রাজা যায় বনবাসে pdf – অতীন বন্দ্যোপাধ্যায় Raja Jai Banabase pdf – Atin Bandyopadhyay

রাজা যায় বনবাসে pdf - অতীন বন্দ্যোপাধ্যায় Raja Jai Banabase pdf - Atin Bandyopadhyay
রাজা যায় বনবাসে pdf - অতীন বন্দ্যোপাধ্যায় Raja Jai Banabase pdf - Atin Bandyopadhyay

অতীন বন্দ্যোপাধ্যায় এর পশ্চিমবঙ্গের উপন্যাস Raja Jai Banabase pdf রাজা যায় বনবাসে pdf ডাউনলোড করুন ও রাজা যায় বনবাসে pdf পড়ুন।

রাজা যায় বনবাসে pdf - অতীন বন্দ্যোপাধ্যায় Raja Jai Banabase pdf - Atin Bandyopadhyay
রাজা যায় বনবাসে pdf কভার

Raja Jai Banabase pdf রাজা যায় বনবাসে pdf নমুনাঃ

ওরা উভয়ে দেখল, একদল পাখি উড়ে উড়ে সামনের দুর্গ অতিক্রম করে গেল। শহরের এত বড় মাঠ এবং লোকজন—ওয়া কিছুই দেখছিল না; ওরা সামনের দুর্গ অতিক্রম করে শুধু পাখি উড়ে যেতে দেখল৷ বড় শহর—বড় মাঠ এবং ঘোড় দৌড়ের মাঠে লোকের ভীড়। ওরা এতক্ষণে ধরতে পারল—শনিবার দুটোর সময় অফিস ছুটি হয়ে গেছে সুতরাং মাঠে অথবা স্মৃতিস্তম্ভের পাশে, কত সব যুবক যুবতী। আকাশ নীল এবং স্বচ্ছ আর এই মাঠের ভিতর থেকে মনে হচ্ছিল সব শ্বেত পাথরে নির্মিত বাড়ি—মাথায় নিশান উড়ছে, এবং এক সোনার ঈগল এই শহরের সর্বত্র উড়ে বেড়াচ্ছে যেন। ওরা সোনার ঈগলের ডাক শোনার জন্য পরস্পর হাত ধরল এবং মাঠের নির্মল ঘাস মাড়িয়ে উত্তর দক্ষিণের অথবা কোন পূব পশ্চিমের পথ ধরে উদ্দেশ্যবিহীনভাবে বেড়াবার অছিলায় ঘুরে বেড়াতে থাকল।

অন্তর্গত খেলা pdf – অতীন বন্দ্যোপাধ্যায় Antargata Khela pdf – Atin Bandyopadhyay

ওরা পরস্পর কোন কথাই বলতে পারছে না। সব বলা শেষ, অন্তরের গোপন আবেগটুকু আজ এই মনোরম বিকেলে মাঠের সাদা ঘাসের ভিতর কিছুক্ষণ আগে সহজভাবে ধরা পড়েছে । ওরা উভয়ে জানত না ঘটনাটা এমনভাবে ঘটে যাবে। এতদিনের সংগোপনে লালন করা প্রেম, ‘প্রেম এক দীর্ঘ রজ্জুর মত’ সুলতা প্রায়ই কথাটা বলত, সেই রজ্জুর মত প্রেম ওদের বড় বেশি সযত্নে কাছাকাছি রেখেছিল, ওরা দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ের ক্লাসে অমনোযোগী ছাত্রের মত কথা বলেছে এবং ওরা এই ঘাসের ভিতর কতদিন অকারণ শস্যকণা খুঁজে গেছে অথচ পরস্পর সহজ আবেগটুকু ঢেলে বলতে পারে নি, কাছে বোস এবং হাতের উপর হাত রাখ ।’

বিশ্ববিদ্যালয়ের ক্লাশ এখন বন্ধ।  ওরা পুরীর সমুদ্রতীর ঘুরে এসেছে। ওরা দীঘা ভ্রমণে ক্লান্ত। ওদের সঙ্গে সুলতা ছিল, অবিনাশ ছিল। ওদের সঙ্গে পরিচিত বন্ধু বান্ধবী ছিল। পূজোর ছুটিতে হৈচৈ করেছে । গ্রীষ্মের ছুটি শেষে ওরা উভয়ে দেশের বাড়িতে বেড়াতে গেছে—কোথাও কোন দুর্বলতার লক্ষণ প্রকাশ পাচ্ছিল না—বস্তুত ওরা পাখির মত একসঙ্গে — বিশ্ববিদ্যালয়ের ক্লাস থেকে আরম্ভ করে, নাটকের প্রতিযোগিতায়, সর্বত্র উড়ে বেড়িয়েছে। রাজা যায় বনবাসে pdf  পড়ুন।

সে একদিন বলেছিল, তোমার চেয়ে সুলতার গলা ভাল।
অনিমা উত্তরে বলেছিল, হবে হয়তো। অনিমার মুখে অভিমানের চিহ্ন ধরা পড়েছিল। ওদের ভেতর দিল্লীর নাটকের প্রতিযোগিতা সম্পর্কে কথা হচ্ছিল। অনিমা দৃঢ়ভাবে বলেছিল, নাটকের সেরা প্রাইজটা আমিই পেয়েছি।
—সেটা তোমার মুখের জন্য।
— ইঙ্গিতটা একটু অশ্লীল হল মনে হচ্ছে।
–তোমার প্রশংসা করেছি অনিমা। যদি অশ্লীলতা ভাব তবে ক্ষমা করবে এবারের মত।

তারপর উভয়ে নীরব ছিল। সুভাষ অনিমা সম্পর্কে নিস্পৃহ। কতকাল থেকে ওদের পরিচয়-সুভাষ কাকীমার সঙ্গে সুভাষ তখন ছোট, অনিমা আরও ছোট। বেড়াতে এসেছে—গ্রাম্য এক জায়গা, আনারসের বিরাট মাঠ এবং বোধহয় তখন বর্ষাকাল ছিল। অনিমা এখন এইসব কোলাহলের ভিতর স্মৃতিতে ডুব দিতে চাইল। এই প্রথম অনিমা সুভাষকে ভয়ানকভাবে আঘাত করেছে মনে হল। ‘প্রেম দীর্ঘ এক রজ্জুর মত, সুলতার কথা— ‘জীবন যাপনের অধিকারে আমরা সকলে প্রেমের রজ্জুতে অসি খেলা দেখাচ্ছি’। সুলতা ভয়ানক সব কথা বলে এতদিনের ভালবাসার ঘরকে ভেঙে দিতে চেয়েছিল। অনিম আর ‘পারছে না— এতদিনের পরিচয় — অথচ কি ঘটনা ঘটবে ওরা যেন দুজনের একজনও নিশ্চিত করে কিছু বলতে পারছে না।

মন মুকুর শারদীয়া সংখ্যা ১৪২৭ পিডিএফ Mon Mukur Sharadiya 1427 (2020) pdf

এবং এই দূর সম্পর্কে পুরুষটি, বাড়িতে মা বাবার কাছে সদালাপী, সোনার টুকরো ছেলে – ঠিক যেন আনারসের বাগানে একটিমাত্র সুমিষ্ট আনারস। রস সঞ্চিত ভিতরে—উপরের চেহারা কদাকার এবং নিম্নমানের। অনিমা বলল, তুমি রাগ করলে সুভ?

রূপকথার গল্প সেই কৈশোর জীবনে মহিমময় পুরুষের মত বিচরণ করত অনিমার চোখের উপর। গ্রাম্য এক নদী ছিল- শীতের শেষে ‘পার হয় গরু পার হয় গাড়ি’— ওরা উভয়ে নিশিনাথের সঙ্গে সেই নদী মাঠ অতিক্রম করে স্নেহলতা পিসির ঘরে তেঁতুলের আচারের জন্য পালিয়ে পালিয়ে উঠে যেত।
কিছুদিন থেকে এই নগরীর কোলাহল সুভর ভাল লাগছিল না! কারণ অনিমাকে দূরের মানুষ বলে মনে হচ্ছে। অনিমার এখন অনেক উৎসাহদাতা—অনিমা সম্পর্কে সবাই আজকাল খুব সচেতন, সকলে এক বাক্যে ওর জটিল অভিনয়ের জন্য মুগ্ধ।

রাজা যায় বনবাসে pdf Download link
Download / Read Online

Be the first to comment

Leave a Reply