এসেছে পুলিশ। এদিকে রাপ্পা বাজার করতে ব্যস্ত আর পুলিশ তার বাড়ি তল্লাশিতে ব্যস্ত। খুঁজতে খুঁজতে রাপ্পার বাড়িতেই ব্যাগ সমেত পাওয়া গেল ক্যামেরাটি। তাহলে কি ঘটে গেল সেখানে? কিভাবে রাপ্পার বাড়িতে আসল ক্যামেরা? এভাবেই গর্তে থাকে নানা ঘটনা দুর্ঘটনা। কমিক স্টির করতে লুকিয়ে আছে হাসি আর মজার মহা রসদ। সুযোগ বন্দ্যোপাধ্যায়ের রাপ্পা কমিক সিরিজের অন্যান্য কমিকসের মেয়ে এই কমিক্সটিও সাসপেন্স রহস্য ও হাসিতে পরিপূর্ণ।
Daak Ele Jetei Hoy pdf – Tridib Kumar Chattopadhyay ডাক এলে যেতেই হয়: ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়
এর মধ্যেই দেখা যায় সেই বিখ্যাত ডিরেক্টর টনি ঘোষাল কিনে ফেলেন একটি দামি গাড়ি। সেই গাড়ির নিউ চলতে থাকে নানা বিপত্তি ও হাসির কান্ড। এদিকে সাপুড়েকে খুঁজছে রাপ্পা। সাপুড়ের কাছ থেকে তার তিন-চারটে সাপ সংগ্রহ করা দরকার। কি করবে সামনে দিয়ে কেনই বা রাব্বা সাপের সন্ধান করছে? তাহলে কি ভয়ানক কোন কান্ড ঘটতে যাচ্ছে? রাব্বা কি তাহলে গভীর কোন ষড়যন্ত্রের শিকার হতে যাচ্ছে? সেখান থেকে রক্ষার উপায় খুঁজতে লাগলো ধাপ্পা রায় ও তার সহযোগী।
এদিকে সোনালী জিশুর মূর্তি নিয়ে গর্তে থাকলে আরো ভয়াবহ সব ঘটনা। চার্জার ফাদারের রয়েছে এক জমজ ভাই, দেখতে ঠিক তার মতই। সেই জমজ ভাই সোনালী যীশুর মূর্তিটি তার কব্জায় নিতে চায়। তাই সে ভয়ংকর ফাঁদ পাততে শুরু করে। রাপ্পা রয় ও তার সহযোগীকে খাবারের আহ্বান জানিয়ে সেই খাবারে মিশিয়ে দেন ভয়ানক এক চেতনা নাশক ওষুধ। সেই খাবার খেয়ে অজ্ঞান হয়ে পড়েন রাব্বা রায় ও তার সহযোগী। আটকে ফেলা হয় তাদেরকে এক গোপন আস্তানায়। সেখান থেকে বের হওয়ার উপায় খুঁজতে থাকে তারা। ফাদারের জমজ ভাইও কম শেয়ান না। চলতে থাকে সে সেয়ানে শেয়ানে লড়াই। Sonali Jishur Murti pdf এ সেই লড়াইয়ে থাকবে থ্রিলার রোমান্স আর হাসির মহা উপকরণ। পাঠক উপভোগ করবে সেই হাসির রস ও উৎফুল্ল হবে সেই রসে।
Ratna-Rahasya Comic pdf – Samaresh Basu রত্ন-রহস্য কমিক্স পিডিএফ – সমরেশ বসু
সোনালী জিশুর মূর্তি চুরির ঘটনাকে কেন্দ্র করে হাস্য রহস্যে ভরপুর কমিকসটি যেমন জমজমাট তেমনি জনপ্রিয়ও। এদিকে পাহারাদারদেরকে মেরে কেউ একজন রাব্বাও তার সহযোগীকে ছাড়িয়ে নিয়ে গেছে। ফাদারের জমজ ভাই হয়তো ভেবেছিলেন তারা মারা গেছেন। তাহলে কি এর আব্বা উদ্ধার পেতে যাচ্ছে। শেষ পর্যন্ত কি রহস্যময় সোনালী জিশুর মূর্তি চুরির রহস্য উদঘাটন করতে সম্ভব হবে? Sonali Jishur Murti pdf কমিকসটিতে শেষ পর্যন্ত কি সোনালী জিশুর মূর্তি উদ্ধার করতে পেরেছে নাকি চিরকালের জন্য হারিয়ে গেল সোনালী জিশুর মূর্তি। সোনালী জিশুর মূর্তি সম্পর্কে যে চিরাচরিত কথাটি রয়েছে তা কি তাহলে মিথ্যে হয়ে যাবে? এই সোনালী জিশুর মূর্তি নাকি চুরি করে কেউ নিজের কাছে রাখতে পারে না কিংবা এই মূর্তি যে চুরি করে তার সর্বনাশ হয়ে ছাড়বেই।
সোনালী জিশুর মূর্তি চুরির ঘটনার রহস্যময় হাস্যকৌতুকপূর্ণ কমিক্স পিডিএফ Sonali Jishur Murti pdf পড়লেই জানতে পারবেন বিস্তারিত ঘটনার বিস্তারিত। তাই দেরি না করে পড়ে ফেলুন মজার এ কমিক্সটি।
Sonali Jishur Murti pdf download link
Leave a Reply
You must be logged in to post a comment.