অচিন্ত্যকুমার সেনগুপ্ত এর Shato Galpo pdf শত গল্প pdf ডাউনলোড করুন ও অচিন্ত্যকুমার সেনগুপ্তের শত গল্প pdf পড়ুন। শত গল্প pdf এ একশটি গল্প সংকলিত হয়েছে।
শত গল্প pdf ভূমিকাঃ
ছোট গল্পের যদি কোনো জ্যামিতিক চেহারা থাকতো তবে সে সরলরেখা হতো না, হতো বৃত্তরেখা। গল্প যদি খালি সোজা চলে তবে হয় সে শব্ বৃত্তান্ত, কিন্তু যদি চলে বৃত্তরেখায়, তার বৃত্তের অন্তে সে হয়ে ওঠে সত্যিকারের ছোট গল্প। যেখানে বৃত্ত যত বেশি সম্পূর্ণ সেখানে ছোট গল্প তত বেশি সার্থক। যতদূর সোজা যাক এক সময়ে গল্পকে মোড় ঘুরতে হবে, নিতে হবে তির্যক বাঁক, উড্ডীন বিহঙ্গের বঙ্কিম ও ত্বরিত প্রত্যাবর্তনের আকারে; সোজা পথটা যে পরিমাণে মন্থর ছিল, ফিরতি পথটা হতে হবে ততোধিক ত্বরান্বিত।
শ্রেষ্ঠ গল্প pdf – অচিন্ত্যকুমার সেনগুপ্ত Shreshtha Galpo pdf – Achintya Kumar Sengupta
প্রতিক্ষেপ বা প্রতিঘাতের এই বেগবলটাই হচ্ছে ছোটগল্পের প্রাণশক্তি। অর্থাৎ, কাহিনী যেখানে এসে বাঁক নেবে, যেখানে প্রতিঘাত যত বেশি প্রবল হবে ও যত বেশি দ্রুত সে ফিরে আসবে তার পরিক্রমা শেষ করে তার প্রথম প্রারম্ভবিন্দতে তত বেশি সে রসোত্তীর্ণ হবে। এক কথায় গল্প যদি না ঘুরলো তবে সে বেঘোরে পড়লো; যদি চলতে চায় সে সিধে তবেই সে অসিদ্ধ।
তাই ছোট গল্প, লেখবার আগে চাই ছোট গল্পের শেষ, কোথায় সে বাঁক নেবে, কোন কোণে। আর কোনো রচনায় আরম্ভেই আমরা শেষ জেনে বসি না, না উপন্যাসে, না কবিতায়, না বা নাটকে। আমাকে কতগুলি চরিত্র দাও আমি উপন্যাস সদর, করে দিতে পারবো : দাও একটা সঙ্ঘাতসংকুল ঘটনা তুলে দিতে পারবো নাটকের প্রথম অঙ্কের যবনিকা—তিন ক্ষেত্রেই রচনার উত্তেজনায় লেখনীর দুর্বারতায় পথ কেটে চলে যেতে পারবো এগিয়ে কিন্তু শেষ না পেলে ছোট গল্প নিয়ে আমি বসতেই পারবো না। শ ঘটনা যথেষ্ট নয়, শখ, চরিত্র যথেষ্ট নয়; চাই আমার সমাপ্তির সম্পূর্ণতা। সব জিনিস সমাপ্ত হলেই কোনো সম্পূর্ণ হয় না কিন্তু ছোট গল্পের সমাপ্তিটা সম্পর্তি হয়ে ওঠা চাই। তাই ছোট গল্পের কল্পনা কতারম্ভ নয়, কৃতশেষ।
যতক্ষণ না আমি শেষ জানি ততক্ষণ আমি কবি, ঔপন্যাসিক, নাট্যকার- আর সবকিছ, কিন্তু ছোট গল্প লেখক নই, ছোট গল্পের বেলায় চাই আমার শেষ, তাই হয়তো ছোট গল্প শেষ বা শ্রেষ্ঠ শিল্প।
গল্পকে বৃত্ত বলেছি বটে, কিন্তু তা অত্যন্ত লঘু বৃত্ত। তার বেষ্টনী বক্স, গতি দ্রুত, পরিসর ক্ষীণ, সমাপ্তি তীক্ষা। বেশি ভার বইবার মতো তার জায়গা নেই, বেশি কথা কইবার মতো তার স্পৃহা নেই, বেশিক্ষণ অপেক্ষা করার মতো তার সময় নেই। সে এসেছে চোরের মতো চুপি-চুপি, চোর বলে তাকে কেউ ধরতে না পারে। তার বেশবাস অল্প, আয়োজন সামান্য, পরিধি পরিমিত। শখে, তাকে ঘরলেই চলবে না, কোন কেন্দ্রের উপরে কতটুকু জায়গা নিয়ে ধরবে তারো আগে থেকে নির্ধারণ চাই। এই নির্ধারণে যত বেশি নিষ্ঠা তত বেশি রসস্ফুর্তি। বৃত্তের বাইরে অর্থাৎ উদ্বৃত্তে সে পরাখে। উপন্যাসে সহ্য হয় উদ্বৃত্তি, সহ্য হয় অপচয়, কবিতায় সহ্য হয় ইঙ্গিত, সহ্য হয় অস্পষ্টতা, কিন্তু ছোট গল্পে যেমন চাই স্পষ্টতা, তেমনি চাই সংযম, যেমন চাই সংকোচ তেমনি চাই সব্যক্তি।
জীবনের বিক্ষিপ্ত ও বিস্তৃতের মধ্যে থেকে সংক্ষেপে গ্রহণ বা এক কথায় সংকলনই হচ্ছে ছোট গল্পের উদ্দেশ্য, তার বাণ শব্দভেদী নয় লক্ষ্যভেদী। অর্থাৎ শব্দ শুনে অনুমানে সে তীর ছোঁড়ে না, সে জানে তার কি লক্ষ্য, সে লক্ষ্যবেধী। সত্যি করে বলতে গেলে, ভেদ করার চেয়ে বিদ্ধ করাই হচ্ছে ছোটগল্পের কাজ। ভেদ করা অর্থাৎ ছেদন করা বা বিদারণ করার মধ্যে শক্তির অপচয় আছে; কিন্তু লক্ষ্যমাত্র বিদ্ধ করা ঠিক তার পরিমিত শক্তির পরিচিতি।
কী আমার শেষ ঠিক করলাম, কী আমার চরিত্র ছ’কে নিলম, তার পর একে ফেললাম আমার বৃত্ত। যতদূর সংকুচিত করা সম্ভব ততদূর ঘনিয়ে নিলম বক্কিমা। ব্যস, এর বাইরে আর পদার্পণ নেই। অবান্তর সব বাদ দিয়ে দিয়ে এসেছি, ফেলে ফেলে এসেছি অকারণ ভার। (এত মন্দ, যে কুসমহার সেও ভার হয়ে ওঠে) এখন এক পা গণ্ডীর বাইরে যাওয়াই জলের মাছ ডাঙায় ওঠা, রাবণের ছোঁয়া লেগে সীতার পাতালে তলানো। এই যে স্খলন এইটেই ছোট গল্পের পক্ষে অধর্ম, অসংযম, অভিচার। পদ্মপাতায় নিটোল যে সম্পূর্ণ শিশিরবিন্দ,, আপনার বৃত্তের মধ্যে সে সংহত, তেমনি হবে ছোট গল্প আপনার বৃত্তের মধ্যে বিধৃত পরিমিত; অকিঞ্চিৎকর চাঞ্চল্যে তার ভারকেন্দ্র যাবে টলে, সে তার ধর্ম হারিয়ে হয়ে উঠবে হয়তো উপন্যাসের অংশবিশেষ।
এই পরিমাণবোধ হচ্ছে ছোট গল্পের নিরিখ। সংস্কৃত সাহিত্যে যাকে বলেছে ‘লাঘবান্বিত অর্থাৎ শূন্য’—চাই সেই সংযম, সেই নিবৃত্তি। আমার যদি গাছ দরকার তবে তাতে আমি পাতা দেবনা, যদি পাতা দরকার তব, আমি ছায়া বিছাবোনা তার তলায়। ঘোড়া যদি বা একটা ছোটাই তবে সেই সঙ্গে তার ল্যাজও ধাবিত হয়েছিল কিনা এ খবরে আমার দরকার নেই। যদি সোনার প্রজাপতি উড়ে বসে আমার কাদামাখা জাতোর উপর তবে দরকার নেই জানিয়ে সেই জনতো আমার চীনে বাড়ির না বাটা কোম্পানির থেকে কেনা। চাই নির্মম শাসন, ব্রতোদ্যাপনের নিষ্ঠা। প্রত্যেক আর্টই সজ্ঞান সক্রিয় সৃষ্টি। থিয়েটারের রঙ মাখার চেয়ে তোলাই কঠিন, তবু মেজেএসে তুলে ফেলতে হবে রঙ, প্রগলভ কৃত্রিমতা। ব্যূহ-নির্গমের পথ না জেনে ব্যূহ প্রবেশের স্পর্ধাটা রাঢ়তার নামান্তর। তাই লেখবার আগে জেনে নিতে হবে কি লিখতে হবে না।
ব্যূহপ্রবেশের আগে জেনে নিতে হবে বাহনির্গমের কৌশল। ছোট গল্প সেই লিখতে জানে যে লেখার মাঝে থাকতে পারে না লিখে। স্তব্ধতা অনেক সময় বাক্যের চেয়ে মুখের, সংযম অনেক সময় সংগ্রামের চেয়ে প্রবল, তেমনি ছোট গল্পের বেলায় অল্পতাই হচ্ছে বহু, লতা, নিভূষণতাই অলঙ্কার। তার প্রয়োগফল সামান্য কিন্তু যোগফল বৃহৎ এই সম্পর্কে ব্যাঘ্রাক্লান্ত ব্যক্তির সঙ্গে সাদৃশ্যেটা কল্পনা করা যেতে পারে। উপমাটা যদিও সম্ভোগ্য নয় তব, সার্থক উপমা।
শত গল্প pdf সূচিপত্রঃ
অদৃশ্যে নাটক, অন্যপ্রান্ত, অপরাধ, অপূর্ণ, আর্টিস্ট, আদালি নেই, আপোস, আরোগ্য, ইনি আর উনি, একটি আত্মহত্যা, একটুকু বাসা, একরাত্রি, ওভারটাইম, ওষুধ, কলঙ্ক, কাক, কাঠ, কালনাগ, কালো রক্ত, কুমারী, কেরামত, কেরাসিন, খিল, খেলাওয়ালী, গঙ্গাযাত্রা, গাছ, গার্ড সাহেব, ঘর, ঘর কইনু বাহির, ঘোড়া, চিতা, চোর, ছাত্র, ছেলে, জনমত, জমি, জাতবেজাত, জানলা, জারিজুরি, জ্যাম, টান, ডাকাত, ডিসক, তদবির, তসবির, তাজমহল, তিরশ্চী, ত্রাণ, থার্ডক্লাশ, দস্তখত্, দাঙ্গা, দিন, দুইবার রাজা, দুর্মদ, দ্বিতীয় জীবন, শত গল্প pdf
ধান, নতুন দিন, মরবান, পরাজয়, পরা বিদ্যা, পাপ, পাশা, পিক আপ, প্রতিমা, প্রাসাদশিখর, ফুটনোট, বস্ত্র, বাঁশবাজি, বিড়ি, বিন্দু, বৃত্তশেষ, বেদখল, বৈজ্ঞানিক, ভক্ত, মণিবজ্র, মাটি, মা নিষাদ, মুচিবায়েন, মৃত্যুদণ্ড, মেথর ধাঙড়, যতনবিবি, যতনমতী, রক্তের ফোঁটা, রং নাম্বার, লক্ষী, শিল্কের ব্যাণ্ডেজ, সরবানু ও রোস্তম, সাক্ষী, সারপ্রাইজ ভিজিট, সারেঙ, সাহেবের মা, সিড়ি, সূর্যদেব, স্বাক্ষর, হরেন্দ্র, হাড়, হাড়ি হাজরা।
Shato Galpo pdf শত গল্প pdf ডাউনলোড লিংক
Leave a Reply
You must be logged in to post a comment.