মগের মুলুক – অচিন্ত্যকুমার সেনগুপ্ত Moger Mulluk pdf – Achintya Kumar Sengupta

মগের মুলুক - অচিন্ত্যকুমার সেনগুপ্ত Moger Mulluk pdf - Achintya Kumar Sengupta
মগের মুলুক - অচিন্ত্যকুমার সেনগুপ্ত Moger Mulluk pdf - Achintya Kumar Sengupta

অচিন্ত্যকুমার সেনগুপ্ত এর যা খুশি তাই করার দেশ নিয়ে রচিত উপন্যাস Moger Mulluk pdf মগের মুলুক pdf ডাউনলোড করুন এবং Moger Mulluk pdf পড়ুন।

মগের মুলুক - অচিন্ত্যকুমার সেনগুপ্ত Moger Mulluk pdf - Achintya Kumar Sengupta
Moger Mulluk pdf – Achintya Kumar Sengupta

Moger Mulluk pdf মগের মুলুক pdf নমুনাঃ

ফুটফুট করছে জ্যোৎস্না। ধূ-ধূ করছে ধান খেত। টঙের ঘরে জানলার ধারে বসে আছে পঞ্চনা। ফাঁপানো খোঁপায় ফুল গোঁজা! গলায় রূপোর শিকলি, হাতে খাড়ু। কচি গোলপাতা দিয়ে বাঁধা বিড়ি টানছে বসে বসে। সরু- সরু ভাসা-ভাসা চোখে চেয়ে আছে খেতের দিকে।
কেউ যেন আসবে, অথচ আসছে না!
জ্যোৎস্নায় কেমন ভেজা ভেজা দেখাচ্ছে খেতগুলো। তেমনি ঠাণ্ডা-ঠাণ্ডা নধর-নরম ভাব তার শরীরে। কুড়ি বছর হতে পঞ্চমার এখনো দু-তিন বছর বাকি।
জানলার বাইরে কার পায়ের খসখস। শিস দিচ্ছে কে মিঠি-মিঠি।
কই, পাড়ার কুকুরগুলো সমস্বরে খেঁকিয়ে উঠছে না তো? তবে নিশ্চয়ই কোনো চেনা লোক। পাড়ারই কোনো পয়মস্ত ছোকরা।

কল্পবিশ্ব শারদীয়া ১৪২৬ (২০১৯) পিডিএফ Kalpa Biswew Sharodia 1426 (2019) pdf

পাশের ঘরে কান খাড়া করে বসে আছে চাজা। আর তার দ্বিতীয় পক্ষের বউ মঞ্চিন মগ্‌নী।
‘সিঁড়ি দিয়ে উঠল টঙে?’ স্ত্রীকে জিগেস করলে চাজা। উঠছে। পা টিপে টিপে উঠছে। প্রায় দম বন্ধ করে বললে মঞ্চিন।
সুদরির খুঁটির উপরে টং। মাটি থেকে খাড়া এক মানুষের সমান উঁচু। টঙের নিচে তাঁত। টঙের নিচেই ঢেঁকি।
পাড় দেওয়া ঢেঁকি নয়। ঘানির মতন হাতে ঘোরানো। টঙের মেঝেয় সুন্দরি কাঠের পাটাতন। যেখানটায় কাঠে কুলোয়নি সেখানটায় শুপুরি গাছের চেরা। আগন্তুকের জুতোর শব্দ জেগে উঠল পাটাতনে।
পঞ্চনার ঘরের দরজা খোলা। সটান ঘরের মধ্যে ঢুকে পড়ল আগন্তুক। মিঠি-মিঠি শিস দিতে লাগল ৷
চিনতে পেরেছে পঞ্চনা। মোচা মগের ছেলে লাফরা মগ। তেইশ-চব্বিশ বছরের জোয়ান ছোকরা। দেখতে- শুনতে দিব্যি।

শুধু দেখতে-শুনতে? অবস্থা কি প্রকাণ্ড মোচা মগের! প্রায় পঞ্চাশ কানি জমি। অগুনতি মোষ। পাড়ার মাতব্বর মোচা । তার নামেই পাড়ার নাম। মোচা পাড়া।
লাফরার পরনে লুঙ্গি নয়— লুংসি। মোটা বুনটের হলে লুঙ্গি বলে। চিকণ বুনটের হলে বলে লুংসি। লাফরা
বড়লোক। ছেলে, প্রথম সন্তান। মগী আইনে যাকে বলে ওরাসা । বাপমায়ের এক জন কেউ মরলেই যে সম্পত্তির এক-চতুর্থাংশ আদায় করে নিতে পারবে। পরে হবে আরো এক চৌখের হকদার। আর, যাকে বিয়ে করলেই আধাআধি সরিক হবে পঞ্চমা।

রবীন্দ্রনাথের হাস্য-পরিহাস pdf – গোপালচন্দ্র রায় Rabindranather Hashya-Parihas pdf

অন্তত বড়লোকের ছেলে। তার উপরে বড় গা তুলবে না কি পঞ্চমা? মুচকে হেসে দাড়াবে না কি কাছে গিয়ে ? দেবে না কি একটা চুমু খেতে?
যেন অতিকষ্টে ঘাড় ফেরাল পঞ্চমা। চোখ দুটো তেরছা করল। শক্ত করে বাঁকালো ঠোঁট দুটো।
‘ও কি, চলে গেল না কি? দরজা বন্ধ করল না?’ চাজা ঝাঁজিয়ে উঠল।

‘তাই তো। ফিরে যাবার শব্দ হচ্ছে সিঁড়িতে।’ মঞ্চিন হতাশের মতন বললে। ‘আহা, মুখে আর শিস নেই—’
কি সর্বনাশ! এমন পাত্র ফিরিয়ে দিল পঞ্চমা ? ধনে- মানে এমন যে তাক-লাগানো ছেলে। এমন যে হাতবাড়িয়ে- লুফে নেবার মতন! দরজায় খিল লাগাতে যেখানে এক পলকও দ্বিধা করার কথা নয়। তাকে, পুরো একটা নিশ্বাস ফেলবার আগেই, হাতের হাওয়ায় তাড়িয়ে দিলে! মেয়েটা কি পাগল হয়ে গেছে?
‘নষ্ট হয়ে গেছে। মদের ভাঁড়ে চুমুক দিল মঞ্চিন।

‘হারামজাদি।” দাত কিড়মিড় করে শক্ত একটা গাল দিলে চাজা। এত মিঠা মদ, তেতো হয় উঠল।
আবার কেউ এসেছে বুঝি। হ্যাঁ, শিস দিচ্ছে। কুকুর যখন ঘেয়োচ্ছে না, তখন এ পাড়ারই কেউ বাসিন্দে। চেনা লোক। মুখ বাড়িয়ে দেখ তো একবার চেয়ে।
মদে থলথল করছে মঞ্চিন। খোলা দরজা দিয়ে মুখ বাড়িয়ে দেখল, থানডান।
মন্দ কি। একটু বয়স হয়েছে, এই যা। তা বেটা- ছেলের আবার বয়স কি!
কি, ঢুকেছে ঘরের মধ্যে?
ঢুকেছে ।

হেমেন্দ্র কুমার রায় এর পিডিএফ All Hemendra Kumar Roy PDF Download

মনের মিল হল না বলে বউর সঙ্গে ছাড়াবিড়া হয়ে গেছে থানডানের। কাজিয়া-কোন্দল কিছু হয়নি। বলেছে বউকে, তোর মনের মানুষের কাছে তুই যা। আমি আমার মনের মানুষ খুঁজে নিই। দলিল হয়নি, আদালত হয়নি, শুধু মনে-মনেই বোঝাপড়া। আর, সেইটেই সমাজের কাছে আইনের কাছে সুস্থ ব্যবস্থা। মন মানে তো থাক, না মানে সরল প্রমাণ। তো পথ দ্যাখ।
রোচে-পোচে তো খা, না রোচে তো যা।
যেমন কটাক্ষে বিয়ে তেমনি কটাক্ষে তালাক।
নতুন বউ খুঁজতে বেরিয়েছে থানডান। পঞ্চমাকে পছন্দ হয়েছে।

Moger Mulluk pdf download link

Download / Read Online

Be the first to comment

Leave a Reply