অচিন্ত্যকুমার সেনগুপ্ত এর Gourango Porijon pdf গৌরাঙ্গ পরিজন pdf ডাউনলোড করুন এবং Gourango Porijon pdf গৌরাঙ্গ পরিজন pdf পড়ুন।
Gourango Porijon pdf গৌরাঙ্গ পরিজন pdf ভূমিকা
আমার ‘অখণ্ড অমিয় শ্রীগৌরাঙ্গ’ গ্রন্থে মহাপ্রভুর জীবনলীলা ও তার তাৎপর্য ধারাবাহিক ভাবে তিন খণ্ডে বর্ণনা ও ব্যাখ্যা করেছি, তাতে, সেই পরিধির মধ্যে, তাঁর পরিজনের সকলকে আনার অবকাশ ছিল না। ধারা এসেছেন তাঁরাও কাহিনীর প্রবাহে নানা অধ্যায়ে ছড়িয়ে রয়েছেন এবং তাঁদের বৃত্তান্তও সর্বক্ষেত্রে পূর্ণাঙ্গ হতে পারেনি। এই গ্রন্থে ১০৮ জন পরিকরের জীবনী আদ্যোপান্ত সুসম্বন্ধ করে গ্রথিত হল। আকর গ্রন্থগুলিতে কোনো কোনো তথ্যের ব্যাপারে অসামঞ্জস্য আছে, সেই কারণে আমার গ্রন্থোক্ত কোনো বিবরণে কেউ হয়তো ত্রুটি ধরতে পারেন, কিন্তু আশা করি ভক্তি ও আন্তরিকতার বিচারে সে ত্রুটির মার্জন হবে।
‘আখর জোটন করিতে লিখন
আগে পাছে হয় নাম।
না লইবে দোষ মনের সন্তোষ
বন্দন। আমার কাম। ‘
Gourango Porijon pdf গৌরাঙ্গ পরিজন pdf সূচি
১। মাধবেন্দ্রপুরী
২। ঈশ্বরপুরী
৩। অদ্বৈত আচার্য
৪। নিত্যানন্দ
৫। হরিদাস
৬। প্রবাস পণ্ডিত
৭। গদাধর পণ্ডিত
৮। গদাধর দাস
৯। গঙ্গাদাস পণ্ডিত
১০। গঙ্গাদাস বিপ্ৰ
১১। মুরারি গুপ্ত
১২। মুরারিচৈতন্য দাস
১৩। মুকুন্দ দত্ত
১৪। মুকুন্দ দাস
১৫। বাসুদেব ঘোষ
১৬। বাসুদেব দত্ত
১৭। চন্দ্রশেখর আচার্যরত্ন
১৮। চন্দ্রশেখর বৈ
১৯। শ্রীধর পণ্ডিত
২০। শুক্লাম্বর ব্রহ্মচারী
২১। বক্রেশ্বর পণ্ডিত
২২। দামোদর পণ্ডিত
২৩। শঙ্কর পণ্ডিত
২৪। পরমেশ্বর মোদক
২৫। নন্দন আচার্য
২৬। নকুল ব্রহ্মচারী
২৭। নরহরি সরকার
২৮। কেশব ভারতী
২৯। গৌরীদাস পণ্ডিত
৩০। সারঙ্গ ঠাকুর
৩১। বনমালী আচার্য
৩২। জগদীশ পণ্ডিত
৩৩। পুগুরীক বিদ্যানিধি
৩৪। তপন মিশ্র
৩৫। সদাশিব কবিরাজ
৩৬। রামানন্দ বসু
৩৭। বুদ্ধিমন্ত খান
৩৮। দেবানন্দ পণ্ডিত
৩১। অচ্যুতানন্দ
৪০। জগদানন্দ পণ্ডিত
৪১। বাসুদেব সার্বভৌম
৪২। রামানন্দ রায়
৪৩। রাজা প্রতাপরুদ্র
৪৪। প্রদ্যুয় মিশ্র
৪৫। অমোঘ
৪৬। কালাত্বদান
৪৭। কৃষ্ণদাস রাজপুত
৪৮। শিবানন্দ সেন
৪৯। পরমানন্দ সেন বা কবি কর্ণপুর
৫০। পরমানন্দপুরী
৫১। ছোট হরিদাস
৫২। গোপীনাথ আচার্য
৫৩। গোপীনাথ পট্টনায়ক
৫৪। ব্রহ্মান ভারতী
৫৫। বলভদ্র ভট্টাচার্য
৫৬। ভগবান আচার্য
৫৭। স্বরূপ দামোদর
৫৮। বেঙ্কট ভট্ট
৫৯। বল্লভ ভট্ট
৬০। রাঘব পণ্ডিত
৬১। রামদাস বিপ্ৰ
৬২। কুর্ম
৬৩। রঘুপতি উপাধ্যায়
৬৪। সনাতন গোস্বামী
৬৫। লোকনাথ গোস্বামী
৬৬। সুবুদ্ধি রায়
৬৭। রামনামী বিপ্ৰ
৬৮। প্রকাশানন্দ সরস্বতী
৬৯। কাশীশ্বর ব্রহ্মচারী
৭০। কাশী মিত্ৰ
৭১। রূপ গোস্বামী
৭২। কমলাকান্ত বিশ্বাস
৭৩। গোবিন্দ ঘোষ
৭৪। কালিদাস
৭৫। ভাগবত আচার্য
৭৬। রঘুনাথদাস গোস্বামী
৭৭। কমলাকর পিপলাই
৭৮। অভিরাম (রামদাস )
৭৯। রামচন্দ্র ধান
৮০। গোপালভট্ট গোস্বামী
৮১। পুরস্কর পণ্ডিত
৮২। পুরপর আচার্য
৮৩। রঘুনাথ ভট্ট গোস্বামী
৮৪। ভূগর্ভ গোস্বামী
৮৫। গোবিন্দ (দ্বারপাল)
৮৬। জীব গোস্বামী
৮৭। উদ্ধারণ দত্ত
৮৮। মহেশ পণ্ডিত
৮৯। ধনঞ্জয় পণ্ডিত
৯০। সুন্দরানঙ্গ
৯১। বংশীবদন
৯২। পরমেশ্বর দাস
৯৩। মীনকেতন রামদাস
৯৪। হরিদাস পণ্ডিত
৯৫। সীতাদেবী
৯৬। মালিনী
৯৭। দুঃখী
৯৮। নারায়ণী
৯৯। দময়ন্তী
১০০। মাধবী
১০১। শ্রীনিবাস আচার্য
১০২। নরোত্তম দত্ত
১০৩। রামচন্দ্র কবিরাজ
১০৪। বীর হাম্বীর
১০৫। জাবা বা জাহ্নবী ঠাকুরাণী
১০৬। বীরচন্দ্র বা বীরভদ্র,
১০৭। হৃদয়চৈতন্য
১০৮। তামানন্দ
Gourango Porijon pdf গৌরাঙ্গ পরিজন pdf নমুনাঃ
মহাপ্রেমনিকেতন মাধবেন্দ্র। ধরা-বাঁধা কোনো বাসস্থান নেই, তীর্থে-তীর্থে ঘুরে বেড়ান। দুধ ছাড়া কিছু খান না, তাও যদি কেউ সেধে দেয়, তা হলেই। নিজে চেয়ে কিছু নেন না, উপোস করে থাকলেও না। সব সময়েই আনন্দে ভরপুর হয়ে আছেন। এ শুধু কৃষ্ণপ্রেমের আনন্দ। কৃষ্ণ যদি অশনে রাখেন, তিনিই রেখেছেন অনশনে। উপবাসও তো কৃষ্ণের কাছে গিয়েই বাস করা।
তীর্থভ্রমণ করতে-করতে গিয়েছেন মথুরায়। এক সনৌড়িয়া ব্রাহ্মণ তাঁকে অতিথিরূপে ঘরে ডেকে এনেছেন। সনৌড়িয়া ব্রাহ্মণের ঘরে সন্ন্যাসীদের যে কিছু খেতে নেই। ব্রাহ্মণ ফাঁপরে পড়ল, তাহলে কি অতিথি অভুক্ত থাকবে? মাধবেন্দ্র সন্ন্যাসী হলেও কৃষ্ণপ্রেমময়তনু। তাঁর কাছে আবার জাতি-কুলের অভিমান কী। বললেন, দুধ নিয়ে এস. দুধ খাব আর তোমাকে দিয়ে যাব কৃষ্ণপ্রেমের মন্ত্র।
মাধবেন্দ্র ঈশ্বরপুরীর গুরু। ঈশ্বরপুরী মহাপ্রভুর দীক্ষাগুরু। সুতরাং লৌকিক লীলায় মাধবেন্দ্র মহাপ্রভুর গুরুর গুরু পরমগুরু।
মথুরা থেকে এসেছেন বৃন্দাবনে। গিরিগোবর্ধন পরিক্রমা করে গোবিন্দ- কুণ্ডে স্নান করে গাছের নিচে বসেছেন। সন্ধ্যা হয়ে গিয়েছে। খাবার দুধ জোটে নি, কৃষ্ণপ্রেমে কীর্তন করে চলেছেন।
একটি রাখাল ছেলে হঠাৎ তাঁর কাছে এসে উপস্থিত। তার হাতে এক ঘটি দুধ।
তুমি এই দুধ খাও। বালক মাধবেন্দ্রের সামনে ঘটি নামিয়ে রাখল।
কে এই বালক? এমন নয়নমনোহর। আর গলার স্বরটিও কী মধুর। দেখেশুনে ক্ষুধা-তৃষ্ণা পর্যন্ত ভুলে যেতে হয়—এই বালক কে, কোথায় থাকে, কী করে জানল আমি উপবাসী।
তুমি কে? জিজ্ঞেস করল মাধবেন্দ্র।
আমি এক গয়লার ছেলে, বালক মিঠি-মিঠি হাসে ছোট্ট গয়লা।
অচিন্ত্যকুমার সেনগুপ্ত এর Gourango Porijon pdf গৌরাঙ্গ পরিজন pdf ডাউনলোড করুন এখান থেকে এবং Gourango Porijon pdf গৌরাঙ্গ পরিজন pdf পড়ুন এখান থেকে।
Leave a Reply
You must be logged in to post a comment.